
Virat Kohli
ক্রিকেট ফর্মের সঙ্গে যদি তাল মিলিয়ে নিজের ফ্যাশনকে কেউ এগিয়ে নিয়ে যেতে পারেন তিনি হলেন Virat Kohli বিরাট কোহলি। আইপিএল হোক বা আন্তর্জাতিক ম্যাচ, Virat Kohli বিরাট কোহলি তাঁর লুক দিয়ে চমক লাগাতে ভোলেন না। এ বার আইপিএলের আগে বিরাটের নতুন হেয়ারকাট চর্চায়। সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে টিম ইন্ডিয়া। এর পর প্লেয়াররা নামবেন আইপিএলে।
কিছু প্লেয়ার প্রস্তুতি শিবিরে যোগ দিয়েছেন, অনেকে এখনও যোগ দেননি। বিরাটও যোগ দেননি আরসিবি ক্যাম্পে। এরমধ্যে তাঁর নতুন লুক সামনে এলো। জনপ্রিয় হেয়ারস্টাইলিস্ট আলিম হাকিমের কাছে বিরাট তাঁর নতুন লুক তৈরি করেছেন। সেই ছবি তিনি শেয়ারও করেছেন সোশ্যাল মিডিয়ায়। অতীতে একাধিকবার বিরাট আলিম হাকিমের থেকে নিজের হেয়ারস্টাইল করেছিলেন।
বিরাটের Virat Kohli পাশাপাশি টিম ইন্ডিয়ার একাধিক ক্রিকেটার, বলিউড তারকা আলিম হাকিমের থেকে হেয়ারস্টাইল করে থাকেন। চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে কয়েক দিন আগেই দেশে ফিরেছেন বিরাট কোহলি। দু’এক দিনের মধ্যে যোগ দেবেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রস্তুতি শিবিরে। তার আগে নিজের ‘লুক’ বদলে ফেললেন ভারতের প্রাক্তন অধিনায়ক।
আইপিএলে নতুন রূপে দেখা যাবে তাঁকে। কেশসজ্জা শিল্পী আলিম হাকিমের কাছে গিয়ে চুলে নতুন ছাঁট দিয়েছেন কোহলি। দীর্ঘ দিন ধরে হাকিমই চুলের ছাঁট বাছাই করে দেন। Virat Kohli কোহলির নতুন চুলের ছাঁট সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন হাকিম। যা ভাইরাল হয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। এ বারও বেঙ্গালুরুর হয়ে আইপিএল খেলবেন কোহলি। খেলবেন রজত পাটিদারের নেতৃত্বে। ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হবে তাঁদের আইপিএল অভিযান।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হতে ক্লিক করুন Aaj Bangla হোয়াটস অ্যাপ চ্যানেলে।