বেথুয়াডহরি কলেজে সংঘর্ষে জখম এভিবিপি সমর্থক । এবিভিপির অভিযোগ এক ছাত্রীকে কটূক্তির করেছিল টিএমসিপি। তার প্রতিবাদ করাতেই এই ঘটনা ঘটে। এদিন দুপুরে নাকাশিপাড়ার বেথুয়াডহরী কলেজ রণক্ষেত্রের চেহারা নেয়। ভাঙচুর করা হয় ফিজিক্যাল এডুকেশনের ঘর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আটক ১ পড়ুয়া। ছাত্র সংঘর্ষে রাজনৈতিক যোগ অস্বীকার স্থানীয় তৃণমূল নেতৃত্বের। এদিনের ঘটনায় গুরুতর আহত হন এক এবিভিপি সমর্থিত ছাত্র। আহত ওই ছাত্রকে বেথুয়াডহরি স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এক ছাত্রীকে কটূক্তির ঘটনাকে কেন্দ্র করে নদিয়ার বেথুয়াডহরি কলেজে সংঘর্ষে জড়াল তৃণমূল ছাত্র পরিষদ ও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। নদিয়ার ওই ঘটনায় এক এভিবিপি সমর্থক জখম হন। নাকাশিপাড়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আটক এক। তবে রাত পর্যন্ত কোনও পক্ষ পুলিশের কাছে অভিযোগ করেনি। জানা গিয়েছে, এ দিন কলেজে সেমিনার ছিল।
এক তরুণ-তরুণী আলাদা বসে গল্প করছিলেন। এক ছাত্রী লুকিয়ে তার ভিডিয়ো তুলতে থাকেন। কিছু টিএমসিপি সমর্থক তা দেখে আপত্তি জানান। এ নিয়ে বচসার সময়ে ওই ছাত্রীকে কটূক্তি করা হয়, এমনকি, চড়ও মারা হয় বলে অভিযোগ। এর পরেই কিছু এবিভিপি সমর্থক তাতে জড়িয়ে পড়েন। মারপিট বেধে যায়। তাতে বিক্রম সরকার নামে এক এবিভিপি সমর্থক জখম হন। তিনি বেথুয়াডহরি স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
ওই কলেজের ছাত্র তথা এভিবিপি কার্যকর্তা কৃশানু দাসের অভিযোগ, “কলেজ মাঠে বসেছিলাম। হঠাৎ দেখি, টিএমসিপি-র গুন্ডা বাহিনী একটি মেয়েকে গালিগালাজ করছে। প্রতিবাদ করতে গেলে, মারধর করা হয়।” অভিযোগ উড়িয়ে টিএমসিপি-র কৃষ্ণনগর সাংগঠনিক জেলা সভাপতি সম্রাট পাল দাবি করেন, “এটা ব্যক্তিগত ঘটনা, রাজনীতির যোগ নেই।”
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হতে ক্লিক করুন Aaj Bangla হোয়াটস অ্যাপ চ্যানেলে।