বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার এবং মৌলবাদী আক্রমণ নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ ক্রমশ বাড়ছে। বাংলাদেশের মৌলবাদীদের নিয়ে উদ্বিগ্ন অধীর চৌধুরী Adhir Chowdhury। বাংলাদেশের পরিস্থিতির প্রভাব যাতে এদেশের উপর না পড়ে চাই কেন্দ্রকে তৎপর হতে বললেন তিনি। অধীর চৌধুরী-র দাবি, পাকিস্থান অনেক আগে ব্লিড ইন্ডিয়া স্ট্র্যাটেজি তৈরি করেছিল।
এখন বাংলাদেশের মৌলবাদীদের সঙ্গে চক্রান্ত করে সেই লক্ষ্যের দিকেই এগোচ্ছে তারা। প্রচ্ছন্ন মদত রয়েছে চিনের। কারণ চিনও ভারতকে ঘিরে রাখতে চায়। বাংলাদেশে অস্থিরতার মধ্যেই মুর্শিদাবাদ থেকে ২ জঙ্গি গ্রেফতার । ধৃত মণিরুল শেখ ও মহম্মদ আব্বাস আলি, জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলার সদস্য, অনুমান পুলিশের। ওপারের জঙ্গিরা এপারে?
রিস্থিতি যে দিকে এগোচ্ছে, যে কোনও দিন বাংলাদেশ মুর্শিদাবাদ দাবি করতে পারে। ভয়ঙ্কর বিপদের দিন আসছে। বিস্ফোরক দাবি করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। সাংবাদিক বৈঠকে করে অধীর বলেন, “ঘৃণ্য চক্রান্ত করছে বাংলাদেশের মৌলবাদ, পাকিস্তান, চিন সঙ্গে। দেখে হয়তো মনে হচ্ছে, একটা ছোট্ট জায়গা, চিন্ময়কৃষ্ণ দাসের। কিন্তু আদতে তা নয়, এটা প্রতীকী। এই বাংলাদেশ ভারতের জন্য বড় বিপদের কারণ।”
বাংলাদেশ যেভাবে এগোচ্ছে, তাতে অধীর মনে করছেন, “আগামী দিনে তো বলতে পারে, মুর্শিদাবাদে ৭০ শতাংশ মুসলমান। আওয়াজ উঠাচ্ছে। ভারত পাকিস্তান যখন স্বাধীন হয়েছিল, দুদিন পর মুর্শিদাবাদ স্বাধীন হয়েছিল। বাংলাদেশের অতিরিক্ত অংশ, এই দাবি আসবেই আসবে। অন্য যুক্তিতে দাবি করবে। বাংলাদেশের তরফ থেকে বাংলায় মৌলবাদীদের প্রভাব পতিপত্তি বাড়বে।” বাংলাদেশে হিন্দু নির্যাতনের তীব্র নিন্দা করেন তিনি।
পরিস্থিতি দিনের পর দিন খারাপের দিকে যাচ্ছে। সেক্ষেত্রে এই পরিস্থিতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে কেন্দ্র-রাজ্য দুই সরকারকেই চরম তৎপর হতে হবে বলে মনে করেন তিনি। অধীর বলেন, “ঠুনকো রাজনীতি করলে পশ্চিমবঙ্গ শেষ হয়ে যাবে। সংসদেও একথা অনেকবার বলেছি। ভারতবর্ষের নেতা বিপদের কারণ হয়ে দাঁড়াবে বাংলাদেশে। ভারত-বাংলার সরকার রাজনীতি ছেড়ে মানুষের কথা ভাবুন। ভয়ঙ্কর বিপদের দিন আসছে। বাংলাদেশে যেভাবে পপুলেশন বাড়ছে, তাতে এ আশঙ্কা প্রবল।”
বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে তিনি বলেন, “দেখে হয়তো মনে হচ্ছে, একটা ছোট্ট জায়গা, চিন্ময়কৃষ্ণ দাসের। কিন্তু আদতে তা নয়, এটা প্রতীকী। এই বাংলাদেশ ভারতের জন্য বড় বিপদের কারণ। ওরা চাইবে এক্সটেন্ডেড বাংলাদেশ। ভূগোলের এলাকা বাড়াতে চাইছে। আগামী দিনে বাংলাদেশ এই কাজটা করবে। মুর্শিদাবাদ দাবি করবে, মালদহ দাবি করবে।”
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হতে ক্লিক করুন Aaj Bangla হোয়াটস অ্যাপ চ্যানেলে।