Hindus in Bangladesh ইসকন নিয়ে এক মুসলিম ব্যবসায়ীর সোশ্যাল মিডিয়া (Social Media) পোস্ট ঘিরে কার্যত রণক্ষেত্র হয়ে উঠল বাংলাদেশের (Bangladesh) বন্দরনগর চট্টগ্রাম (Chattogram)! প্রতিবাদে সরব সেখানকার সংখ্যালঘুরা। এই বিক্ষোভ কড়া হাতে দমন করছে বাংলাদেশের সেনাবাহিনী ও পুলিশ। অভিযোগ, এলাকায় গিয়ে সংখ্যালঘুদের মারধর করেছে পুলিশ ও সেনার যৌথবাহিনী।
ঘটনার সূত্রপাত ৫ নভেম্বর থেকে। ওইদিন ওসমান মোল্লা নামে এক মুসলিম ব্যবসায়ী ইসকনের পুরোহিত ও হিন্দুদের নিয়ে ফেসবুকে পোস্ট করেন। এমনকি ইসকনকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করে দেওয়ার দাবি জানান। এই পোস্ট সোশাল মিডিয়ায় ছড়াতেই বিক্ষোভে ফেটে পড়েন হিন্দুরা। পথে নেমে বিক্ষোভ দেখান তারা। গতকাল তাঁদের সঙ্গে সংঘর্ষ বাঁধে পুলিশ ও সেনার যৌথবাহিনীর। তাদেরকে দেখে ইটপাথর ছোড়েন বিক্ষোভকারীরা বলে অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, এর পরই হাজারি গলির বাড়িতে বাড়িতে ঢুকে হিন্দুদের মারধর করে যৌথবাহিনী। কয়েক রাউন্ড গুলিও চালায়।
জানা গিয়েছে, মারধরের জেরে বেশ কয়েকজন জখম হয়েছেন। ৫ জনের চিকিৎসা চলছে চিটাগং মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। এখনও পর্যন্ত অন্তত ২০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে গর্জে উঠেছে Hindus in Bangladesh সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন ‘বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ’। কয়েকদিন আগে এই সংগঠনের ২ সন্ন্যাসী-সহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদোহ মামলা দায়ের হয়। সেনিয়েও ক্ষোভে ফুঁসছেন বাংলাদেশের হিন্দুরা। এর মাঝেই ফের একবার নিপীড়নের শিকার হলেন তারা। ফলে প্রশ্ন উঠছে, মুক্তিযুদ্ধের অবদানকে যাঁরা অস্বীকার করছেন এটাই কী তাঁদের ‘স্বাধীন’ বাংলাদেশ? যেখানে এভাবে অত্যাচারের শিকার হচ্ছেন সংখ্যালঘুরা!
ঘটনায় আতঙ্কিত পদ্মাপারের সংখ্যালঘুরা। ঘটনার সূত্রপাত ৫ নভেম্বর। সেদিন এক ব্যবসায়ী ইসকনের পুরোহিত ও হিন্দুদের নিয়ে ফেসবুকে পোস্ট করেন। সেই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ছড়াতেই বিক্ষোভে ফেটে পড়েন সেখানকার সংখ্যালঘুরা। পথে নেমে বিক্ষোভ দেখান তাঁরা। অভিযোগ, গতকাল তাঁদের সঙ্গে সংঘর্ষ হয় পুলিশ ও সেনার যৌথবাহিনীর।
আরো পড়ুন পশ্চিমবঙ্গ জীবনী মন্দির দর্শন ইতিহাস জেলা শহর লোকসভা বিধানসভা পৌরসভা ব্লক থানা গ্রাম পঞ্চায়েত কালীপূজা যোগ ব্যায়াম পুজা পাঠ দুর্গাপুজো ব্রত কথা মিউচুয়াল ফান্ড জ্যোতিষশাস্ত্র ভ্রমণ বার্ষিক রাশিফল মাসিক রাশিফল সাপ্তাহিক রাশিফল আজকের রাশিফল চানক্যের নীতি বাংলাদেশ লক্ষ্মী পূজা টোটকা রেসিপি সম্পর্ক একাদশী ব্রত পড়াশোনা খবর ফ্যাশন টিপস