কালীগঞ্জের Kaliganjতৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ প্রয়াত হয়েছেন।রাজ্য রাজনীতিতে লাল নামে পরিচিত ছিলেন কালীগঞ্জের তৃণমূল বিধায়ক NASIRUDDIN AHAMED (LAL) নাসিরুদ্দিন আহমেদ। শনিবার রাতে অসুস্থতা বোধ করায় তাঁকে পলাশি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে নাসিরুদ্দিনের বয়স হয়েছিল ৭০ বছর। তাঁর মৃত্যুতে শোকের আবহ রাজনৈতিক মহলে।
লাল নামেই রাজ্য রাজনীতিতে পরিচিত ছিলেন নাসিরুদ্দিন। তাঁর এক পুত্র ও দুই কন্যা রয়েছেন। পেশায় আইনজীবী ছিলেন নাসিরুদ্দিন। পরে রাজনীতিতে যোগ দেন। ২০১১ সালে পালা বদলের সময় বিধায়ক পদে জয়ী হয়েছিলেন তিনি। তবে ২০১৬ সালের নির্বাচনে কংগ্রেস-সিপিএম জোটের প্রার্থী শেখ হাসানুজ্জামানের কাছে পরাজিত হন। পরবর্তী সময়ে কালীগঞ্জের Kaliganj MLA শেখ হাসানুজ্জামান তৃণমূলে যোগ দিলে দলের অভ্যন্তরীণ সমীকরণে পরিবর্তন আসে।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে নাসিরুদ্দিন আহমেদ আবারও তৃণমূলের টিকিট পান এবং জয়ী হয়ে বিধায়ক হন নাসিরুদ্দিন আহমেদ । নাকাশিপাড়ার বিধায়ক কল্লোল খাঁ এই বিষয়ে বলেন, ‘বিকেলে লালের সঙ্গে কথা হয়েছিল টেলিফোনে। তখনও তো ওঁর শরীর ভাল ছিল বলেই জানতাম। কিন্তু এখন শুনলাম সব শেষ হয়ে গিয়েছে। বিশ্বাস করতে পারছি না যে লাল আমাদের মধ্যে নেই। ওঁর কাঁধে কাঁধ মিলিয়ে আর রাজনৈতিক পথ চলা হবে না।’
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হতে ক্লিক করুন Aaj Bangla হোয়াটস অ্যাপ চ্যানেলে।