হিন্দু ধর্মে Hinduism মৃত্যুর খাবর শোনার পর মৃত ব্যক্তিকে নারী পুরুষ ভেদাভেদ না করে সবার উদ্দেশ্য বলতে হয় –
ওঁ দিব্যান্ লোকান্ স্ব গচ্ছতু
আসুন বেদে সেই মন্ত্রটি সম্পূর্ণ দেখি“ওঁ কৃত্বা তু দুষ্কৃতং কর্মং জানতা বাপ্য জানতা ।মৃত্যুকাল বশং প্রাপ্য নরং পঞ্চত্বমাগতম্ধর্মাধর্ম সমাযুক্তং লোভ মোহ সমাবৃতম্দহেয়ং সর্বগাত্রানি দিব্যান্ লোকান্ স গচ্ছতু”
Hinduism অনুবাদঃ তিনি জেনে বা না জেনে অনেক দুষ্কর্ম করে থাকতে পারেন। কালবশে মানুষ মৃত্যুবরণ করে থাকে। এ দেহ ধর্ম, অধর্ম, লোভ, মোহ প্রভিতি দ্বারা আচ্ছাদিত ছিল। হে অগ্নিদেব, আপনি তার সকল দেহ দগ্ধ করে দিব্যলোকে নিয়ে যান। ( ক্রিয়াকাণ্ড বারিধি) ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ ।। অর্থ: আমার অঙ্গসমূহ, বাক, প্রাণ, চক্ষু, কর্ণ ও বল এবং ইন্দ্রিয়সকল পুষ্টিলাভ করুক। সমস্ত পদার্থ স্বরূপতঃ উপনিষৎপ্রতিপাদ্য ব্রহ্মই।