Siliguri News আলোর উৎসবের মধ্যেই আরও এক বিষাদের ঘটনা। এবার ঘটনাস্থল Siliguri News শিলিগুড়ি। চাঁদা না দেওয়ায় শিলিগুড়িতে পিটিয়ে খুনের ঘটনা ঘিরে শোরগোল পড়ে গেল ! অভিযোগ, এক ব্যক্তির কাছে ৫০০ টাকা চাঁদা চাওয়া হয়েছিল। কিন্তু, তা না মেলায় হামলা চালায় দুষ্কৃতীরা। দাবিমতো চাঁদা না দেওয়ায় প্রায় ৮ জন দুষ্কৃতী হামলা চালিয়ে ওই ব্যক্তিকে পিটিয়ে খুন করেছে বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় মহম্মদ জহুরীর। পুলিশ সূত্রে দাবি, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। দীর্ঘদিন ধরেই চলছে তোলাবাজি।
এনিয়ে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। এদিকে অভিযুক্তরা এখনও অধরা। কী ঘটনা ? ৩৫ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। এটি শিলিগুড়ি পুরসভার একেবারে প্রান্তিক এলাকা। রাত সাড়ে ৮টা নাগাদ মহম্মদ জহুরী বাড়ির সামনে বসেছিলেন। সেই সময় ৮ থেকে ১০ জন আসে। ৫০০ টাকা চাঁদা চায়। চাঁদা দিতে হবে বলে জোর করে তারা। অভিযোগ, তা না দিতে চাওয়ায় তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। তারমধ্যেই মারধর, লাথি, ঘুষি। এরপর আহত অবস্থায় মহম্মদ জহুরীকে বাড়ির লোকজন হাসপাতালে নিয়ে এলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
মৃতের বয়স ৫৫। তিনি আঘাত সহ্য করতে পারেননি। এদিকে দিনকয়েক আগেই কোটি টাকার প্রতারণার অভিযোগ ওঠে শিলিগুড়িতে (Siliguri)। এই ঘটনায় গ্রেফতার করা হয় ৬ জনকে। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার (Bhaktinagar Police Station) অধীন আশিঘর ফাঁড়ির পুলিশের সহযোগিতায় অভিযুক্তদের গ্রেফতার করে ব্যারাকপুর সাইবার ক্রাইম। তাদের থেকে একাধিক পাসবুক, এটিএম কার্ড এবং মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়। অভিযোগ, ধৃতরা বিভিন্ন প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে দেশ-বিদেশে মোটা টাকার লেনদেন করত।
গোটা ঘটনায় এখন মূলচক্রীর খোঁজ শুরু করেছে ব্যারাকপুর সাইবার ক্রাইম। সূত্রের খবর, গত ২৫ সেপ্টেম্বর ব্যারাকপুর সাইবার ক্রাইমে ৫ কোটি ৫০ লক্ষ টাকার অনলাইন প্রতারণার লিখিত অভিযোগ দায়ের করেন স্থানীয় এক ব্যক্তি। অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নামে পুলিশ। এরপরই ব্যারাকপুর সাইবার ক্রাইমের আধিকারিকরা জানতে পারেন, শিলিগুড়ি শহর সংলগ্ন ইস্টার্ন বাইপাস এলাকায় একটি ভাড়া বাড়িতে ঘাটি গেঁড়েছিল দুষ্কৃতীরা। সেখান থেকেই হোয়াটসঅ্যাপে শেয়ার বাজারের গ্রুপ তৈরি করে সাধারণ মানুষকে অর্থের প্রলোভন দেখিয়ে ব্যাঙ্কের অ্যাকাউন্ট ভাড়া নিত তারা। সেসব অ্যাকাউন্টের মাধ্যমে কোটি কোটি টাকার লেনদেন করে প্রতারণা করা হত। সেই খবর পেতেই ব্যারাকপুর সাইবার ক্রাইম শিলিগুড়ি এসে পৌঁছোয়। যৌথ অভিযানে পুলিশের জালে ধরা পড়ে ছয় জন।