আজবাংলা নজরে দিনভর এর খবর চিন্ময়কৃষ্ণের গ্রেফতারি ও বাংলাদেশ-বিতর্ক, ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক মঙ্গলবারও জামিন পাননি সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস। ভেস্তে গিয়েছে শুনানি। চট্টগ্রাম আদালতে তাঁর হয়ে দাঁড়াননি কোনও আইনজীবী। ইসকনের অভিযোগ, তাঁর এক আইনজীবীর উপর হামলা হয়েছে। সূত্রের খবর, তাতে বাকি আইনজীবীরা আদালতে সন্ন্যাসীর হয়ে দাঁড়াতে ভয় পাচ্ছেন। যদিও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি তা অস্বীকার করেছে। এই আবহে আদালত আগামী ২ জানুয়ারি পর্যন্ত শুনানি স্থগিত রেখেছে।
ফলে আরও এক মাস জেলে থাকতে হচ্ছে চিন্ময়কৃষ্ণকে। অন্য দিকে, সোমবার রাতে আগরতলায় বাংলাদেশের উপদূতাবাসে হামলার অভিযোগ ঘিরে নতুন করে তপ্ত হয়েছে পরিস্থিতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিক্ষোভ হয়েছে। ভারত-বিরোধী স্লোগান উঠেছে। উদ্ভূত পরিস্থিতিতে দু’দেশই একে অপরের দূতাবাস এবং উপদূতাবাসের সামনে নিরাপত্তা বৃদ্ধি করেছে। আগরতলার ঘটনায় বাংলাদেশে ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে পাঠায় সে দেশের বিদেশ মন্ত্রক। পরে তিনি জানান, ভারত একটি গঠনমূলক ও স্থিতিশীল সম্পর্ক চায়। দু’দেশের বহুমুখী সম্পর্ক কোনও একটি বিষয়ের উপর নির্ভরশীল নয় বলে মত তাঁর। বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আজ সে দেশের প্রধান রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করবেন। বৃহস্পতিতে ধর্মীয় নেতাদের সঙ্গেও বৈঠক করবেন তিনি। ওই বৈঠকে জাতীয় ঐক্য নিয়ে আলোচনা করতে পারেন। বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, আজ সে দিকে নজর থাকবে আজ।
আজবাংলা নজরে দিনভর এর খবর লোকসভা ও বিধানসভায় শীতকালীন অধিবেশন সংসদের উভয় সভায় গতকাল থেকে স্বাভাবিক কাজকর্ম শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে। আজও অধিবেশন বসবে। লোকসভায় দ্রব্যমূল্য বৃদ্ধির মতো প্রশ্নে কংগ্রেস সরব হবে বলে জানিয়েছেন দলের সভাপতি মল্লিকার্জুন খড়্গে। অন্য দিকে, আজ পূর্বনির্ধারিত কর্মসূচি মেনে বসবে পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশনও। প্রথমার্ধে প্রশ্নোত্তর পর্বে নিজ নিজ এলাকা এবং রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে সরকার পক্ষকে প্রশ্ন করবেন বিধায়কেরা। দ্বিতীয়ার্ধে হোটেল-রেস্তরাঁগুলির বকেয়া কর আদায় নিয়ে অর্থ দফতরের একটি সংশোধনী বিল নিয়ে আলোচনা হবে।
আজবাংলা নজরে দিনভর এর খবর শোভিতা ধুলিপালা ও নাগা চৈতন্যের বিবাহ বিবাহ-বহির্ভূত সম্পর্ক, সামান্থার সঙ্গে বিচ্ছেদ-বিতর্ক কাটিয়ে অবশেষে সাত পাকে বাঁধা পড়বেন শোভিতা ধুলিপালা ও নাগা চৈতন্য। আজ হায়দরাবাদের অন্নপূর্ণা স্টুডিয়োয় বিবাহবাসর বসবে তাঁদের। দক্ষিণী রীতি মেনেই বিয়ে হবে তারকা যুগলের। বিয়ের সব খবরে নজর থাকবে।
আজবাংলা নজরে দিনভর এর খবর বৃহস্পতিতে শপথগ্রহণ, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কে একনাথ শিন্ডে শেষ পর্যন্ত নাকি রাজি হয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হতে। গতকাল সন্ধ্যায় তাঁর বড়িতে গিয়ে সাক্ষাৎ করেন ওই রাজ্যের সম্ভাব্য মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস। এনসিপির অজিত পওয়ারকে নিয়ে এ যাত্রায় বিতর্ক ছিল না। অতএব মনে করা হচ্ছে রাজনৈতিক জট কেটেছে। বাকি শুধু সরকারি ঘোষণা। আগামিকাল শপথগ্রহণ। আজ নজর থাকবে এই পরিস্থিতির দিকে।
আজবাংলা নজরে দিনভর এর খবর রাজ্য জুড়ে ঠান্ডার আমেজ, কোথায় কতটা পারদপতন চলতি সপ্তাহের শেষেই জমিয়ে শীতের আমেজ ফিরতে পারে দক্ষিণবঙ্গে। আপাতত তিন থেকে চার ডিগ্রি কমতে পারে রাতের তাপমাত্রা। তবে এখনই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রার বিশেষ হেরফের না হলেও দক্ষিণবঙ্গে পরবর্তী তিন দিনে ৩ থেকে ৪ ডিগ্রি নামতে পারে পারদ। তবে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে আগামী পাঁচ দিনে রাতের তাপমাত্রা পরিবর্তনের খুব একটা সম্ভাবনা নেই। কোনও কোনও জেলায় দু’-এক ডিগ্রি তাপমাত্রা কমতে পারে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হতে ক্লিক করুন Aaj Bangla হোয়াটস অ্যাপ চ্যানেলে।