
Shiliguri Assembly
শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রটি (Shiliguri Assembly Constituency) পশ্চিমবঙ্গ রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের মধ্যে একটি। এটি একটি সাধারণ বিভাগের বিধানসভা কেন্দ্র। এটি দার্জিলিং জেলায় অবস্থিত এবং দার্জিলিং সংসদ আসনের ৭টি বিধানসভা কেন্দ্রের মধ্যে একটি। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলার একটি অন্যতম বিধানসভা কেন্দ্রের শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র । ৪ নং দার্জিলিং লোকসভা কেন্দ্রের অন্তর্গত হল এই শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রটি ।
শিলিগুড়ি বিধানসভায় তফসিলি জাতি ভোটার প্রায় ১৯,০২৯ যা ২০১১ সালের আদমশুমারি অনুসারে প্রায় ৮.৮৪%। শিলিগুড়ি বিধানসভায় তফসিলি জাতি ভোটার প্রায় ২,৭১২ যা ২০১১ সালের আদমশুমারি অনুসারে প্রায় ১.২৬%। শিলিগুড়ি বিধানসভায় মুসলিম ভোটার প্রায় ১৩,৩৪৬ যা ভোটার তালিকা বিশ্লেষণ অনুসারে প্রায় ৬.২%। শিলিগুড়ি বিধানসভায় গ্রামীণ ভোটার প্রায় ০ যা ২০১১ সালের আদমশুমারি অনুসারে প্রায় ০%। শিলিগুড়ি বিধানসভায় শহুরে ভোটার প্রায় ২,১৫,২৬১ যা ২০১১ সালের আদমশুমারি অনুসারে প্রায় ১০০%। ২০১৯ সালের সংসদ নির্বাচন অনুসারে শিলিগুড়ি বিধানসভার মোট ভোটার – ২১৫২৬১। ২০১৯ সালের সংসদ নির্বাচন অনুসারে শিলিগুড়ি বিধানসভার ভোটকেন্দ্রের সংখ্যা – ২৪৫। ২০১৯ সালের সংসদ নির্বাচনে শিলিগুড়ি বিধানসভার ভোটার উপস্থিতি – ৭৯.০৬%। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে শিলিগুড়ি বিধানসভার ভোটার উপস্থিতি – ৮০.৭৯%।
শিলিগুড়ি বিধানসভা আসনের জাত বা উপাধি বিশ্লেষণ DAS 15929 7.4% মুসলিম 13346 6.2% ROY 11839 5.5% সরকার 9686 4.5% ঘোষ 8610 4% সাহা 8179 3.8% আগরওয়াল 7318 3.4% PAUL 6457 3% গুপ্তা 5381 2.5% DUTTA 4520 2.1% চক্রবর্তী 4520 2.1% DE 4305 2% প্রসাদ 4305 2% সিং 3874 1.8% বিশ্ব 3659 1.7% শর্মা 3659 1.7% মন্ডল 3444 1.6% MAHTO 3444 1.6% শাহ 2798 1.3% পাসওয়ান 2583 1.2% SAHNI 2367 1.1% বর্মন 2152 1% মজুমদার 2152 1% চৌধুরী 1937 0.9% ভট্টাচার্য 1937 0.9% কুন্ডু 1722 0.8% চৌধুরী 1722 0.8% কর্মকার 1506 0.7% RAUT 1506 0.7% মিত্র 1291 0.6%।
স্বাধীন ভারতের প্রথম নির্বাচন হয় ১৯৫১ সালে। তখন কার্শিয়াং-শিলিগুড়ি ছিল একটি যৌথ আসন। ওই বছর এই যৌথ আসন থেকে যৌথভাবে জয়ী হন কংগ্রেসের তেঞ্জিং ওংডি এবং নির্দলের জর্জ মার্ভেট। ১৯৫৭ সালে এই যৌথ আসন থেকে যৌথভাবে জয়ী হন সিপিআই (এম) এর সত্যেন্দ্র নারায়ণ মজুমদার এবং কংগ্রেসের তেঞ্জিং ওংডি। ১৯৫৭ সালে এই যৌথ আসনটি সংরক্ষিত ছিল এসটিদের জন্য। ১৯৬২ সালে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র (Shiliguri Assembly Constituency) থেকে জয়ী হন কংগ্রেসের জগদীশ চন্দ্র ভট্টাচার্য। ১৯৬৭ সালে জয়ী হন কংগ্রেসের অরুণ কুমার মৈত্র।।
১৯৬৯ সালে জয়ী হন আইজিএল এর প্রেম থাপা। ১৯৭১ সালে এবং ১৯৭২ সালে পরপর এই কেন্দ্র থেকে জয়ী হন কংগ্রেসের অরুণ কুমার মৈত্র। ১৯৭৭ সালে এবং ১৯৮২ সালে পরপর সিপিআই (এম) এর বীরেন বোস কংগ্রেসের অরুণ কুমার মৈত্র এবং কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে পরাজিত করেন। ১৯৮৭ সালে কংগ্রেসের প্রশান্ত নন্দীকে পরাজিত করে জয়ী হন সিপিআই (এম) এর গৌর চক্রবর্তী। এরপর ১৯৯১, ১৯৯৬, ২০০১ এবং ২০০৬ সালের রাজ্য বিধানসভা নির্বাচনে কংগ্রেসের প্রশান্ত নন্দীকে, কংগ্রেসের শঙ্কর মালাকারকে, তৃণমূল কংগ্রেসের প্রশান্ত নন্দীকে এবং কংগ্রেসের নান্টু পালকে পরাজিত করে পরপর একটানা ভাবে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র (Shiliguri Assembly Constituency) থেকে জয়ী হন সিপিআই (এম) এর অশোক ভট্টাচার্য। ২০১১ সালে সিপিআই (এম) এর অশোক নারায়ণ ভট্টাচার্যকে পরাজিত করে জয়ী হন তৃণমূল কংগ্রেসের রুদ্র নাথ ভট্টাচার্য। ২০১৬ সালে তৃণমূল কংগ্রেসের ভাইচুং ভুটিয়াকে পরাজিত করে জয়ী হন সিপিআই (এম) এর অশোক ভট্টাচার্য। ২০২১ সালে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ওমপ্রকাশ মিশ্রকে পরাজিত করে জয়ী হন ভারতীয় জনতা পার্টির শংকর ঘোষ।
১৯৫১ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের নির্বাচনের তালিকা – ১৯৫১ সালে কার্শিয়াং-শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র (Kurseong-Siliguri Assembly Constituency) থেকে যৌথভাবে জয়ী হন ভারতীয় জাতীয় কংগ্রেসের তেঞ্জিং ওংডি এবং নির্দলের জর্জ মার্ভেট। ১৯৫৭ সালে কার্শিয়াং-শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র (Kurseong-Siliguri Assembly Constituency) থেকে যৌথভাবে জয়ী হন ভারতের কমিউনিস্ট পার্টির সত্যেন্দ্র নারায়ণ মজুমদার এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের তেঞ্জিং ওংডি।
১৯৬২ সালে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র (Shiliguri Assembly Constituency) থেকে জয়ী হন ভারতীয় জাতীয় কংগ্রেসের জগদীশ চন্দ্র ভট্টাচার্য। ১৯৬৭ সালে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র (Shiliguri Assembly Constituency) থেকে জয়ী হন ভারতীয় জাতীয় কংগ্রেসের অরুণ কুমার মৈত্র। ১৯৬৯ সালে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র (Shiliguri Assembly Constituency) থেকে জয়ী হন অখিল ভারতীয় গোর্খা লিগের প্রেম থাপা। ১৯৭১ সালে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র (Shiliguri Assembly Constituency) থেকে জয়ী হন ভারতীয় জাতীয় কংগ্রেসের অরুণ কুমার মৈত্র।
১৯৭২ সালে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র (Shiliguri Assembly Constituency) থেকে জয়ী হন ভারতীয় জাতীয় কংগ্রেসের অরুণ কুমার মৈত্র। ১৯৭৭ সালে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র (Shiliguri Assembly Constituency) থেকে জয়ী হন ভারতের কমিউনিস্ট পার্টির বীরেন বোস। ১৯৮২ সালে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র (Shiliguri Assembly Constituency) থেকে জয়ী হন ভারতের কমিউনিস্ট পার্টির বীরেন বোস। ১৯৮৭ সালে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র (Shiliguri Assembly Constituency) থেকে জয়ী হন ভারতের কমিউনিস্ট পার্টির গৌর চক্রবর্তী। ১৯৯১ সালে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র (Shiliguri Assembly Constituency) থেকে জয়ী হন ভারতের কমিউনিস্ট পার্টির অশোক ভট্টাচার্য।
১৯৯৬ সালে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র (Shiliguri Assembly Constituency) থেকে জয়ী হন ভারতের কমিউনিস্ট পার্টির অশোক ভট্টাচার্য। ২০০১ সালে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র (Shiliguri Assembly Constituency) থেকে জয়ী হন ভারতের কমিউনিস্ট পার্টির অশোক ভট্টাচার্য। ২০০৬ সালে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র (Shiliguri Assembly Constituency) থেকে জয়ী হন ভারতের কমিউনিস্ট পার্টির অশোক ভট্টাচার্য। ২০১১ সালে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র (Shiliguri Assembly Constituency) থেকে জয়ী হন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রুদ্র নাথ ভট্টাচার্য। ২০১৬ সালে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র (Shiliguri Assembly Constituency) থেকে জয়ী হন ভারতের কমিউনিস্ট পার্টির অশোক ভট্টাচার্য। ২০২১ সালে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র (Shiliguri Assembly Constituency) থেকে জয়ী হন ভারতীয় জনতা পার্টির শংকর ঘোষ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হতে ক্লিক করুন Aaj Bangla হোয়াটস অ্যাপ চ্যানেলে।