
Purba Medinipur
Purba Medinipur রাস্তায় জমা জল। সেই জল এড়াতে ট্রেন লাইন ধরে বাড়ি ফিরছিলেন তিন ফল বিক্রেতা। সেই সময় রেলে কাটা পড়ে মৃত্যু হয় দুজনের। পরে আরও একজনের মৃত্যু হয়। বুধবার রাতের এই ঘটনায় Purba Medinipur পূর্ব মেদিনীপুরের Panskura পাঁশকুড়ার রঘুনাথবাড়ি স্টেশনে এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাঁশকুড়া থেকে ফল নিয়ে গিয়ে হলদিয়ায় বিক্রি করতেন ওই তিনজন। বৃহস্পতিবার কালীপুজো, তাই বুধবার বিক্রিও একটু বেশি হয়। রাত তখন সাড়ে ৯টা। রঘুনাথবাড়ি স্টেশনে নেমে Panskura পাঁশকুড়া-হলদিয়া লাইন ধরে বাড়ি ফিরছিলেন তাঁরা।
ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে টানা বৃষ্টিতে রাস্তায় জল জমেছিল। সেই জমা জল এড়াতেই রেললাইন ধরে ফিরছিলেন তাঁরা। সেই সময় উলটো দিক দিয়ে একটি ট্রেন আসছিল। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। সূত্রের খবর,Panskura পাঁশকুড়া-দিঘা লাইনে পেরনোর সময় হলদিয়া লোকালে কাটা পড়ে মৃত্যু হয় এই তিনজনের। এখনও পর্যন্ত দুজনের পরিচয় পাওয়া গিয়েছে। জয়দেব সাঁতরা।
বয়স ৫৭ বছর। রিঙ্কু ভৌমিক। বয়স ৪৯ বছর। বাকি একজনের পরিচয় এখনও পর্যন্ত পাওয়া যায়নি। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতেরা সকলেই পেশায় ফল ব্যবসায়ী। প্রতি দিনই তাঁরা পাঁশকুড়া থেকে ফল নিয়ে হলদিয়ায় বিক্রি করতে যেতেন। অন্য দিনের মতো বুধবার সন্ধ্যায় ওই ফল বিক্রেতারা হলদিয়া থেকে পাঁশকুড়াগামী ট্রেনে ওঠেন। পাঁশকুড়া স্টেশনের আগে রঘুনাথবাড়ি স্টেশনে নামেন তাঁরা। তার পর রেললাইন ধরে হেঁটে বাড়ির পথে যাচ্ছিলেন। সেই সময় দিঘাগামী একটি ট্রেন ওই লাইনে চলে আসে।
কিছু বুঝে ওঠার আগেই ট্রেনটির ধাক্কায় ছিটকে পড়েন তিন জন। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। অন্য এক মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় পাঁশকুড়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার ভোরে ওই মহিলার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দা সুব্রত ভৌমিক বলেন, “ওঁরা হলদিয়া লোকাল থেকে নামার পর রেললাইন ধরে হাঁটার সময় দুর্ঘটনার কবলে পড়েন।’’ তিনি আরও জানান, রঘুনাথবাড়ি স্টেশনে যাওয়া-আসার রাস্তাটি দীর্ঘ দিন জলে ডুবে রয়েছে।
এই রাস্তা ধরে যাতায়াত করা যায় না। তাই জীবনের ঝুঁকি নিয়েই গ্রামবাসীরা রেললাইন ধরে যাতায়াত করতে বাধ্য হন। সুব্রতের অভিযোগ, এই নিয়ে বার বার আবেদন করলেও রেল কোনও ব্যবস্থা নেয়নি। তারই ফলশ্রুতি এই দুর্ঘটনা। তাঁর কথায়, “মৃতদের পরিবারকে রেলের তরফ থেকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসীরা। সেই সঙ্গে রাস্তাটি যাতে দ্রুত যাতায়াতের উপযোগী করে তোলা যায়, সে বিষয়েও রেলকে দায়িত্ব নিতে হবে।’
আরো পড়ুন পশ্চিমবঙ্গ জীবনী মন্দির দর্শন ইতিহাস জেলা শহর লোকসভা বিধানসভা পৌরসভা ব্লক থানা গ্রাম পঞ্চায়েত কালীপূজা যোগ ব্যায়াম পুজা পাঠ দুর্গাপুজো ব্রত কথা মিউচুয়াল ফান্ড জ্যোতিষশাস্ত্র ভ্রমণ বার্ষিক রাশিফল মাসিক রাশিফল সাপ্তাহিক রাশিফল আজকের রাশিফল চানক্যের নীতি বাংলাদেশ লক্ষ্মী পূজা টোটকা রেসিপি সম্পর্ক একাদশী ব্রত পড়াশোনা খবর ফ্যাশন টিপস