
bakhali
বকখালি: শনিবার দক্ষিণ ২৪ পরগনা নামখানা ব্লকের bakhali বকখালি উপকূলবর্তী এলাকাতে একটি অসাধারণ চিত্র প্রদর্শনীর উদ্বোধন হলো। প্রদর্শনীটি চলবে দুদিন আট এবং নয় মার্চ। পাঁচজন চিত্র সাংবাদিক এই প্রদর্শনীর আয়োজক। ফিতে কেটে এই প্রদর্শনীর উদ্বোধন করেন বিশিষ্ট লেখক অপূর্ব কুমার দাস উপস্থিত ছিলেন প্রাণী ও মৎস্য বিশ্ববিদ্যালয় এর গবেষক ড. শান্তনু বেরা, লন্ডনের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্যামল বিশ্বাস, ছিলেন বিশিষ্ট সমাজসেবী বিদ্যুৎ কুমার দিন্দা, ডিআরএফআর নিখিল ভূঁইয়া, দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য অখিলেশ বারুই, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নীলকণ্ঠ বর্মন, উপস্থিত ছিলেন কলকাতা রেডিও এর প্রযোজক রাজ্যেশ্বর সাহা সহ প্রমুখ ব্যক্তিবর্গ।
এই প্রদর্শনীকে ঘিরে এলাকার মানুষদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। প্রদর্শনটি একেবারে বালুকা বেলায় রাখা হয়েছে। মূলত শুটকি প্রোসেসিং কি ভাবে হয় সেই তার সরঞ্জামের উপরে আলোকচিত্র গুলো সেটে প্রদর্শনী করা হয়েছে। এবং চারপাশ বাঁশের ব্যারিকের দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। চারপাশে রাখা হয়েছে সচেতনতামূলক কিছু পোস্টার। অসংখ্য আলোকচিত্র দিয়ে প্রদর্শনীর পুরো জায়গাটাকে মুড়ে ফেলা হয়েছে।
প্রদর্শনীর মূল বিষয় ছিল শুটকি মাছ। তার সংরক্ষণ, তার প্রক্রিয়াকরণ, কিভাবে এই মাছ শুধু বকখালি নয়, শুধু শংকরপুর নয়, গোটা ভারতবর্ষের উপকূলবর্তী অঞ্চলে কিভাবে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে। এবং তাদের জীবন ও জীবিকা নির্বাহ করার ক্ষেত্রে পথ দেখায়। তাঁদের আরো সমৃদ্ধির পক্ষে এগিয়ে নিয়ে যাওয়া যায়। সেটাই এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য।
প্রদর্শনী উদ্যোক্তা অর্ণব মিত্র, সৈকত রায়, এবং সোমনাথ নাইয়া ও শুভদীপ বিশ্বাসরা বলেন শুঁটকি – The Dry Life আজকের দিনটি আমাদের জন্য এক গর্বের মুহূর্ত! শুঁটকি – The Dry Life প্রদর্শনী সফলভাবে সম্পন্ন হয়েছে বকখালি সৈকতে, যেখানে মুক্ত আকাশের নিচে ছবির ভাষায় তুলে ধরা হয়েছে শুঁটকি শিল্পের গভীর বাস্তবতা ও এই শিল্পের সঙ্গে জড়িত মানুষের জীবনসংগ্রাম। স্থানীয় মৎস্যজীবী, পর্যটক এবং শিল্পপ্রেমীদের উষ্ণ সমর্থন আমাদের প্রদর্শনীকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।
প্রতিটি ছবিতে ধরা পড়েছে সমুদ্রের নোনা বাতাস, শ্রমিকদের কঠোর পরিশ্রম ও জীবনসংগ্রামের কাহিনি। এই সাফল্য আমাদের আরও অনুপ্রাণিত করছে ভবিষ্যতে সমাজের উপেক্ষিত গল্পগুলো তুলে ধরতে। আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ সকল দর্শক, সহযোগী এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি, যাঁদের সমর্থন আমাদের এই প্রয়াসকে আরও সমৃদ্ধ করেছে। বিশেষভাবে উল্লেখযোগ্য, প্রদর্শনীতে শুঁটকি তৈরির বিভিন্ন উপকরণও সুনিপুণভাবে সাজিয়ে তোলা হয়েছিল, যা দর্শকদের জন্য অভিজ্ঞতাকে আরও দৃষ্টিনন্দন ও তথ্যবহুল করে তুলেছে। আমাদের সঙ্গেই থাকুন—অজানা গল্প তুলে ধরার এই যাত্রায়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হতে ক্লিক করুন Aaj Bangla হোয়াটস অ্যাপ চ্যানেলে।