মোদি সরকার modi government ক্ষমতায় এসেছে ১০০ দিনও হয়নি। তার মধ্যেই শিশুদের জন্য বড় ভাবনা কেন্দ্রীয় সরকারের। দেশের মহিলা, প্রবীণ নাগরিক ও শ্রমজীবী মানুষদের জন্য একাধিক প্রকল্প নিয়ে এসেছে modi government মোদী সরকার। এমনকি দেশের কৃষকদের জন্যও বিভিন্ন প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় সরকার। বয়স্কদের পাশাপাশি এবার শিশুদের জন্য পেনশন প্রকল্প সরকারের। ন্যাশন্যাল পেনশন বাৎসল্য স্কিম বা NPS Vatsalya কী ?
ন্যাশন্যাল পেনশন বাৎসল্য স্কিম বা NPS Vatsalya নামক এই প্রকল্প সামনে আসার পর চারদিকে সাড়া পড়ে গেছে। জুলাই মাসের বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামান এই স্কিমের সম্পর্কে জানিয়েছিলেন। পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভালপমেন্ট অথোরিটির (PFRDA) এর অন্তর্গত এই স্কিম নাবালক সন্তানদের জন্য দীর্ঘমেয়াদী একটি বিনিয়োগ প্রকল্প।
সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য অভিভাবকরা এই প্রকল্পে নাম লেখাতে পারেন। তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী (Narendra Modi) প্রধানমন্ত্রীর চেয়ারে বসার পর ২০২৪-২৫ আর্থিক বছরের বাজেট পেশের সময় এনপিএস বাৎসল্য স্কিম ঘোষণা করা হয়। এই স্কিমে নাম নথিভুক্ত করলে ১৮ বছরের কম বয়সীরাও পাবেন রিটায়ারমেন্ট নম্বর প্রমাণ কার্ড। এই প্রকল্পে বিনিয়োগ করলে চক্রবৃদ্ধি হারে সুদ মিলবে বলে জানানো হয়েছে।
ন্যাশন্যাল পেনশন বাৎসল্য স্কিম বা NPS Vatsalya নামক প্রকল্পে (Scheme) বছরে নূন্যতম ১০০০ টাকা করে জমা দিতে হবে বাবা-মাকে। এই প্রকল্পে প্রবেশ করার ৩ বছর পর থেকে তোলা যাবে ২৫% টাকা। ১৮ বছরের কম বয়সীদের জন্য খোলা যাবে এনপিএস বাৎসল্য স্কিম। সন্তানের বয়স ১৮ বছর পেরিয়ে গেলে সেই এনপিএস অ্যাকাউন্ট রেগুলার হয়ে যাবে।