আইপিও (Initial Public Offering) আনার দিন ঘোষণা করলো hyundai motor india হুন্ডাই মোটর ইন্ডিয়া। ১৫ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত এই আইপিও কেনার জন্য আবেদন করতে পারবেন লগ্নিকারীরা। hyundai motor india হুন্ডাই মোটর ইন্ডিয়ার আইপিও ভারতের আইপিও-র ইতিহাসে সবথেকে বড় হতে চলেছে। এই আইপিও-র মাধ্যমে ২৬ হাজার ৫০৫ কোটি থেকে ২৭ হাজার ৮৫৬ কোটি টাকা বাজার থেকে তোলার লক্ষ্যমাত্রা রয়েছে হুন্ডাই মোটরের।
২০২২ সালের মে মাসে ২১ হাজার ৮ কোটি টাকা আইপিও-র মাধ্যমে তুলেছিল এলআইসি। যা ছিল এখনও পর্যন্ত সর্বোচ্চ। হুন্ডাইের আইপিও অতীতের সব রেকর্ড ভেঙে দেবে বলে মনে করছেন শেয়ার বাজার বিশেষজ্ঞরা। হুন্ডাই মোটর ইন্ডিয়া আইপিও-র জন্য প্রতিটি শেয়ারের দাম নির্ধারিত করেছে ১ হাজার ৮৬৫ টাকা থেকে ১ হাজার ৯৬০ টাকা। হুন্ডাই মোটর ইন্ডিয়া ১৪.২ কোটি ইক্যুইটি শেয়ার অফার ফর সেল (ওএফএস)-এর জন্য দিয়েছে।
কোন ধরনের লগ্নিকারীরা কত শেয়ার কিনতে পারবেন, তাও জানানো হয়েছে। কোয়ালিফায়েড ইনস্টিটিউশনাল বায়ার্স (QIBS)-এর জন্য ৫০ শতাংশ শেয়ার সংরক্ষিত। ৩৫ শতাংশ দেওয়া হবে রিটেল লগ্নিকারীদের এবং নন ইনস্টিটিউশনাল লগ্নিকারীদের জন্য বাকি ১৫ শতাংশ বরাদ্দ করা হবে। এর পাশাপাশি সংস্থার কর্মীদের জন্যও ৭ লক্ষ ৭৮ হাজার ৪০০টি শেয়ার সংরক্ষিত রয়েছে। সংস্থার কর্মীরা শেয়ার কিনলে প্রতি শেয়ারে ১৮৬ টাকা ছাড় পাবেন বলেও জানানো হয়েছে হুন্ডাইয়ের তরফে।
এর মাধ্যমেও ১৩১- ১৩৮ কোটি টাকা উঠে আসবে। ১৫ থেকে ১৮ অক্টোবর এই সংস্থার আইপিও কেনার জন্য আবেদন করতে পারবেন। ১৮ অক্টোবরের মধ্যে আইপিও অ্যালটমেন্ট ঠিক হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই) এবং বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই)-এ ২২ অক্টোবর শেয়ারের লিস্টিংয়ের প্রক্রিয়া সম্পন্ন হবে। ২০০৩ সালে ভারতের শেয়ার বাজারে প্রবেশ করেছিল মারুতি সুজুকি। এর প্রায় ২ দশক পর গাড়ি প্রস্তুতকারক সংস্থা হুন্ডাই মোটর ইন্ডিয়া আইপিও আনল। ইতিমধ্যেই এই আইপিও নিয়ে সাধারণ লগ্নিকারীদের পাশাপাশি বিভিন্ন সংস্থার মধ্যেও উৎসাহ তৈরি হয়েছে। কোটাক মাহিন্দ্রা ক্যাপিটাল, সিটিগ্রুপ গ্লোবাল, এইচএসবিসি সিকিউরিটিজ়, জেপি মর্গ্যানের মতো ফিনান্সিয়াল সংস্থা এই আইপিও-র জন্য বুক-রানিং লিড ম্যানেজার (BRLM) হিসাবে কাজ করবে।
আরো পড়ুন পশ্চিমবঙ্গ জীবনী মন্দির দর্শন ইতিহাস জেলা শহর লোকসভা বিধানসভা পৌরসভা ব্লক থানা গ্রাম পঞ্চায়েত কালীপূজা যোগ ব্যায়াম পুজা পাঠ দুর্গাপুজো ব্রত কথা মিউচুয়াল ফান্ড জ্যোতিষশাস্ত্র ভ্রমণ বার্ষিক রাশিফল মাসিক রাশিফল সাপ্তাহিক রাশিফল আজকের রাশিফল চানক্যের নীতি বাংলাদেশ লক্ষ্মী পূজা টোটকা রেসিপি সম্পর্ক একাদশী ব্রত পড়াশোনা খবর ফ্যাশন টিপস