Stock market বিনিয়োগের জন্য ৭ টি নতুন স্মল এবং মিডক্যাপ Stock market স্টকে দুর্দান্ত বৃদ্ধি লক্ষ্যণ করা হয়েছে। একইসঙ্গে Info Edge –এর স্টকটি থেকে বিনিয়োগ তুলে নেওয়া হয়েছে। business news in bengali গত এক বছরে দুর্দান্ত বৃদ্ধি লক্ষ্যণীয় হওয়ার পর এই স্টকটি থেকে বিনিয়োগ তুলে নিয়েছেন তাঁরা। প্রসঙ্গত, Marcellus সেবির অধীনে রেজিস্টার্ড একটি জনপ্রিয় পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিস (PMS)। এটি বিনিয়োগকারীদের ইনভেস্টমেন্টের মাধ্যমে সম্পদ তৈরি করার ক্ষেত্রে সাহায্য করে থাকে।
সূত্রের খবর, সৌরভ মুখার্জির স্মলক্যাপভিত্তিক লিটল চ্যাম্পস পোর্টফোলিও এবং মিডক্যাপ-ভিত্তিক রাইজিং জায়ান্টস পোর্টফোলিওতে সাম্প্রতিক সময়ে দুর্দান্ত পারফর্ম্যান্স লক্ষ্যণীয় হয়েছে। চলতি আর্থিক বছরে এই পোর্টফোলিও বা মিউচুয়াল ফান্ডগুলি এখনও পর্যন্ত যথাক্রমে 17.5 শতাংশ এবং 24 শতাংশ নেট রিটার্ন অফার করেছে। এই স্মল ও মিডক্যাপ স্টকগুলি আগামীতে দুর্দান্ত পারফর্ম করতে চলেছে বলে অনুমান করছেন তাঁরা। অক্টোবর মাসে সৌরভ মুখার্জি তাঁর পোর্টফোলিওতে কোন কোন স্মল ও মিডক্যাপ স্টক যোগ করেছেন? দেখে নিন- এই স্টকগুলির মধ্যে রয়েছে স্মলক্যাপ স্টক Grauer & Weil (India) ।
জানা গিয়েছে লিটল চ্যাম্পস এবং রাইজিং জায়ান্ট, উভয় স্কিমেই এই স্মলক্যাপ স্টকটিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পরবর্তীতে রয়েছে LT Foods । এটি একটি এফএমসিজি সেক্টরের স্মলক্যাপ কোম্পানি। মিডক্যাপ ও স্মলক্যাপ উভয় ফান্ডেই এই স্টকটিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কোম্পানিটি ভারতের পাশাপাশি ইউরোপে ধারাবাহিকভাবে মার্কেট শেয়ার বৃদ্ধি করছে। সেই বিষয়টির পরিপ্রেক্ষিতেই এটিতে বিনিয়োগ করা হয়েছে। পরবর্তী স্টকটি হল Ultramarine & Pigments ।
এই কোম্পানিটির কাছে শক্তিশালী প্রযুক্তিগত অ্যাডভান্টেজ রয়েছে। এছাড়াও, সৌরভ মুখার্জির তরফে তাঁর পোর্টফোলিওতে MAS Financial Services কে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি একটি নন ব্যাঙ্কিং ফিনান্স কোম্পানি (NBFC)। বিগত দুই দশক ধরে কোম্পানিটির ধারাবাহিক এবং প্রফিটেবল বৃদ্ধির ট্র্যাক রেকর্ড রয়েছে। পরবর্তীতে রয়েছে Carysil । এই কোম্পানিটি কোয়ার্টজ সিঙ্ক প্রস্তুতকারী হিসাবে ব্যবসা শুরু করেছি। বর্তমানে এটি একইসঙ্গে স্টেনলেস স্টিল সিঙ্ক, রান্নাঘরের উপকরণ, বাথ প্রোডাক্ট এবং সলিড সারফেজ টপও প্রস্তুত করছে। ব্যবসায়িক ক্ষেত্রে বিপুল সাফল্যের দেখা পেয়েছে কোম্পানিটি। একইসঙ্গে সৌরভ মুখার্জি Narayana Hrudayalaya –এর স্টকেও বিনিয়োগ করেছেন।
এটি একটি হসপিটাল সেক্টরের সংস্থা। Marcellus –এর পক্ষ থেকে জানানো হয়েছে এই সংস্থাটির একাধিক প্রফিট ইঞ্জিন রয়েছে এবং এগুলি সফলভাবে চলছে। সপ্তম স্টকটি রয়েছে অটো সেক্টরে। এই সেক্টরে Escorts Kubota –এর স্টকে বিনিয়োগ করা হয়েছে। Marcellus –এর বিশ্বাস ট্র্যাক্টর ইন্ডাস্ট্রিতে কোম্পানিটি খুব শীঘ্রই বড়সড় মার্কেট শেয়ার দখল করতে চলেছে। আগামী পাঁচ বছরে এই কোম্পানিটির ক্ষেত্রে দুর্দান্ত আয় বৃদ্ধি লক্ষ্যণীয় হবে বলে মনে করছেন তাঁরা।
(এই প্রতিবেদনে কোনও ধরনের বিনিয়োগের পরামর্শ দেওয়া হয়নি। শুধুমাত্র বিনিয়োগ সংক্রান্ত তথ্য তুলে ধরা হয়েছে।)