জ্যোতিষ শাস্ত্র Astrology অনুযায়ী সুখনিদ্রার সহজ উপায় । বর্তমানে অল্পবয়সি থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক বা বয়স্ক ব্যক্তি– সকলেই এখন নিদ্রাভাবে ভোগেন। আবার অনেক সময় ঘুম পেলেও রাতে নানান সময়ে ঘুম ভেঙে যায়। ঘুমে ব্যাঘাত বা অপর্যাপ্ত ঘুমের জন্য জীবনযাপন প্রণালী দায়ী ঠিকই। কিন্তু আপনার নিদ্রাভঙ্গের পিছনে গ্রহ-নক্ষত্রেরও হাত রয়েছে।
জ্যোতিষ শাস্ত্র (Astrology) অনুযায়ী রাতে বার বার ঘুম ভাঙলে, তার জন্য রাহু দায়ী হতে পারে। পাশাপাশি শুক্র যদি নীচস্থ রাশি কন্যায় থাকে বা পাপ গ্রহ দ্বারা দ্বাদশ কক্ষে পীড়িত অবস্থায় থাকে, তা হলে ব্যক্তির সুখনিদ্রা সম্ভব হবে না। এই ব্যাঘাত থেকে মুক্তি পেতে ও পর্যাপ্ত ঘুমের জন্য জ্যোতিষ শাস্ত্রে কিছু উপায় সম্পর্কে জানানো হয়েছে। এই সহজ উপায় মেনে চললে রাতে বার বার ঘুম ভাঙার সমস্যা থেকে মুক্তি পাবেন।
মাথার নীচে রাখবেন যা জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী রাতে ঘুমানোর আগে মাথার নীচে মূলো ও জল রেখে ঘুমান। পরের দিন সকালে সেই জলটিকে কোনও ফুলের টবে ঢেলে দিন। মূলো শিবলিঙ্গে অর্পণ করুন। এর ফলে প্রতিকূল গ্রহের প্রভাব দূর হবে। এই উপায় মানসিক শান্তি লাভ করতে পারবেন ও ঘুম ভালো ভাবে আসবে।
নেতিবাচক শক্তি বৃদ্ধি করে যে বস্তু ভালো ঘুমের জন্য বিছানার তলা সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবেন। বিছানার তলায় কখনও জুতো, চটি, বৈদ্যুতিন জিনিস, নোংরা থাকা উচিত নয়। অনেকে নিজের বক্স বেডের মধ্যেও ভাঙা বা অপ্রয়োজনীয় জিনিস ভরে রেখে দেন। এর ফলে নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায়। বিছানার মধ্যে বা বিছানার তলায় নোংরা, ভাঙা আসবাব থাকলে রাহু শক্তিশালী হয়। এর ফলে বিছানায় অস্বস্তি বোধ করতে পারেন। মনে নানান ধরনের দুশ্চিন্তা দানা বাঁধতে পারে। যা আপনার চোখ থেকে ঘুম কেড়ে নেবে।
বিছানার চাদর পাল্টাতে থাকুন রাহুর নেতিবাচক প্রভাব কম করার জন্য সপ্তাহে অন্তত একবার বিছানার গদি, বালিশ রোদে দিন। সম্ভব হলে দু-দিন অন্তর অন্তর বিছানার চাদর পাল্টাতে থাকুন। ঘুমাতে যাওয়ার আগে ভালো ভাবে হাত-পা ধুয়ে নেওয়ার পরামর্শ দেয় জ্যোতিষ শাস্ত্র। পায়ের পাতায় তেল মালিশ করে নিন। এর ফলে রাহুর দোষ দূর এবং সুখনিদ্রা সম্ভব হবে।
চন্দন ব্য়বহার করুন ঘুমাতে যাওয়ার সময় নিজের শয়নকক্ষে স্প্রে করুন। আবার চন্দনের সুগন্ধ যুক্ত বস্তুও ব্যবহার করতে পারেন। চন্দন রাহু দোষ ও রাহুর প্রভাব দূর করে। জ্যোতিষ পরামর্শ অনুযায়ী রাহুর দশা চলতে থাকলে চন্দনের সাবান ও ধূপকাঠি ব্যবহার করতে পারেন।
দান করুন কোষ্ঠিতে রাহু দুর্বল পরিস্থিতিতে থাকলে ঘুমে ব্যাঘাত ঘটে বা নিদ্রাভাব দেখা দেয়। এই সমস্যা থেকে মুক্তি পেতে, রাতে ঘুমানোর সময় নিজের মাথার কাছে জব রেখে নিন। সকালে উঠে সেই জবটি কোনও ব্যক্তিকে দান করে দিন। আবার পায়রাদেরও খাইয়ে দিতে পারেন। এই উপায় করলে ঘুমের নানান সমস্যা থেকে মুক্তি পাবেন।
এই যন্ত্র স্থাপন করুন ঘুমের সমস্যা থেকে মুক্তি লাভের জন্য রুপোর তৈরি সাপ জলে প্রবাহিত করুন। এর প্রভাবে কোষ্ঠিতে রাহু মজবুত হয়। পাশাপাশি জীবনের অন্যান্য ক্ষেত্রেও এর ফলে উপকার পেতে পারেন। শনিবার উপবাস ও রাহু যন্ত্র স্থাপন করলে নিদ্রাভাব থেকে মুক্তি পাবেন।