রায়গঞ্জ রেললাইনের ধার থেকে উদ্ধার অবসরপ্রাপ্ত পুলিশ কর্তার ছিন্নভিন্ন দেহ। মৃতের নাম শম্ভু পাল (৬২। দেহটি উদ্ধার করা হয়েছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার সুভাষগঞ্জ রেল সেতু সংলগ্ন রেল লাইনের ধার থেকে। মৃতের বাড়ি রায়গঞ্জ শহরের দেবীনগরে। ডিএসপি পদমর্যাদা অফিসার থাকাকালীন তিনি ২০২২ সালে অবসর নিয়েছিলেন। রবিবার ভোরে রাধিকাপুর থেকে কাটিহারগামী প্যাসেঞ্জার ট্রেন চলে যাওয়ার পরেই উদ্ধার হয় তাঁর দেহ। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। তাঁর মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
শম্ভু পালের স্ত্রী কবিতা পাল গৃহবধূ। তিনি অসুস্থ। তাঁদের দুই সন্তান। ছেলে শুভঙ্কর পাল উত্তর দিনাজপুর এর রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে পড়াশোনা করছেন এবং মেয়ে শিবানী পাল কলকাতার একটি বেসরকারি সংস্থায় কর্মরত। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন ভোরে বাড়ি থেকে শম্ভু পাল সাইকেলে প্রাতঃভ্রমণে বার হতেন। এরপর বাজার করে বাড়ি ফিরতেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন।
বেশ কয়েক বছর আগে শম্ভু দুর্ঘটনায় জখম হয়েছিলেন এবং দীর্ঘ সময় কোমায় ছিলেন। সেই সময় থেকেই তাঁর শারীরিক সমস্যা তৈরি হয়েছিল এবং তিনি মানসিক অবসাদে ভুগতে শুরু করেছিলেন। তবে তিনি আত্মহত্যা করতে পারেন, তা বিশ্বাসই করতে পারছেন না প্রতিবেশীরা। শম্ভু পালের প্রতিবেশী সুবীর ধর বলেন, ‘অবসরের পর থেকে তিনি অবসাদে ভুগছিলেন বলে শুনেছি। এই ঘটনায় আমরা অবাক।’
শম্ভু পালের ভাই রাজীব পাল বলেন, ‘পরিবারের সকলেই অবাক। কোথা থেকে কী হলো? বুঝতে পারছি না।’ এই প্রসঙ্গে রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার মহম্মদ সানা আখতার জানিয়েছেন, ঘটনাটি খতিয়ে দেখছে জিআরপি। ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হতে ক্লিক করুন Aaj Bangla হোয়াটস অ্যাপ চ্যানেলে।