আমেরিকার নিউইয়র্ক শহরে (New York) সন্ত্রাসবাদী হামলার ছক কষার পাশাপাশি ISIS-কে বিভিন্ন জিনিস দিয়ে সাহায্য করার অভিযোগে কানাডায় বসবাসকারী এক পাকিস্তানি নাগরিককে (Pakistani national) গ্রেফতার করা হয়েছে বলে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে আমেরিকার বিচার মন্ত্রকের তরফে।
এপ্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল মেরিক বি গারল্যান্ড ওই বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ধৃত ২০ বছরের ওই যুবকের নাম মহম্মদ শাহজেব খান। অক্টোবরের সাত তারিখ নিউইয়র্ক শহরে একটি সন্ত্রাসবাদী হামলার ছক কষেছিল সে। তার উদ্দেশ্য ছিল আইএসআইএসের নামে যত জন সম্ভব ইহুদি সম্প্রদায়ের মানুষকে হত্যা করা। মার্কিন গোয়েন্দা সংস্থা আইএফবির ডিরেক্টর ক্রিস্টোফার ওয়ারে জানান,
ইজরায়েলে হামাসের নারকীয় হামলার ঠিক এক বছরের মাথায় ওই দিনেই আমেরিকায় বসবাসকারী ইহুদি সম্প্রদায়ের মানুষকে মারার জন্য বদ্ধপরিকর ছিল ধৃত যুবক। কিন্তু, এফবিআই তার অন্যান্য সহযোগী তদন্তকারী সংস্থাগুলির সঙ্গে মিলে আইএসআইএস ও অন্যান্য সন্ত্রাসবাদী সংগঠনের হয়ে যারা নাশকতামূলক ঘটনা ঘটানোর চেষ্টা করছে তাদের শনাক্ত ও গ্রেফতার করার জন্য সবসময় সচেষ্ট রয়েছে। আমেরিকার তদন্তকারী সংস্থা তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে আরও জানা গেছে,
ধৃত পাকিস্তানি নাগরিক খানের উদ্দেশ্য ছিল কানাডা থেকে নিউইয়র্ক শহরে এসে ব্রুকলিনের একটি ইহুদি সেন্টারে আইএসআইএসের নামে বন্দুক নিয়ে হামলা চালিয়ে একাধিক মানুষকে হত্যা করা। এর জন্য ২০২৩ সালের নভেম্বর মাস থেকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার পাশাপাশি অন্যান্য জঙ্গি মনোভাবাপন্ন মানুষদের সঙ্গে এনক্রিপ্টেড মেসেজের মাধ্যমে আইএসআইএসের জন্য সমর্থন জোগাড় করত। এর পাশাপাশি আইএসআইএসের প্রোপাগান্ডা ছড়ানোর জন্য ভিডিও এবং লেখা ছড়াত।
সেই সঙ্গে দুজন আন্ডার কভার জঙ্গির সঙ্গেও যোগাযোগ রাখত। তাদের কীভাবে কানাডা থেকে সীমান্ত পেরিয়ে আমেরিকায় অনুপ্রবেশ করবে তার পরিকল্পনা জানানোর পাশাপাশি অ্যাসল্ট রাইফেল ও হামলার জন্য প্রয়োজনীয় অন্যান্য জিনিসপত্র জোগাড় করে দেওয়ার অনুরোধ জানিয়েছে ছিল। ওই যুবক আর জানিয়েছিল যে সে ৭ অক্টোবর ও ১১ অক্টোবর হামলা চালাতে চায়। কার ৭ তারিখ হল ইজরায়েলের ওপর হামাসের হামলা চালানোর বর্ষপূর্তি ও ১১ তারিখ ইহুদিদের ধর্মীয় ছুটির দিন।