North 24 Parganas উত্তর ২৪ পরগনার Minakhan মিনাঁখায় এক ব্যবসায়ীর থেকে নগদ টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগে দু’জনকে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার হয়েছে ছিনতাই হওয়া টাকা ও মোবাইলও। ঘটনাটি ঘটেছিল মঙ্গলবার বিকালে। ঘড়িতে তখন প্রায় ৪টে। Minakhan মিনাখাঁ পঞ্চায়েত সংলগ্ন এলাকায় বাসন্তী রোডের উপর দিয়ে একটি অটোয় চেপে যাচ্ছিলেন ওই ব্যবসায়ী। সেই সময়েই মাঝ রাস্তায় অটোটি থামান দুই বাইক আরোহী।
অভিযোগ, এর পর আগ্নেয়াস্ত্র দেখিয়ে ব্যবসায়ীর থেকে নগদ প্রায় ৬৫ হাজার টাকা ও মোবাইল ছিনতাই করে পালান তাঁরা। ঘটনার পর বিকালেই থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন ব্যবসায়ী। অভিযোগের ভিত্তিতে রাতেই দু’জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন অটোচালকও। তিনিও ছিনতাইবাজদের সঙ্গে জড়িত বলে সন্দেহ পুলিশের।
এ বিষয়ে Basirhat বসিরহাটের মহকুমা পুলিশ আধিকারিক আমিনুল ইসলাম জানান, মঙ্গলবার বিকাল ৪টে নাগাদ একজন ব্যবসায়ী অটোতে করে Minakhan মিনাখাঁর দিকে যাচ্ছিলেন। সেই সময় দু’জন বাইক চেপে এসে Minakhan মিনাখাঁ পঞ্চায়েতের সামনে অটোটি থামান এবং অটোর মধ্যে থাকা ওই ব্যবসায়ীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রায় ৬৫ হাজার টাকা এবং মোবাইল ছিনতাই করে পালিয়ে যান বলে অভিযোগ। মহকুমা পুলিশ আধিকারিক আরও বলেন, ‘বিকাল সাড়ে ৪টে নাগাদ ওই ব্যক্তি থানায় অভিযোগ দায়ের করেন।
এর পরেই আমরা প্রথমে ওই সব এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখি এবং ওই অটোচালককে জিজ্ঞাসাবাদ করি। সিসিটিভি ফুটেজ দেখে আমরা মালঞ্চ বাজার এলাকা থেকে বাইক-সহ একজনকে গ্রেফতার করি। তাঁকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি অটোচালকও এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁকেও গ্রেফতার করা হয়েছে।
উদ্ধার হয়েছে ৬৪ হাজার ২৫০ টাকা এবং একটি মোবাইল।’ পুলিশ জানিয়েছে, একটি বাইকও বাজেয়াপ্ত করা হয়েছে। ছিনতাইয়ের সময় ওই বাইকটিই ব্যবহার করা হয়েছিল বলে সন্দেহ পুলিশের। অটোচালক ও এক ছিনতাইবাজকে গ্রেফতার করলেও, বাইকে থাকা অপর অভিযুক্ত এখনও অধরা। তাঁর খোঁজ চালাচ্ছে পুলিশ।
আরো পড়ুন পশ্চিমবঙ্গ জীবনী মন্দির দর্শন ইতিহাস জেলা শহর লোকসভা বিধানসভা পৌরসভা ব্লক থানা গ্রাম পঞ্চায়েত কালীপূজা যোগ ব্যায়াম পুজা পাঠ দুর্গাপুজো ব্রত কথা মিউচুয়াল ফান্ড জ্যোতিষশাস্ত্র ভ্রমণ বার্ষিক রাশিফল মাসিক রাশিফল সাপ্তাহিক রাশিফল আজকের রাশিফল চানক্যের নীতি বাংলাদেশ লক্ষ্মী পূজা টোটকা রেসিপি সম্পর্ক একাদশী ব্রত পড়াশোনা খবর ফ্যাশন টিপস