আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের US Presidential Election আগে রিপাবলিকান পার্টির প্রার্থী Donald Trump ডোনাল্ড ট্রাম্প সরব হলেন ‘বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন’ নিয়ে। সেই সঙ্গে জানালেন, আবার আমেরিকার নাগরিকদের রায়ে আবার হোয়াইট হাউসে প্রবেশাধিকার পেলে ‘ভাল বন্ধু’ নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতের সঙ্গে সমঝোতা নিবিড় করারও সওয়াল করলেন তিনি।
বৃহস্পতিবার এক্স পোস্টে Donald Trump ট্রাম্প লিখেছেন, ‘‘অশান্ত বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘু, যারা দুষ্কৃতীদের হাতে প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছেন। লুঠপাট চলছে। এর তীব্র নিন্দা করছি।” বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের জন্য বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সরকারের ‘ব্যর্থতা’কে দায়ী করেছেন প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্প Donald Trump।
সেইসঙ্গে প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর প্রাতিদ্বন্দ্বী তথা বর্তমান ভাইস প্রেসিডেন্টকে নিশানা করে ট্রাম্পের মন্তব্য, ‘‘কমলা হ্যারিস হিন্দুদের উপেক্ষা করেছেন।’’ শুধু বাংলাদেশ নয়, ডেমোক্র্যাটিক পার্টির সরকারের আমলে আমেরিকাতেও হিন্দুরা সঙ্কটে বলে অভিযোগ করেছেন ট্রাম্প। তিনি ধর্মীয় বিদ্বেষ এবং বামপন্থী আগ্রাসন থেকে আমেরিকার হিন্দুদেরও রক্ষা করার প্রতিশ্রুতিও দিয়েছেন।
এক্স হ্যান্ডলে ট্রাম্প লিখেছেন, ‘‘আমরা আপনাদের স্বাধীনতার জন্য লড়াই করব। আমার সরকার হলে ভারত ও আমার ভাল বন্ধু প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে আমাদের বৃহত্তর অংশীদারিত্ব আরও জোরদার করব।’’ তাৎপর্যপূর্ণ ভাবে ট্রাম্প তাঁর পোস্ট শেষ করেছেন আমেরিকার হিন্দুদের দীপবলির শুভেচ্ছা জানিয়ে! তিনি লিখেছেন, ‘আমি আশা করি, আলোর এই উৎসব অশুভকে পরাস্ত করে শুভশক্তির বিজয় নিশ্চিত করবে’।