
Kartik Maharaj
মুর্শিদাবাদের ‘দাঙ্গা’ নিয়ে মমতার নিশানায় পদ্মশ্রী Kartik Maharaj কার্তিক মহারাজ । কার্তিক মহারাজ বর্তমানে বাংলার রাজনীতিতে পরিচিত মুখ। লোকসভা ভোটে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায় সরব হয়েছিলেন। ২০২৪ সালের ১৮ মে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা যায় কার্তিক মহারাজের নাম। আরামবাগে সভায় মমতা বলেছিলেন, ‘আমি ভারত সেবাশ্রমকে সম্মান করি। কিন্তু এক ব্যক্তি সন্ন্যাসী হিসেবে তৃণমূল এজেন্টদের বসতে দিচ্ছে না। তাঁর নাম কার্তিক মহারাজ। আমি এটা বরদাস্ত করব না।
মুর্শিদাবাদ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাঙ্গা নিয়ে নাম না করে ভারত সেবাশ্রম সঙ্ঘের বেলডাঙা শাখার প্রধান Kartik Maharaj কার্তিক মহারাজকে নিশানা করেছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, দু’তিনটে লোক আছেন। তাঁরা গন্ডগোল পাকাচ্ছে। তাঁরা নাকি বিরাট ধর্মনেতা। সোমবার সন্ধেয় ব্যারাকপুর জেলার বঙ্গীয় হিন্দু সুরক্ষা মঞ্চের তরফে শ্যামনগরে রত্নেশ্বর ঘাট সংলগ্ন রেলওয়ে সাইডিং ময়দানে এক অনুষ্ঠানে এসে কার্তিক মহারাজ বলেন, তিনি একজন সন্ন্যাসী। তাঁর আগে ও পিছে কেউ নেই। মুর্শিদাবাদে যেভাবে হিন্দুদের ঘরবাড়ি লুটপাট করা হয়েছে।
যেভাবে পিতা-পুত্রকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তিনি তার প্রতিবাদ করেছেন। তাঁর সাফ জবাব, গ্রেপ্তারির আশঙ্কায় তিনি ভীত নন। বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর ফের গ্রেপ্তারি নিয়ে তিনি বলেন, জেল মুক্তির আগেই আইনজীবী হত্যা মামলায় তাকে ফের গ্রেপ্তার করা হয়েছে। ওনার মুক্তির চেষ্টা চলছে। সুপ্রিমকোর্টে আইনজীবী নিয়োগ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে হাজির ছিলেন বিজেপির ব্যারাকপুর জেলার সভাপতি মনোজ ব্যানার্জি, মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র, হিন্দু জাগরণ মঞ্চের দক্ষিণবঙ্গ প্রান্তের সদস্য রোহিত সাউ, ব্যারাকপুর জেলার হিন্দু জাগরণ মঞ্চের সংযোজক সাগ্নিক বিশ্বাস প্রমুখ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হতে ক্লিক করুন Aaj Bangla হোয়াটস অ্যাপ চ্যানেলে।