
Malda
Malda news ফের মালদহ শহরে শুটআউট! শনিবার রাতে Malda মালদহের সদরঘাট এলাকায় শুটআউট । বেশ কয়েকবার তৃণমূল কংগ্রেস বিধায়ক সাবিত্রী মিত্রের উপর হামলা হয়েছে। এবার আবার তাঁর বাড়ির কিছু দূরেই পরপর চলল দু’রাউন্ড গুলি। তবে গুলি সাবিত্রী মিত্রের বাড়িতে লাগেনি। ওই গুলি চলার ঘটনায় এলাকার বাসিন্দারা শিউরে ওঠেন। এমনকী শুটআউটের ঘটনায় Malda মালদায় এখন তুমুল আলোড়ন ছড়িয়ে পড়েছে। গুলিবিদ্ধ হন এক ব্যক্তি। রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্দার করা হয়েছে। তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ তদন্তে নেমে চারজনকে গ্রেফতার করেছে। কিন্তু মানুষজন আতঙ্কে ভুগছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত সাড়ে ৯টা থেকে ১০টা নাগাদ হাতহাট কলোনিতে শুটআউটের ঘটনা ঘটে। উত্তম মণ্ডল নামের এক বাসিন্দা তনুজ নামে এক তরুণকে লক্ষ্য করে গুলি চালায়। তবে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে গিয়ে লাগে আহত বিপ্লব ঘোষের হাতে। স্থানীয়রা তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তিনি সেখানেই চিকিৎসাধীন। এদিকে গুলিবিদ্ধ ওই ব্যক্তির নাম বিপ্লব ঘোষ। মালদার ইংরেজবাজার পুরসভা অন্তর্গত এলাকায় এই নিয়ে এখন চর্চা তুঙ্গে উঠেছে। এই ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
যদিও মূল অভিযুক্ত এখনও পলাতক। ১৩ নম্বর ওয়ার্ডের সদরঘাট পুড়াটুলি এলাকায় শনিবার রাতে বিপ্লব ঘোষ বাড়ি থেকে বেরিয়ে বাজার যাচ্ছিলেন। এই বিপ্লব ঘোষ থাকেন বিধায়ক সাবিত্রী মিত্রের বাড়ির কাছেই। তখন তিনি দেখতে পান পাড়ায় একদল যুবকের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। সেটা জানতে গেলে পকেট থেকে বন্দুক বের করে উত্তম মণ্ডল নামে এক যুবক গুলি চালিয়ে দেয় বলে অভিযোগ। তাঁকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি করা হয়। তার জেরেই গুলিবিদ্ধ হন বিপ্লব ঘোষ। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে অভিযুক্ত উত্তম মণ্ডল, শুভ দাস এবং রোহিত মণ্ডল, তনুজ মণ্ডলের মধ্যে ক্রিকেট ম্যাচে বাজির টাকা নিয়ে প্রায় দু’মাস ধরে ঝগড়া চলছিল।
সেই পুরনো বিষয় নিয়ে শনিবার উত্তম ও তনুজের মধ্যে প্রথমে ঝগড়া হয়। যা পরে হাতাহাতিতে পৌঁছয়। তবে সেই ঝামেলা মিটে যায়। এলাকা ছেড়ে চলে যায় উত্তম। পরে আবার অন্যতম অভিযুক্ত শুভর সঙ্গে বন্দুক নিয়ে ফিরে এসে তনুজকে লক্ষ্য করে গুলি চালায়। তা লাগে বিপ্লবের হাতে। এই ঘটনা পুলিশ কর্তাদেরও ভাবিয়ে তুলেছে। কারণ ফেব্রুয়ারি মাসে মালদা জেলার ইংরেজবাজার থানার অন্তর্গত ধরমপুর এলাকার নিকট রাজ্য সড়কের উপর পথ দুর্ঘটনায় পড়েছিলেন বিধায়ক সাবিত্রী মিত্র। বিধায়কের গাড়ির বিপরীত দিক থেকে আসা আর একটি গাড়ি সাবিত্রী মিত্রের গাড়িতে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়।
তারপর বিধায়ককে খুনের হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ। প্রাণনাশের আশঙ্কা করেছিলেন সাবিত্রী মিত্র। এবার বিধায়কের বাড়ির কিছু দূরেই গুলি চালনার ঘটনা ঘটায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। উল্লেখ্য, মালদহে একের পর এক শুটআউটের ঘটনা ঘটেই চলেছে। আড়াই মাস আগে শহরের ঝলঝলিয়া এলাকার মহানন্দাপল্লিতে শুটআউটের ঘটনায় মৃত্যু হয় তৃণমূল নেতা বাবলা সরকারের। তারপর কালিয়াচক লাগোয়া বৈষ্ণবনগর থানা এলাকার বীরনগর বাজারের কাছে একটি মদের আসরে শুটআউটের ঘটনা ঘটে। তাতে গুলিবিদ্ধ হয়ে দু’জন মারা যান। শনিবার পঞ্চায়েত সচিবকে খুনের অভিযোগ উঠেছে। সেই রাতেই রঙ খেলাকে কেন্দ্র করে এক যুবককে খুনের অভিযোগ উঠেছে। এবার মালদহ শহরের সদরঘাটে প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্রর বাড়ির অদূরেই জুয়ার আসরে শুটআউটের ঘটনা ঘটায়, ফের পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হতে ক্লিক করুন Aaj Bangla হোয়াটস অ্যাপ চ্যানেলে।