Malda ভাইফোঁটার আবহে মর্মান্তিক ঘটনা। নিজের দিদির বাড়িতে ভ্রাতৃদ্বিতীয়ার আগের দিন নৃশংসভাবে ব্যাট দিয়ে পিটিয়ে খুন করা হল ভাইকে। ওই ঘটনায় অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। শনিবার সাহাপুরের বাগানপাড়ায় ওই ঘটনায় সাতসকালে শোরগোল পড়ে যায়। পুলিশসূত্রে জানা গিয়েছে, মৃতের নাম রবি মণ্ডল (২৪)। বাড়ি Malda মালদার ইংরেজবাজারের জাহাজ ফিল্ড বিনপাড়া এলাকায়।
খুনের ঘটনায় গ্রেপ্তার হয়েছেন মৃতের জামাইবাবুর সৎ বাবা। পেশায় রাজমিস্ত্রি ওই তরুণ নিজের স্ত্রী পিঙ্কি মণ্ডলকে নিয়ে কালীপুজো উপলক্ষ্যে দিদির বাড়ি বেড়াতে আসেন। ভাইফেঁাটার আগে দিদির বাড়িতে অনেক উৎসাহ নিয়ে এসেছিলেন রবি। ফোঁটার আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নিতে। কিন্তু শনিবার সকালে ঘটে বিপত্তি। দিদি ও তাঁর পরিবারের লোকেরা বচসায় জড়িয়ে পড়েন। ওই সময় দিদিকে বাঁচাতে গেলে তঁার সৎ শ্বশুর সহ পরিবারের অন্য সদস্যরা খেলার ব্যাট দিয়ে ওই তরুণকে পেটায়। আশঙ্কাজনক অবস্থায় রবিকে Malda মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
যদিও বিষয়টি পরিবারের লোকেরা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। অভিযোগ, ময়নাতদন্ত না করেই মৃতদেহ বাড়ি নিয়ে আসা হয়। এরপরে হইচই শুরু হলে মালদা থানার পুলিশ খবর পেয়ে ওই বাড়িতে গিয়ে মৃতদেহ উদ্ধার করে মৌলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানেও চিকিৎসকরা জানিয়ে দেন, ওই তরুণ মারা গিয়েছেন। পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ফের Malda মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় পুলিশ। মালদার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সম্ভব জৈন বলেন, ‘শনিবার সকাল আটটা নাগাদ পারিবারিক বিবাদের জেরে রবি মণ্ডল ও কৈলাস দাস নামে দুই ব্যক্তির মধ্যে বিবাদ বাধে। কৈলাস দাস সম্পর্কে রবি মণ্ডলের দিদির শ্বশুর হন।
সেই বিবাদের সময় কৈলাস দাস কাঠের ব্যাট নিয়ে রবি মণ্ডলের ওপর হামলা চালায়। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত কৈলাস দাসকে আমরা গ্রেপ্তার করেছি। আগামীকাল পুলিশি হেপাজতের আবেদনে ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করা হবে।’ মৃতের স্ত্রী পিঙ্কি মণ্ডলের বক্তব্য, ‘আমরা কালীপুজোয় এসেছিলাম। দিদি, জামাইবাবু ঝগড়া করছিল সেটা থামাতে গিয়েই আমার স্বামী আক্রান্ত হয়।
বিষয়টি পুলিশকে জানিয়েছি।’ মালদা থানার পুলিশকর্তারা জানান, টাকাপয়সা সংক্রান্ত বিবাদে মৃতের জামাইবাবু রকি স্বর্ণকারের সাথে তার স্ত্রী অর্থাৎ মৃতের দিদি প্রীতির বচসা চলছিল। ওই তরুণ নিজের দিদিকে বঁাচাতে গিয়ে আক্রান্ত হন। কালীপুজো উপলক্ষ্যে ওই বাড়িতে পুরুষেরা রাতভর মদ্যপান করে। সেই থেকে বিবাদ আরও বাড়ে। মৃতের জামাইবাবুর সৎ বাবাকে ওই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। পারিবারিক বিবাদের মধ্যে পরিবারের সদস্যরাই ওই তরুণকে ব্যাট দিয়ে মাথায় আঘাত করে।