Murshidabad আগ্নেয়াস্ত্র সহ বোমা উদ্ধার হয় এলাকার এক তৃণমূল নেতার বাড়ি থেকে। একদিন কাটতে না কাটতেই ফের একবার বিপুল পরিমাণ তাজা সকেট বোমা উদ্ধার হল Murshidabad মুর্শিদাবাদ রানিনগর থানার অন্তর্গত বাবুলতলী ইটভাটার কাছে। সেখানে এক আমবাগান থেকে জার ভর্তি তাজা সকেট বোমা উদ্ধার হয়। আজ সকালে স্থানীয় বাসিন্দারা আমবাগানের মধ্যে শেয়াল তাড়াতে বের হন।
সেই সময় তাঁরা জঙ্গলে গিয়ে একটি বোমা ভর্তি জার দেখতে পান। তারপর রানিনগর থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ পৌঁছে বোমার জায়গা ঘিরে রাখে। ঘটনার পর ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। বোমার খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।
বাগানের ভিতর কারা কী উদ্দেশ্যে জার ভর্তি বোমা মজুত করে রেখেছিল,এই ঘটনার সঙ্গে কে কে জড়িত তার তদন্ত শুরু করেছে পুলিশ।স্থানীয় বাসিন্দা এক মহিলা বলেন, “ভয় পাচ্ছি। ভয় তো পাবই। আমাদের গ্রামে তো এমন ঘটনা কখনও ঘটেনি। সব সময় এই রাস্তা দিয়েই যাতায়াত করছি। কেন এমন হল। ভয় পাচ্ছি।”
আরো পড়ুন পশ্চিমবঙ্গ জীবনী মন্দির দর্শন ইতিহাস জেলা শহর লোকসভা বিধানসভা পৌরসভা ব্লক থানা গ্রাম পঞ্চায়েত কালীপূজা যোগ ব্যায়াম পুজা পাঠ দুর্গাপুজো ব্রত কথা মিউচুয়াল ফান্ড জ্যোতিষশাস্ত্র ভ্রমণ বার্ষিক রাশিফল মাসিক রাশিফল সাপ্তাহিক রাশিফল আজকের রাশিফল চানক্যের নীতি বাংলাদেশ লক্ষ্মী পূজা টোটকা রেসিপি সম্পর্ক একাদশী ব্রত পড়াশোনা খবর ফ্যাশন টিপস