বিবাহ বিচ্ছেদের পথে এআর রহমান A R Rahman। বিশ্বজোড়া খ্যাতি তাঁর। দেশের খ্যাতনামা সুরকারের ব্যক্তি জীবনে বড় পরিবর্তনে বাকরুদ্ধ সকলেই। বিয়ের ২৯ বছর পর ডিভোর্সের পথে অস্কারজয়ী সঙ্গীত শিল্পী এআর রহমান ও স্ত্রী সায়রা বানু। শিল্পীর স্ত্রীর আইনজীবী একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে বিবৃতি জারি করে খবরটি ভাগ করে নিয়েছেন। রহমানের স্ত্রীর কথায়, সম্পর্কে বেশ কিছু সমস্যায় এই সিদ্ধান্ত। দীর্ঘ বছরের সম্পর্ক ভাঙা কঠিন ছিল তাঁদের পক্ষেও। মঙ্গলবার রাতে এক বিবৃতিতে জানান, তিক্ত সম্পর্কের জেরেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তাঁর মক্কেল।
উভয়ের সম্মতিতেই এই পদক্ষেপ। এআর রহমানের বিচ্ছেদের খবর হাওয়ার বেগে ছড়াতেই বাকরুদ্ধ গোটা দেশ। বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, ‘দীর্ঘ বছরের বিবাহিত জীবনের পর মিসেস সায়রা তাঁর স্বামী এআর রহমানের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। বিচ্ছেদ খুবই কঠিন সিদ্ধান্ত ছিল তাঁদের কাছে। সম্পর্কের নানা মানসিক টানাপোড়েনের পর এই সিদ্ধান্তে পৌঁছেছেন দম্পতি। একে অপরের প্রতি তাঁদের গভীর ভালোবাসা থাকা সত্ত্বেও, কিছু তিক্ততায় দূরত্ব তৈরি হয়েছে।’
কেন এই বিচ্ছেদ? সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ জানিয়েছেন, দীর্ঘ তিক্ততা এই বিচ্ছেদের নেপথ্য কারণ। উভয় পক্ষই আপ্রাণ চেষ্টা করেছিলেন মিটিয়ে নিতে। কিন্তু তা আর সম্ভব নয়। ফলে দীর্ঘ দাম্পত্যের পর এই সিদ্ধান্ত নিতে যথেষ্ট কষ্ট হয়েছে তাঁর। কিন্তু সায়রা অপারগ। এই জায়গা থেকেই আইনজীবীর অনুরোধ, এই মুহূর্তে বিষয়টি নিয়ে কেউ যেন সায়রাকে বিব্রত না করেন। তিনি মানসিক বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। কারণ, দীর্ঘ দাম্পত্যে ইতি টানা সহজ নয়।
এ আর রহমান এবং সায়রা ১৯৯৫ সালে বিয়ে করেন। এই দম্পতির তিনটি সন্তান- খাতিজা, রহিমা, আমিন। সংগীতশিল্পী বলেছিলেন,পাত্রী দেখেছিলেন তাঁর মা। দুজনের মধ্যে সাংস্কৃতিক পার্থক্য ছিল। কিন্তু তা সত্ত্বেও তাঁরা সম্পর্ক ধরে রেখেছিলেন। সিমি গ্রেওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে রহমান বলেছিলেন, ‘সত্যি কথা বলতে আমার পাত্রী খোঁজার সময় ছিল না। আমার মনে হয়েছিল যে এটাই আমার বিয়ে করার উপযুক্ত সময়।
আমার বয়স ২৯ বছর ছিল। মাকে বলেছিলাম,’আমার জন্য পাত্রী খুঁজে দাও।’স্লামডগ মিলিওনেয়ার ছবির জন্য অস্কার জয়ী এ আর রহমানকে ভারতের অন্যতম সেরা সুরকার হিসেবে ধরনে অনেকে। মা তুঝে সালাম, ও হমদম সুনিয়ো রে, তেরে বিনা বেসওয়াদি রাতিয়াঁর মতো একাধিক হিট গান দিয়েছেন। রহমান ১৯৮৯ সালে ইসলাম গ্রহণ করেন। দিলীপ কুমার থেকে নিজের নাম পরিবর্তন করে আল্লাহ রাখা রহমান রাখেন। রহমানের স্ত্রী সায়রা বানু অভিনেতা রাশিন রহমানের আত্মীয়।
আরো পড়ুন পশ্চিমবঙ্গ জীবনী মন্দির দর্শন ইতিহাস জেলা শহর লোকসভা বিধানসভা পৌরসভা ব্লক থানা গ্রাম পঞ্চায়েত কালীপূজা যোগ ব্যায়াম পুজা পাঠ দুর্গাপুজো ব্রত কথা মিউচুয়াল ফান্ড জ্যোতিষশাস্ত্র ভ্রমণ বার্ষিক রাশিফল মাসিক রাশিফল সাপ্তাহিক রাশিফল আজকের রাশিফল চানক্যের নীতি বাংলাদেশ লক্ষ্মী পূজা টোটকা রেসিপি সম্পর্ক একাদশী ব্রত পড়াশোনা খবর ফ্যাশন টিপস