Alipurduar জাতীয় স্তরের ফুটবল টিমে Alipurduar Football News সুযোগ পেল আলিপুরদুয়ারের Alipurduar লোকনাথপুর হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র অভিজিৎ ওরাওঁ। দরিদ্র আদিবাসী পরিবারের ছেলে অভিজিৎ এবার বাংলার হয়ে অনূর্ধ্ব ১৭ টিমে খেলবে। আগামী ১৯ নভেম্বর জম্মু-কাশ্মীরে অনুষ্ঠিত হবে জাতীয় স্তরের ফুটবল খেলা। তাতেই অংশ নিতে শীঘ্রই জম্মু-কাশ্মীরের উদ্দেশে রওনা হবে অভিজিৎ। অভিজিতের বাবা অবিনাশ, মা উপাসী। দুজনেই দিনমজুর।
দুই ভাই রজত ও অভিজিৎ। বড় ভাই রজত উচ্চমাধ্যমিক পাশ করে পড়াশোনা করছেন। এমন হতদরিদ্র পরিবারের ছেলের এমন সাফল্যে রীতিমতো খুশি এলাকার বাসিন্দারা। আর অবিনাশ ও উপাসী তো উচ্ছ্বসিত। অবিনাশ বলেন, ‘প্রবল আর্থিক অনটনের মধ্যে আমাদের দিন চলে। ছেলের খেলাধুলোর প্রতি খুব আগ্রহ। কিন্তু আর্থিক কারণে খেলার সরঞ্জাম আমি কিনে দিতে পারি না।
তবে শিক্ষকরা ওর পাশে দাঁড়িয়েছেন। জাতীয় স্তরে খেলে ছেলে সাফল্য পাক সেটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করছি।’ প্রথমে জোন স্তরে চ্যাম্পিয়ন হয়ে জেলা চ্যাম্পিয়ন হয় অভিজিৎ। তারপর রাজ্য স্তরে টিমে খেলতে যায় সে। ওখানেই তাকে পছন্দ হয় কোচদের। অভিজিতের স্কুলের প্রধান শিক্ষক ক্ষিতীশ দেবনাথ বলেন, ‘ওর সাফল্যে আমরা গর্বিত।
ওকে প্রশিক্ষণ দিয়ে তৈরি করেছেন স্কুলের শারীরশিক্ষার দুই শিক্ষক বিশ্বরূপ বাসুমতা ও বাচ্চু নার্জিনারি।’ বিশ্বরূপের মতে, ওই এলাকায় অসংখ্য প্রতিভাবান ছেলে রয়েছে। তাদের তুলে আনতে পারার মধ্যেই আনন্দ বলে বিশ্বরূপ জানালেন। তিনি বলেন, ‘অভিজিৎ লেফট উইংয়ে খেলে। অসম্ভব গতিতে বল নিয়ে ছুটতে পারে। আর বাঁ পায়ে জোরালো শট। ড্রিবলিংও খুব ভালো করে।’ ছাত্রের সাফল্যে আনন্দিত বাচ্চুও। তিনি বলেন, ‘প্রবল আর্থিক সমস্যার মধ্যেও অভিজিতের এই লড়াই আমাদের গর্বিত করে তোলে। একাগ্রতা এবং খেলার প্রতি ভালোবাসা ওকে আরও উঁচু জায়গায় পৌঁছে দেবে বলে আমাদের বিশ্বাস।’