United States বৈধ নথি ছাড়া বসবাসের অভিযোগে বেশ কিছু ভারতীয় অভিবাসনপ্রত্যাশীদের দেশে ফেরত পাঠাল United States আমেরিকা। চার্টার্ড বিমান ভাড়া করে তাঁদের দেশের উদ্দেশে রওনা করানো হয়। ঠিক কত জনকে ফেরানো হয়েছে, তা স্পষ্ট করেনি আমেরিকা। বলা হয়েছে, বেআইনি অভিবাসন ও মানব পাচার বন্ধ করার লক্ষ্যে ভারত সরকারের সঙ্গে সমন্বয় করেই এই পদক্ষেপ।United States আমেরিকার হোমল্যান্ড সিকিয়োরিটি দফতরের সহকারী সচিব রয়েস বার্নস্টেন মুরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন।
তখনই এই তথ্য জানিয়েছেন তিনি। এই হিসাবটা আমেরিকার গত আর্থিক বর্ষের। অর্থাৎ ১ অক্টোবর, ২০২৩ থেকে ৩০ সেপ্টেম্বর, ২০২৪ সালের মধ্যে ওই অভিবাসনপ্রত্যাশীদের ভারতে ফেরত পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে। চলতি বছরের অক্টোবর একটি উড়ানে বেশ কিছু ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয় বলে জানান মুরে। বিমানটি কোথা থেকে উড়েছিল, নিরাপত্তার কারণ দেখিয়ে সে তথ্য না দিলেও সেটি ভারতের পঞ্জাবে নেমেছিল বলে জানানো হয়েছে। তবে বিমানের যাত্রীরা সবাই পঞ্জাবের বাসিন্দা কি না, তা স্পষ্ট নয়।
ওই যাত্রীদের মধ্যে কোনও নাবালক ছিল না বলেই জানানো হয়েছে। সকলেই প্রাপ্তবয়স্ক নারী-পুরুষ। গত এক বছরে হয় চার্টার্ড উড়ান নয়তো কোনও বাণিজ্যিক সংস্থার উড়ানে অভিবাসনপ্রত্যাশী ভারতীয় দের ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলেও জানিয়েছেন মুরে। হোমল্যান্ড সিকিয়োরিটি দফতরের তরফে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত আর্থিক বর্ষে অন্তত ১ লক্ষ ৬০ হাজার জনকে আমেরিকা থেকে তাঁদের নিজের দেশে ফেরত পাঠানো হয়েছে। অভিযোগ, প্রত্যেকেই অবৈধ ভাবে থাকছিলেন। এঁদের ফেরত পাঠাতে মোট ৪৯৫টি বিমান লেগেছে। ভারত-সহ মোট ১৪৫টি দেশের বাসিন্দা রয়েছেন, যাঁদের এক বছরে নিজেদের দেশে ফেরত পাঠিয়েছে বাইডেন প্রশাসন।
আমেরিকা জানিয়েছে, আইনি অনুমোদন না থাকলে বেরিয়ে যেতে হবে। বেআইনি অভিবাসন রোখা ছাড়াও, কড়া পদক্ষেপ করে অপরাধচক্রের হাতও বাঁধতে চাইছে সরকার। টাকার বিনিময়ে পাচারকারীরা যেভাবে দলে দলে লোকজনকে ঢুকিয়ে দিচ্ছে, তাতেও ইতি টানা লক্ষ্য। এর আগে, গত বছরও একই পদক্ষেপ করে আমেরিকা। ভারত ছাড়াও কলম্বিয়া, ইকুয়েডর, পেরু, মিশর, মরিটেনিয়া, সেনেগল, উজবেকিস্তান, চিন থেকে আমেরিকায় বেআইনি ভাবে বসবাসকারীদের দেশে ফেরত পাঠানো হয়।
আরো পড়ুন পশ্চিমবঙ্গ জীবনী মন্দির দর্শন ইতিহাস জেলা শহর লোকসভা বিধানসভা পৌরসভা ব্লক থানা গ্রাম পঞ্চায়েত কালীপূজা যোগ ব্যায়াম পুজা পাঠ দুর্গাপুজো ব্রত কথা মিউচুয়াল ফান্ড জ্যোতিষশাস্ত্র ভ্রমণ বার্ষিক রাশিফল মাসিক রাশিফল সাপ্তাহিক রাশিফল আজকের রাশিফল চানক্যের নীতি বাংলাদেশ লক্ষ্মী পূজা টোটকা রেসিপি সম্পর্ক একাদশী ব্রত পড়াশোনা খবর ফ্যাশন টিপস