sundara kanda in bengali শাস্ত্র মতে ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর ৪টে থেকে ৬টার মধ্যে সুন্দরকাণ্ড পাঠ করা অতিশুভ ফলদায়ী। নিজে না-করে কোনও পুরোহিতকে দিয়ে সুন্দরকাণ্ড পাঠ করলে সুফল পেতে পারেন। এ ছাড়াও সুন্দরকাণ্ড শ্রবণ করলেও পুণ্য ফল অর্জন করা যায়। শাস্ত্র অনুযায়ী ১১, ২১, ৩১, ৪১ দিন পর্যন্ত সুন্দরকাণ্ড পাঠ করা যায়। এর জন্য প্রথমে বজরংবলীর প্রতিমা স্থাপন করা উচিত। রাম, লক্ষণ, সীতা-সহ বজরংবলীর প্রতিমা বা ছবি স্থাপন করবেন। এর পর শুদ্ধ দেশী ঘিয়ের প্রদীপ প্রজ্জ্বলিত করবেন। বজরংবলীর চরণে ৭টি অশ্বত্থ পাতা অর্পণ করুন। এর পর রামকে স্মরণ ও বজরংবলীকে প্রণাম করে সুন্দরকাণ্ড পাঠ করা শুরু করবেন। পাঠ শেষ হওয়ার পর বজরংবলীর আরতি করুন। পুজো শেষে সকলের মধ্যে প্রসাদ বিতরণ করবেন।
সুন্দরকাণ্ড পাঠের উপকারিতা জীবনে কোনও সমস্যা উৎপন্ন হলে সংকল্প গ্রহণ করে সুন্দরকাণ্ড পাঠ শুরু করুন। সুন্দরকাণ্ড পাঠ করলে শতাধিক সমস্যা থেকে তৎক্ষণাৎ মুক্তি পাওয়া যায়। রামচরিতমানস রচয়িতা গোস্বামী তুলসীদাস অনুযায়ী বজরংবলীকে শীঘ্র প্রসন্ন করার রামবাণ উপায় হচ্ছে সুন্দরকাণ্ড পাঠ। এর ফলে সংসার ও ব্যক্তির জীবনে আনন্দের আগমন হয়। ব্যক্তি সুখী জীবনযাপন করে থাকে। সুন্দরকাণ্ড পাঠ করলে ব্যক্তির মধ্যে ইতিবাচক শক্তি সঞ্চারিত হয়। এর প্রভাবে সমস্ত কাজে সাফল্য লাভ করা যায়। এ ছাড়াও সুন্দরকাণ্ড পাঠ করলে ব্যক্তি ভয়মুক্ত হয় ও তাঁদের ইচ্ছাশক্তি প্রবল হয়। সপ্তাহে একবার সুন্দরকাণ্ড পাঠ করলে গৃহ কলহ দূর হয় ও পরিবারে আনন্দের আগমন ঘটে। প্রতিদিন এটি পাঠ করলে ব্যক্তি জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ করে থাকে।
সাগরপার হওয়ার আগের রাতে হনুমান ,জাম্বুবান,অঙ্গদ সকলে রাত কাটানোর জন্য একটা অস্থায়ী চালাঘর বানালো।কিন্তু সাগরের তীরে এসে সকলের চক্ষুস্থির—একি ভয়ানক ব্যাপার-যেন ক্রুদ্ধ নাগিনী গর্জন করছে এক নিস্ফল রাগে-এই সাগরের উপর দিয়ে সুপার্শ্বকে ধরে ঝুলে ঝুলে যেতে হবে!সর্বনাশের মাথায় পা! কেউ আর রাজি হয় না ভয়ে—সকলেই নেতা অঙ্গদকে জানায়,একটা উপায় বার কর কত্তা!।কথা দিয়ে আসা হয়েছে সুগ্রীবকে যে সীতার একটা খবর নিয়ে যেতে হবে— অথচ দেবতা ছাড়া কেউ এই সাগর পার করতে পারে না। জাম্বুবান ছিলেন সবার চেয়ে বয়সে বড় ও অভিজ্ঞ মন্ত্রী।
তিনি বললেন আমার মনে হয় হনুমানেরই সাগর পার হওয়া উচিত। কারন আমাদের জাতির হলেও হনুমানের জন্ম কিছু অদ্ভুত।তার বাবা ছিল কেশরী ও মা অঞ্জনা।অঞ্জনা একদিন নর্মদা নদীতে স্নান করছিল ,তখন দেব পবন এসে জোর করে অঞ্জনাকে ভোগ করে।অঞ্জনা রেগে গিয়ে পবনকে বলে আমি নীচ বানর জাতির নারী।তুমি না দেবতা? তোমার লজ্জা করে না? পবন বলে,রাগ কইরো না নারী, তুমি দেখবে অঞ্জনা তোমার খুব বীর এক ছেলে হবে।তা্কে আমি ও সব দেবতা দেবতাদের মতই নানা সুযোগ সুবিধা দেব।হনুমানের জন্মের পরে অবশ্য তার বীরত্ব দেখে ইন্দ্র তাকে মারতে এল।
ইন্দ্র তাকে ঐ শিশু অবস্থাতে পাহাড়ে ফেলে দিয়েছিল।মলয় পাহাড়ে পড়ে গিয়ে হনু ভেঙে যাওয়াতেই তার নাম হয় হনুমান।কাজেই দেবতাদের আশীর্বাদ নিয়ে হনুরই উচিত সাগর পার হওয়া,আসলে তো ও দেবতা পবনেরই ছেলে! হনুমান মুখ গোমড়া করে বলে দেখ ,আমার জন্মের অন্য গল্পও আছে—আমার বাবা কেশরী একবার মুনিদের বাঁচিয়েছিল বলে তারা বর দিয়েছিল।আমরা নীচ জাতির লোক,সেই আমাদের পরিচয় থাক।আসলে জাম্বুবানই বা কার ছেলে বা কার ঘরে কি গল্প আমি সব জানি।হাটে হাঁড়ি আমিও ভাঙতে পারি।
যাক,তোমরা যখন বলছ আমিই যাব । একটা উঁচু পাহাড়ের উপরে উঠে হনুমান সাগর পারের উদ্দেশে যাত্রা শুরু করল।পথে নানা বাধা বিঘ্ন পার হয়ে হনুমান পৌঁছাল লঙ্কায়।অদ্ভুত সুন্দর নগর লঙ্কা।দেবতাদের কারিগর বিশ্বকর্মা নির্মাণ করেছে ।সোনা,রূপায় মোড়ানো সব বাড়িগুলির উপরের চূড়া।নারকেল সুপারির সারি সারি গাছ ।
হনুমান সারাদিন ঘুরে ঘুরে সবকিছু দেখে আর মুগ্ধ হয়,এমনটা আগে কখনও দেখেনি।এমনকি রাবনের সভাতেও পৌঁছে গেল হনুমান ছদ্মবেশে –কিন্তু সীতাকে দেখতে পেল না। হাল ছেড়ে দেবার কথা ভাবতে ভাবতে এরপরে হঠাৎ দেখে রাবন অনেক রানীদের নিয়ে কোথায় চলেছে।মন্দোদরী থেকে সাধারণ রানীরা সকলেই রাবনের পিছে পিছে চলেছে।কারোর হাতে চন্দনের বাটি,কারো হাতে শাঁখ,কারো হাতে সুগন্ধী-কাউকে বরন করার জিনিসপত্র,অলঙ্কার।হনুমান পিছু নেয় এদের।রাবন গিয়ে ঢোকে অশোক বনে।
সেখানে বড় বড় চেহারার সব দাসীরা পাহারায়।হনুমান একটা গাছের উপরে উঠে পরে ভেতরে ঢোকে।দেখা যায় অপরূপা সুন্দরী এক নারী মাঝখানে-দেখেই হনুমান চিনতে পারে –এটাই সীতা।রাবন সীতার সামনে এসে দাঁড়ায়।সীতা দুই হাতে দেহ ঢেকে জরোসরো হয়ে থাকে। রাবন সীতার আমনে দাঁড়িয়ে বলে লঙ্কার বহুমূল্য অলঙ্কার এনেছি,বরনের যাবতীয় উপকরণ।সীতা ,অভিমান কোরো না।এই সাগরপারে কেউ নেই।আমার সমস্ত রানী হবে তোমার দাসী শুধু যদি তুমি অনুমতি কর—আজ পর্যন্ত আমি কখনও কারো সামনে মাথা নিচু করিনি কিন্তু তোমার রূপে আমি মুগ্ধ-আমি জানি তুমি শক্তিতে ,বিদ্যায় অনন্যা–
সীতা রাগে ঝলসে ওঠে—লজ্জা করে না,চোর।কেন চুরি করে আনলে আমাকে?কেন সত্য বললে না? কেন আমার স্বামীর সামনে দিয়ে আনবার সাহস হল না তোমার? রাবন মাথা নিচু করে—অস্ফুটে জানায়,আমি যুদ্ধ চাইনি-সুর্পনখার অপমানের বদলা চেয়েছিলাম।তোমার প্রতি লোভ আমার ছিল না কিন্তু আজ… মন্দোদরী রাবণকে সামলায়—ছিঃ রাজা,চারিদিকে দাসীরা রয়েছে,তুমি রাবন! ত্রিভূবন বিজয়ী! এভাবে ভিক্ষা চাওয়া তোমাকে মানায়? রাবন দাসীদের গোপনে ডেকে বলে ,সীতার সঙ্গে সকলে ভালো ব্যবহার করবে আর…একটু বোঝাবে,সে যেন রামকে ভুলে যায়… রাজার কথা শোনার জন্য সব দাসী হামলে পড়ে সীতাকে বোঝাতে থাকে—রাবন কত ভালো,কত বীর,আরও কত কথা।সীতা কারো কথার উত্তর দেয় না।
সুর্পনখা মাঝে মাঝেই আক্রমনের চেষ্টা করে—সাহস পায় না।একসময় সবাই চলে গেলে হনুমান না্মে গাছ থেকে।প্রথমে সীতা তাকে বিশ্বাস করতে পারে না।বলে –রাবনের নতুন বুদ্ধি বুঝি? হনুমান তখন রামের সব কথা সীতাকে জানায়–এখন রাম কিষ্কিন্ধ্যায় আছে।বানর জাতির সঙ্গে তার চুক্তি হয়েছে।আমরা একটা দল খবর নিতে নিতে দক্ষিন সাগরে এসে পৌঁছেছি।আমি সাগর পার হয়ে এলাম আপনার কাছে-রাম এই আংটি দিয়ে দিয়েছেন— সীতা রামের অলঙ্কার দেখেই চিনতে পারল।কেউ দেখে ফেলবার আগেই তিনি পরে নিতে যান কিন্তু এত রোগা হয়েছেন সীতা যে অঙ্গুরী হাতের বালা হয়ে গেল। সীতা বলেন,হনু,বিভীষণ রাবনের ভাই-সে রাবনকে অনেক বোঝায়-তার স্ত্রী সরমাও খুব ভালো।কিন্তু রাবন বোঝে না।তোমাদের রাজা সুগ্রীবকে বোলো,রামকেও বোলো যেভাবে হোক, আমাকে এখান থেকে নিয়ে যেতে-আমি যদি মরে যাই ,রামকে বোলো,নারী হত্যার পাপ হবে তার
Sundara Kanda সীতার এই কষ্ট দেখে হনুমানের চোখে জল আসে। হনুমান বলে মা,তোমার কিছু চিহ্ন দিয়ে দাও,রামকে দেখাব।সীতা তখন মাথা থেকে মনি খুলে হনুমানের হাতে দেন।হনুমান বলে,আমরা কিষ্কিন্ধ্যার সব সেনারা আসব তোমাকে উদ্ধার করে নিয়ে যেতে—চিন্তা কোরো না মা। হনুমানকে বিদায় দেবার আগে সীতা হনুমানকে তার কাছ থেকে পাঁচটি আম দিয়ে দেন পথে খিদে লাগলে খাবার জন্য।তখন এদেশে আম কেউ দেখেনি যাতে সবাই পায় তাই সীতা আমগুলি কিভাবে ভাগ হব তাও বলে দেয় ।রামকে একটা আম দিতে হবে ,লক্ষ্মণকে একটা,সব ্সেনাদের ভাগ করে দিতে হবে দুটি আম ,আর একটি রাজা সুগ্রীব ও হনুমানের। হনুমান বলে মা,আমি অনেক খাই,অর্দ্ধেক আম দিয়ে কি করব? এক ক্কাজ কর,তুমি পিঠে বসো,আমি তোমাকে নিয়ে যাই রামের কাছে– সীতা জানায়,বিভীষণ,অরবিন্দ সকলে রাবনের সঙ্গে কথা বলছে,যুদ্ধ না করলে রাবন আমাকে ছাড়বে না।আর দেখ একবার রাবন হরণ করছে,আবার তুমি নিয়ে যাবে হরণ করে,য়ামি কি একটা বস্তু? এভাবে আমি যাব না রামকে বোলো,যদি সে পারে ,যেন উদ্ধার করে তার স্ত্রীকে—ততদিন এই বনে আমি থাকব একা—
Sundara Kanda মনে মনে হনুমানের কিছু অবাকও লাগে—চাইলে সীতা পালাতে পারত,কিন্তু…সেও কি থাকত চায় রাবনের এই দেশে? ঝগড়ায়,অভিমানে সান্নিধ্য চায় রাবণের? রাম তাকে সামান্য সুরক্ষা দিতে পারেনি,রাবণ এনেছে বাহুবলে হরণ করে,এ কথা বলার নয়।রমনীর মন! হনুমান সীতার কাছে বিদায় নিয়ে নগরের এক প্রান্তে বসল।খুব খিদে পেয়েছে,একটা আম সে নিয়ে খেয়ে ফেলল,খেয়ে ভাবছে এমন অমৃতের মত ফল কোথায় পাওয়া যায়!লঙ্কার আমের বনে গিয় হনুমান দেখে কত আম ফলে আছে!সাজানো রাজবাগানে ঢুকে হনুমান যত ইচ্ছা আম তোলে আর খায়—প্রহরীরা বাধা দিতে এসে হয়রান হয়ে যায়—রাবন খবর পেয়ে জাম্বুবালি নামে এক মহাবীরকে পাঠান হনুমানক ধরার জন্য।জাম্বুবালি এসে হনুমানকে ধরার অনেক চেষ্টা করে,লড়াই হয় খুব কিন্তু ধরতে পারে না।এরপরে লঙ্কার সাত বিখ্যাত বীর সেনাপতিরা আসে,পারে না-রাবণের ছেলে অক্ষ হনুমানের সঙ্গে লড়াই করতে দিয়ে মারা যায়-তখন মেঘনাদ এসে নাগপাশ নামে বাণ মেরে বেঁধে ফেলে হনুমানকে।বাঁধা অবস্থায় হুকুম হয় বিচারের জন্য তাকে রাবণের সভায় নিয়ে যাবার— হনুমানের শক্তি ছিল অনেক-খুব দুষ্ট বুদ্ধি।
Sundara Kanda সে মাটি কামড়ে পড়ে থাকে।কেউ তাকে টেনে নিয়ে যেত পারে না-হনু আবদার করে ,আমাকে তোমরা মাথায় করে নিয়ে গেলে আমি যাইতে পারি। সেনারা আর কি করে তাকে মাথায় তুলেছে-আর অমনি বৃষ্টির ধারার মত হনু তাদের গায়েই… নানান দুষ্টুমির কথা শুনে রাবন রেগে টং—তার রাজ্যে এমন কেউ করে না।তার শখের বাগান এমন করে কেউ ভাঙেনি।হনুমানকে পরিচয় জানতে চাইল রাবন।হনুমান রাবনের দিকে পিছন ঘুরে বসে বলে তোমাকে যে বালি চার সাগরে চুবিয়েছিল আমি তার দেশের লোক,এসেছি রামের পক্ষ থেকে সীতাকে দেখতে। দূত অবধ্য,দূতকে মারা যায় না-তাড়াতাড়ি দেশ থেকে বার করে দেওয়ার কৌশল করতে রাবনও আনাল অনেকনেক কাপড়,তেল।লম্বা করে সেই কাপড়ের পিছনে আগুন লাগানো হবে-দেশের বাইরে গিয়ে সাগরে সেই লেজ ডুবিয়ে তারপর যেন হনুমান পালায়-এই হুকুম হল- আগুন লাগানোর সঙ্গে সঙ্গে হনুমান না পালিয়ে ঘুরে বেরাতে লাগল সমস্ত লঙ্কায়-যেখানে যায় ,আগুনে তার পিছনের এলাকা পুড়ে যায়-সারা শহর জ্বালিয়ে দিয়ে তারপরে হনু সাগরতীর আসে-আবার সাগর পার হতে হবে—রামকে গিয়ে জানাতে হবে সব খবর–
Sundara Kanda এই রামায়ণ (সুন্দরাকাণ্ড) -এ রয়েছে :- বানরগণের সাগর পার হওনের কথোপকথন জাম্বুবান কর্ত্তৃক হনুমানের জন্ম বৃত্তান্ত কথন ভরদ্বাজ মুনি কর্ত্তৃক হনুমানকে বরদান হনুমানের সাগর লঙ্ঘনোদ্যোগ হনুমানের লঙ্কায় যাত্রা ও মালঝাঁপ সুরসা সাপিনী কর্ত্তৃক হনুমানের পথরুদ্ধ করণ মৈনাক পর্ব্বত সহ হনুমানের সম্ভাষণ হনুমান কর্ত্তৃক সিংহিকা রাক্ষসী বধ হনুমানের লঙ্কায় প্রবেশ ও চামুণ্ডীর সহিত সাক্ষাৎ এবং চামুণ্ডার লঙ্কা ত্যাগ করিয়া কৈলাসে গমন হনুমানের সীতা অন্বেষণ হনুমান কর্ত্তৃক অশোকবনে সীতা-সন্দর্শন অশোকবনে সীতাদেবীর নিকট রাবণের গমন সীতার প্রতি চেড়ী গণের পীড়ন ত্রিজটার দুঃস্বপ্ন দর্শন ও চেড়ীগণ সমীপে তৎবৃত্তান্ত বর্ণন সীতা ও সরমার কথোপকথন সীতার সহিত হনুমানের সাক্ষাৎকার ও আত্মপরিচয় প্রদান সীতার বিলাপ সীতাদেবীর সহিত হনুমানের কথোপকথন হনুমানের নিকট
সীতার শিরোমণি প্রদান হনুমান কর্ত্তৃক অমৃত বন ভঞ্জন ও বনরক্ষী রাক্ষসগণের সংহার হনুমান কর্ত্তৃক জাম্বুমালী ও অক্ষয়কুমার বধ ইন্দ্রজিৎ কর্ত্তৃক হনুমানের বন্ধন রাবণের নিকট হনুমানের পরিচয় দান ও রাবণ কর্ত্তৃক তাহার দণ্ডবিধান হনুমান কর্ত্তৃক লঙ্কা-দাহন সীতার নিকট হনুমানে পুনরাগমন হনুমানের প্রত্যাবর্ত্তন ও বানরগণসহ স্বদেশ যাত্রা বানরগণের মধুবন ভঞ্জন সীতা উদ্ধারার্থে শ্রীরামের বানরসৈন্য সহ যাত্রা ও সমুদ্রতীরে বাস রাবণের প্রতি বিভীষণের উপদেশ বিভীষনের বক্ষঃস্থলে রাবণের পদাঘাত বিভীষণের লঙ্কা পরিত্যাগ বিভীষণের কৈলাসে গমন কুবের কর্ত্তৃক বিভীষণকে রামের শরণ লইতে উপদেশ বিভীষণের সহিত শ্রীরামচন্দ্রের মিত্রতা ও বিভীষণের অভিষেক শ্রীরামচন্দ্র কর্ত্তৃক সমুদ্র শাসন এবং শ্রীরামের প্রতি সাগরের সেতু বন্ধনের উপদেশ নল কর্ত্তৃক সাগর বন্ধন নলের উপর হনুমানের ক্রোধ ও শ্রীরাম কর্ত্তৃক সান্ত্বনা দান বানরসৈন্য সহ শ্রীরামচন্দ্রের সেতুবন্ধন দর্শন ও শিবপূজা শ্রীরামের ভস্মলোচন বধ ও লঙ্কায় প্রবেশ Sundara Kanda
আরো পড়ুন পশ্চিমবঙ্গ জীবনী মন্দির দর্শন ইতিহাস জেলা শহর লোকসভা বিধানসভা পৌরসভা ব্লক থানা গ্রাম পঞ্চায়েত কালীপূজা যোগ ব্যায়াম পুজা পাঠ দুর্গাপুজো ব্রত কথা মিউচুয়াল ফান্ড জ্যোতিষশাস্ত্র ভ্রমণ বার্ষিক রাশিফল মাসিক রাশিফল সাপ্তাহিক রাশিফল আজকের রাশিফল চানক্যের নীতি বাংলাদেশ লক্ষ্মী পূজা টোটকা রেসিপি সম্পর্ক একাদশী ব্রত পড়াশোনা খবর ফ্যাশন টিপস