
Chopra Assembly
চোপড়া বিধানসভা কেন্দ্রটি (Chopra Assembly Constituency) পশ্চিমবঙ্গ রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের মধ্যে একটি। এটি একটি সাধারণ বিভাগের বিধানসভা কেন্দ্র। এটি উত্তর দিনাজপুর জেলায় অবস্থিত এবং দার্জিলিং সংসদ আসনের ৭টি বিধানসভা কেন্দ্রের মধ্যে একটি। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিনাজপুর জেলার একটি অন্যতম বিধানসভা কেন্দ্র হল চোপড়া বিধানসভা কেন্দ্র । ৪ নং দার্জিলিং লোকসভা কেন্দ্রের অন্তর্গত হলো এই চোপড়া বিধানসভা কেন্দ্রটি ।
চোপড়া বিধানসভায় তফসিলি জাতি ভোটার প্রায় ৩৬,৯২৬ যা ২০১১ সালের আদমশুমারি অনুসারে প্রায় ১৬.০৮%। চোপড়া বিধানসভায় তফসিলি জাতি ভোটার প্রায় ১৩,৪১১ যা ২০১১ সালের আদমশুমারি অনুসারে প্রায় ৫.৮৪%। চোপড়া বিধানসভায় মুসলিম ভোটার প্রায় ১৪২,৩৭৭ যা ভোটার তালিকা বিশ্লেষণ অনুসারে প্রায় ৬২%। চোপড়া বিধানসভায় গ্রামীণ ভোটার প্রায় ২২৫,৮৯৭ যা ২০১১ সালের আদমশুমারি অনুসারে প্রায় ৯৮.৩৭%। চোপড়া বিধানসভায় শহুরে ভোটার প্রায় ৩,৭৪৩ যা ২০১১ সালের আদমশুমারি অনুসারে প্রায় ১.৬৩%। ২০১৯ সালের সংসদ নির্বাচন অনুসারে চোপড়া বিধানসভার মোট ভোটার – ২২৯৬৪০। ২০১৯ সালের সংসদ নির্বাচন অনুসারে চোপড়া বিধানসভার ভোটকেন্দ্রের সংখ্যা – ২২৫। ২০১৯ সালের সংসদ নির্বাচনে চোপড়া বিধানসভায় ভোটার উপস্থিতি – ৮১.৯৭%। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে চোপড়া বিধানসভায় ভোটার উপস্থিতি – ৮৪.৭৭%।
চোপড়া বিধানসভা আসনের জাত বা উপাধি বিশ্লেষণ মুসলিম 142376 62% সিংহা 11711 5.1% সিং 9874 4.3% DAS 7118 3.1% ROY 5052 2.2% বর্মন 2755 1.2% PAUL 2526 1.1% বিশ্ব 2526 1.1% সরকার 2066 0.9% URAON 2066 0.9% মন্ডল 1837 0.8% দেবনাথ 1607 0.7% মুরমু 918 0.4% HANSDA 918 0.4% হালদার 688 0.3% ঘোষ 688 0.3% সাহা 688 0.3% NESA 688 0.3% শর্মা 688 0.3% ORAW 688 0.3% হামব্রাম 688 0.3% KISKU 688 0.3% কুমার 459 0.2% RAM 459 0.2% বোসাক 459 0.2% MARDI 459 0.2% TUDU 459 0.2% খান 459 0.2% NECHA 459 0.2% কর্মকার 459 0.2%।
১৯৫৭ সালে এবং ১৯৬২ সালে পরপর দুবার এই কেন্দ্র থেকে জয়ী হন কংগ্রেসের এমডি. আফাক চৌধুরী। ১৯৫৭ সালের আগে এই কেন্দ্রটি বিদ্যমান ছিল না। ১৯৬৭ সালেই কেন্দ্র থেকে জয়ী হন এমডি. আফাক চৌধুরী। ১৯৬৯ সালে, ১৯৭১ সালে এবং ১৯৭২ সালে এ কেন্দ্র থেকে পরপর তিনবার জয়ী হন কংগ্রেস বা এনডিএফ এর আব্দুল করিম চৌধুরী। ১৯৭৭ সালে নির্দলের নারায়ণ চন্দ্র সিংহকে এবং ১৯৮২ সালে কংগ্রেসের শেখ জামালউদ্দিনকে পরাজিত করে জয়ী হন সিপিআই (এম) এর মোহাম্মদ বাছা মুন্সি।
১৯৮৭ সালে কংগ্রেসের শেখ জালালউদ্দিন আহমেদকে এবং ১৯৯১ সালে কংগ্রেসের চৌধুরী এমডি. মঞ্জুর আফাককে পরাজিত করে জয়ী হন সিপিআই (এম) এর মাহামুদ্দিন। ১৯৯৬ সালের কংগ্রেসের হামিদুল রহমানকে পরাজিত করেন সিপিআই (এম) এর মাহামুদ্দিন। ২০০১ সালে সিপিআই (এম) এর আকবর আলীকে পরাজিত করে জয়ী হন নির্দলের হামিদুল রাহমান। এরপর ২০০৬ সালের রাজ্য বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের হামিদুল রহমানকে পরাজিত করে জয়ী হন সিপিআই (এম) এর আনোয়ারুল হক। ২০১১ সালে সিপিআই (এম) এর আনোয়ারুল হককে পরাজিত করে জয়ী হন নির্দলের হামিদুল রহমান।
১৯৫৭ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা নির্বাচনে চোপড়া বিধানসভা কেন্দ্রের নির্বাচনের তালিকা – ১৯৫৭ সালে চোপড়া বিধানসভা কেন্দ্র (Chopra Assembly Constituency) থেকে জয়ী হন ভারতীয় জাতীয় কংগ্রেসের মোহাম্মদ আফাক চৌধুরী। ১৯৬২ সালে চোপড়া বিধানসভা কেন্দ্র (Chopra Assembly Constituency) থেকে জয়ী হন ভারতীয় জাতীয় কংগ্রেসের মোহাম্মদ আফাক চৌধুরী। ১৯৬৭ সালে চোপড়া বিধানসভা কেন্দ্র (Chopra Assembly Constituency) থেকে জয়ী হন ভারতীয় জাতীয় কংগ্রেসের মোহাম্মদ আফাক চৌধুরী। ১৯৬৯ সালে চোপড়া বিধানসভা কেন্দ্র (Chopra Assembly Constituency) থেকে জয়ী হন ভারতীয় জাতীয় কংগ্রেসের আব্দুল করিম চৌধুরী।
১৯৭১ সালে চোপড়া বিধানসভা কেন্দ্র (Chopra Assembly Constituency) থেকে জয়ী হন ভারতীয় জাতীয় কংগ্রেসের আব্দুল করিম চৌধুরী। ১৯৭২ সালে চোপড়া বিধানসভা কেন্দ্র (Chopra Assembly Constituency) থেকে জয়ী হন ভারতীয় জাতীয় কংগ্রেসের আব্দুল করিম চৌধুরী। ১৯৭৭ সালে চোপড়া বিধানসভা কেন্দ্র (Chopra Assembly Constituency) থেকে জয়ী হন ভারতের কমিউনিস্ট পার্টির মোহাম্মদ বাছা মুন্সী। ১৯৮২ সালে চোপড়া বিধানসভা কেন্দ্র (Chopra Assembly Constituency) থেকে জয়ী হন ভারতের কমিউনিস্ট পার্টির মোহাম্মদ বাছা মুন্সী। ১৯৮৭ সালে চোপড়া বিধানসভা কেন্দ্র (Chopra Assembly Constituency) থেকে জয়ী হন ভারতের কমিউনিস্ট পার্টির মহম্মদ মহমুদ্দিন।
১৯৯১ সালে চোপড়া বিধানসভা কেন্দ্র (Chopra Assembly Constituency) থেকে জয়ী হন ভারতের কমিউনিস্ট পার্টির মাহামুদ্দিন। ১৯৯৬ সালে চোপড়া বিধানসভা কেন্দ্র (Chopra Assembly Constituency) থেকে জয়ী হন ভারতের কমিউনিস্ট পার্টির মাহামুদ্দিন। ২০০১ সালে চোপড়া বিধানসভা কেন্দ্র (Chopra Assembly Constituency) থেকে জয়ী হন নির্দলের হামিদুল রহমান। ২০০৬ সালে চোপড়া বিধানসভা কেন্দ্র (Chopra Assembly Constituency) থেকে জয়ী হন ভারতের কমিউনিস্ট পার্টির আনোয়ারুল হক। ২০১১ সালে চোপড়া বিধানসভা কেন্দ্র (Chopra Assembly Constituency) থেকে জয়ী হন নির্দলের হামিদুল রহমান।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হতে ক্লিক করুন Aaj Bangla হোয়াটস অ্যাপ চ্যানেলে।