স্কুল সার্ভিস কমিশনের WBSSC (এসএসসি) ওয়েবসাইটে আপলোড করা উচ্চ প্রাথমিকের শূন্যপদের তালিকার সঙ্গে স্কুলে ফাঁকা সিটের মিল নেই। স্কুলে স্কুলে শূন্য পদের তালিকাও বদলে গিয়েছে বহু জেলায়। এ নিয়ে টানাপড়েন শুরু হয়েছে বিকাশ ভবন ও এসএসসি অফিসের আধিকারিকদের মধ্যে। বাউটিয়া রাধারমণ হাইস্কুলকে গত বছর বীরভূমের নানুর ব্লকের বিদ্যালয় হিসেবে দেখানো হয়েছিল।
অথচ সেটি বীরভূমের নলহাটি ১ নম্বর ব্লকে। এই ভুলের প্রতি দৃষ্টি আকর্ষণ করে জেলা বিদ্যালয় পরিদর্শককে (মাধ্যমিক-ডিআই) তা সংশোধনের কথা বলেছিলেন প্রধান শিক্ষক বিশ্বনাথ সাহু। অথচ এ বারের তালিকায় দেখা যাচ্ছে, ঠিকানা একই রেখে স্কুলের নাম বদলে করা হয়েছে ‘খুজুটিপাড়া গার্লস জুনিয়র হাইস্কুল’ করা হয়েছে। প্রধান শিক্ষক বিশ্বনাথ জানান, যে দুই বিষয়ে শূন্যপদের উল্লেখ রয়েছে, তাঁদের স্কুলে সেগুলিতে মেল বা ফিমেল উভয়েই নিয়োগপত্র পেতে পারেন। কিন্তু খুজুটিপাড়া জুনিয়র হাইস্কুল আদতে গার্লস স্কুল।
তা হলে সেখানে শিক্ষকরা পড়াবেন কী করে? মুর্শিদাবাদের এক স্কুলের প্রধান শিক্ষকের বক্তব্য, ‘আপার প্রাইমারি স্তরে আমাদের বিজ্ঞানের পোস্টটি জেনারেল ক্যাটিগরির ছিল। কিন্তু এসএসসি-র ভ্যাকেন্সি লিস্টে এ বার তা ওবিসি এ!’ বীরভূমেরই লক্ষ্মীনারায়ণপুর কমলাময়ী হাইস্কুলে উচ্চ প্রাথমিকে ফিজ়িক্যাল এডুকেশন ও বায়ো-সায়েন্সে দু’টি শূন্যপদ। অথচ এসএসসি-র তালিকায় সংখ্যাটা ৬।
এ নিয়েও উঠেছে প্রশ্ন। শূন্যপদে এই ব্যাপক গরমিলের কথা জানিয়ে কাউন্সেলিংয়ের প্রথম দিনই বিকাশ ভবনের দৃষ্টি আকর্ষণ করেছিল এসএসসি। স্কুলশিক্ষা কমিশনারেটের আধিকারিকরা শূন্যপদ নিয়ে গোলমালের কথা স্বীকার করেছেন। বিকাশ ভবন থেকে কয়েকজন আধিকারিক আচার্য সদনে গিয়ে আলোচনাও করেছেন। কিন্তু গোলমাল তাঁদের তরফে হয়নি বলেই দাবি। এক আধিকারিকের কথায়, ‘গোলমালটা বেশি হয়েছে বাংলা মাধ্যমে। সেখানে কাউন্সেলিং শুরু হবে নভেম্বরে। এখন তো পুজোর ছুটি। আগামী ২১ অক্টোবর সরকারি অফিস খুললে সমস্যার সমাধান করা হবে।’
এসএসসি সূত্রে অবশ্য খবর, বহু স্কুলেই শূন্যপদের সংখ্যা কম দেখানো হয়েছে। ফলে শিক্ষক-সঙ্কট থেকেই যাচ্ছে। একটি শিক্ষক সংগঠনের সভাপতি মনোজ মণ্ডলের কথায়, ‘স্কুলশিক্ষা দপ্তর বারবার বিষয় ও পোস্ট অনুযায়ী শিক্ষকদের শূন্যপদের তথ্য সংগ্রহ করলেও আপার প্রাইমারির কাউন্সেলিংয়ের আগে প্রকাশিত শূন্যপদে বহু স্কুলের নাম নেই।’
আরো পড়ুন পশ্চিমবঙ্গ জীবনী মন্দির দর্শন ইতিহাস জেলা শহর লোকসভা বিধানসভা পৌরসভা ব্লক থানা গ্রাম পঞ্চায়েত কালীপূজা যোগ ব্যায়াম পুজা পাঠ দুর্গাপুজো ব্রত কথা মিউচুয়াল ফান্ড জ্যোতিষশাস্ত্র ভ্রমণ বার্ষিক রাশিফল মাসিক রাশিফল সাপ্তাহিক রাশিফল আজকের রাশিফল চানক্যের নীতি বাংলাদেশ লক্ষ্মী পূজা টোটকা রেসিপি সম্পর্ক একাদশী ব্রত পড়াশোনা খবর ফ্যাশন টিপস