
Bagdogra
সোমবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত নকশালবাড়ি ব্লকের বাগডোগরা এলাকায় আমবোঝাই পিকআপ ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। এই ঘটনায় মৃত্যু একজনের আহত আরো দুজন। জানা গিয়েছে আম বোঝাই পিকআপ ভ্যানটি শিলিগুড়ির উদ্দেশ্যে আসছিল। এবং ট্রাকটি পানি ট্যাংকির দিকে যাচ্ছিল। এরপর সন্ন্যাসী এলাকায় এসে পৌঁছতেই আম বোঝায় পিকআপ ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে আসেন।
তবে এই ঘটনায় ঘটনাস্থলে পিকআপ ভ্যানের চালকের মৃত্যু হয় এবং পিকআপ ভ্যানে থাকা আরো দুজন গুরুতর আহত হয়। এই দেখে তড়িঘড়ি স্থানীয়রা খবর দেয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বাগডোগরা থানার পুলিশ। এরপর পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ও হাসপাতালে পাঠায়। অন্যদিকে এই দুর্ঘটনার পরেই বাগডোগরা থেকে নকশালবাড়িগামী রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। যদিও পুলিশি তৎপরতা যান চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনা গ্রস্থ দুটি গাড়ি থানায় নিয়ে যায় পুলিশ। কিভাবেই দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বাগডোগরা থানার পুলিশ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হতে ক্লিক করুন Aaj Bangla হোয়াটস অ্যাপ চ্যানেলে।