
Liquor Shop
আজ দুপুর থেকে বিভিন্ন লিকার শপে Liquor Shop ভিড় উপচে পড়ছে। বৃহস্পতিবার দুপুরবেলার পর মদের দোকান খোলা থাকলেও রাত সাড়ে ১০টার পর আর মদের দোকান খোলা থাকবে না। তাই মদ কেনার লাইন দোকানে দেখা যাচ্ছে। আবগারি দফতরের বিজ্ঞপ্তি থেকে জানা যায়, রাজ্যে চারদিন সম্পূর্ণ ড্রাই ডে থাকে। মদের দোকানে ভিড় জমিয়েছেন সুরাপ্রেমীরা।
করে থাকেন। আর এই মদ্যপান করে আনন্দ উপভোগ করতে চান। কিন্তু দোলের দিন কি মদের দোকান খোলা থাকবে? এই প্রশ্ন এখন উঠতে শুরু করেছে। যদি খোলা থাকে তাহলে সেটা কতক্ষণ? আবগারি দফতরের একটা নিয়ম আছে। দোল–হোলির দিনে সারাদিন মদের দোকান খোলা রাখা যাবে না। আর তাই আজ, বৃহস্পতিবার দুপুর থেকে দেদার ভিড় বাড়তে শুরু করেছে মদের দোকানগুলিতে। আগামীকাল কি হয়, কে জানে। তাই আগেভাগে মদ কেনা শুরু হয়ে গিয়েছে।
তবে সুরাপ্রেমীদের জন্য সুখবরই আছে। আবগারি দফতরের নিয়ম অনুযায়ী, দোলের দিন হাফ ড্রাই ডে থাকে সর্বত্র। সেক্ষেত্রে আগামীকাল শুক্রবার হাফ বেলা মদের দোকান খোলা থাকবে। আর হাফ বেলা বন্ধ থাকবে। ওই খোলা থাকার সময়ে দোকানে গিয়ে হাজির হলে মদ কেনা যাবে। এই নোটিশ সমস্ত মদের দোকানেও পৌঁছে গিয়েছে। ফলে তাদের হাফ বেলা খোলা রাখতে হবে মদের দোকান। পুরো দিন খোলা রাখতে পারবে না। সেক্ষেত্রে একটা বেলার জন্য এখন মদ তুলে রাখলে তা যদি শেষও হয়ে যায় তাহলে দোলের দিন পরের বেলায় মদের দোকান যখন খোলা থাকবে তখন আবার সংগ্রহ করে নেওয়া যাবে।
আগামীকাল শুক্রবার রঙের উৎসব দোল রাজ্যজুড়ে পালিত হবে। তবে সুরাপ্রেমীরা শুধু রঙ মেখেই রঙিন উৎসব পালন করতে চান না। বরং সেই রঙের আমেজ যাতে বহুক্ষণ ধরে থাকে তার জন্য রঙিন পানীয় অবশ্যই লাগবে। যাতে চোখে সরষে ফুল দেখা যায়। আর করুক মাথা ঝিম ঝিম। আবগারি দফতরের নির্দেশ অনুযায়ী, দোলের দিন বেলা ২টো পর্যন্ত রাজ্যের সমস্ত মদের দোকান বন্ধ থাকবে। সকাল থেকে দুপুর পর্যন্ত বন্ধ থাকলেও দুপুরের পর থেকে মদের দোকান খোলা থাকবে।
তাই সকালের স্টক তুলে রাখতে এখন থেকেই মদের দোকানে ভিড় জমিয়েছেন সুরাপ্রেমীরা। আর তাঁরা মনে করেন, যাঁরা এসবের বিরোধিতা করবেন তাঁদের মাথায় পড়ুক বাজ। মদ যাবে না বাদ। এছাড়া আজ দুপুর থেকেই বিভিন্ন লিকার শপে ভিড় উপচে পড়ছে। বৃহস্পতিবার দুপুর বেলার পর মদের দোকান খোলা থাকলেও রাত সাড়ে ১০টার পর আর মদের দোকান খোলা থাকবে না।
তাই মদ কেনার লাইন দোকানে দেখা যাচ্ছে। আবগারি দফতরের বিজ্ঞপ্তি থেকে জানা যায়, রাজ্যে চারদিন সম্পূর্ণ ড্রাই ডে থাকে। ২৬ জানুয়ারি, ১৫ অগস্ট, ২ অক্টোবর এবং মহরমের দিন মদের দোকান সম্পূর্ণ বন্ধ থাকে। আর দোলের দিন হাফ বেলা মদের দোকান বন্ধ থাকলেও দুপুরের পর থেকে আবারও দোকানের শাটার খুলে যায়। তবে হাফ বেলাতেই যে দেদার মদ বিক্রি হয় তা চোখ কপালে ওঠার পক্ষে যথেষ্ট। সুতরাং বেয়ারা চালাও ফোয়ারা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হতে ক্লিক করুন Aaj Bangla হোয়াটস অ্যাপ চ্যানেলে।