নতুন মাসের প্রথম দিনই এল খারাপ খবর। এক ধাক্কায় ৬২ টাকা বেড়ে গেল gas cylinder price এলপিজি সিলিন্ডারের দাম! ১ নভেম্বর থেকেই এই নতুন দাম কার্যকর হবে। যদিও এই দাম বৃদ্ধির ফলে সাধারণ মধ্যবিত্তর ওপর প্রত্যক্ষ প্রভাব পড়বে না। কারণ ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছে। গৃহস্থের বাড়িতে ১৪ কেজির এলপিজি সিলিন্ডার ব্যবহার করা হয়। আর ১৯ কেজি সিলিন্ডার ব্যবহৃত হয় মূলত হোটেল-রেস্তোরাঁয়।
সেক্ষেত্রে বলা যায়, সাধারণ মানুষের ওপর সরাসরি এই দাম বৃদ্ধির প্রভাব নেই। তবে হোটেল-রেস্তোরাঁয় খাবারের দাম বাড়ার সম্ভাবনা আগামী দিনে প্রবল। কারণ পরপর টানা ৪ মাস gas cylinder price এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল। বর্তমানে ৮২৯ টাকাতে পাওয়া যাচ্ছে ১৪ কেজির সিলিন্ডার। সেই দাম অপরিবর্তিত থাকছে। তবে এবার থেকে ১৯ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে খরচ পড়বে ১ হাজার ৯১১ টাকা ৫০ পয়সা।
আগের থেকে ৬১ টাকা দাম বাড়ানো হয়েছে তার। ওয়েল মার্কেটিং সংস্থাগুলি প্রতি মাসের প্রথম দিন আন্তর্জাতিক বাজারে অপরিশেধিত পেট্রোলিয়ামের দাম পর্যালোচনা করে সিলিন্ডারের দামে বদল আনে। এবারও তাই হয়েছে। কোন শহরে কত দাম মাসের শুরুতেই দাম পরিবর্তনে এক একটি শহরে একেক দামে মিলবে এলপিজি সিলিন্ডার। কলকাতায় এখন ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের খরচ পড়বে ১ হাজার ৯১১.৫০ টাকা। দিল্লিতে তার দাম ১ হাজার ৮০২ টাকা এবং মুম্বইয়ে ১ হাজার ৭৫৪.৫০ টাকা। মুম্বইয়ে ১ হাজার ৭৫৪ টাকা এবং চেন্নাইয়ে এই সিলিন্ডার পাওয়া যাবে ১ হাজার ৯৬৪.৫০ টাকায়।