অগ্রহায়ণ মাসের পূজা পার্বণ Pujo Parbon in the month of Agrahayan আমাদের পুজোপার্বণের সঙ্গে ঋতু ও মাসের অভিন্ন সংযোগ। শরৎ ও কাশ মানে দুর্গাপুজো। কুয়াশাঘেরা শীতের সকালে শাঁখ বাজছে মানে সরস্বতী পুজো। কিন্তু অগ্রহায়ণ মাসে কোন পুজো হয় তা কি আমরা জানি? একে তো হেমন্ত ঋতুটাকে শহরের খাঁচায় ভাল করে বোঝাই যায় না, তায় এই সময়টায় মস্ত একটা উৎসব পেরিয়ে আসার নরম ঝিমুনির রেশ লেগে থাকে সর্বত্র।
অনেকেই জানে না, অগ্রহায়ণ মাসে উত্তর ভাদ্রপদ ও মৃগশিরা নক্ষত্র অবস্থান করে। তাই যথাবিহিত নিয়ম মেনে এই মাসে দেবী কাম্যাক্ষা-সহ ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের পুজো-পাঠ করা যায়। এই মাস ত্রিদেবের আরাধনার মাস। পূজান্তে গোবৎস উৎসর্গ করার নিয়ম আছে। অনেকে নীলকৃষ্ণ-ও উৎসর্গ করে। পুজোপদ্ধতির প্রতিটি ধাপ ও অনুশাসন ভক্তি ভরে অনুসরণ করলে অগ্রহায়ণ মাসেও সাধক-সাধিকার সর্বসিদ্ধি হবে বলে বিধান দিয়েছেন শাস্ত্র-রচয়িতারা।
মনে রাখতে হবে, আন্তরিক ভক্তিই যে কোনও পুজোর প্রধান চালিকাশক্তি। আবার এই সময়েই গ্রাম বাংলার ঘরে ঘরে পুজো হয় ইতুলক্ষ্মীর। ইনি লৌকিক দেবী। কার্তিক মাসের সংক্রান্তি থেকে শুরু হয়ে গোটা অগ্রহায়ণ মাস জুড়েই চলে ইতুপুজো। সাধারণত সধবারা পরিবারের মঙ্গলকামনা এই পুজো করেন।
পুজো করেন কুমারীরাও। কোনও কোনও মতে বৈদিক ইন্দ্রপুজো বা সূর্যপুজোর সঙ্গেও সংযোগ আছে ইতুপুজোর। অনেকেরই একটা ধারণা আছে যে ভাদ্র, পৌষ এবং চৈত্র মাসে নাকি কোনও পুজোপাঠ হয় না। এগুলি ‘মল মাস’, অশুভ। কিন্তু শাস্ত্র বলছে, রাশিচক্রের সূক্ষ্ম বিচার না করে ‘অশুভ’ তকমা দেওয়া ঠিক নয়। দরকারে সব মাস, এমনকী সব দিন-ই শুভ সাব্যস্ত হতে পারে। সঠিক সময় নির্ধারণ করতে পারলে ও নিখুঁত শাস্ত্রজ্ঞান থাকলে প্রতিটি পুজো আমাদের ভাগ্যোন্নতির সহায়ক হতে পারে।
অগ্রহায়ণ মাসের পূজা পার্বণ একাদশীর উপবাস: ১০ অগ্রহায়ণ, ২৫ নভেম্বর, মঙ্গলবার। একাদশী তিথি শুরু- ৯ অগ্রহায়ণ, ২৫ নভেম্বর, সোমবার, মধ্যরাত ১টা ৩ মিনিট। একাদশী তিথি শেষ- ১০ অগ্রহায়ণ, ২৬ নভেম্বর, মঙ্গলবার, রাত ৩টে ৪৮ মিনিট।
অগ্রহায়ণ মাসের পূজা পার্বণ অমাবস্যার নিশি পালন: অমাবস্যা তিথি শুরু- ১৪ অগ্রহায়ণ, ৩০ নভেম্বর, শনিবার, সকাল ১০টা ৩১ মিনিট। অমাবস্যা তিথি শেষ- ১৫ অগ্রহায়ণ, ১ ডিসেম্বর, রবিবার, সকাল ১১টা ৫১ মিনিট।
অগ্রহায়ণ মাসের পূজা পার্বণ নবান্ন: ১৬ অগ্রহায়ণ, ২ ডিসেম্বর, সোমবার।
ষটপঞ্চমী ব্রত: পঞ্চমী তিথি শুরু- ১৯ অগ্রহায়ণ, ৫ ডিসেম্বর, বৃহস্পতিবার, সকাল ১২টা ৫১ মিনিট। পঞ্চমী তিথি শেষ- ২০ অগ্রহায়ণ, ৬ ডিসেম্বর, শুক্রবার, সকাল ১২টা ৮ মিনিট। ষটপঞ্চমী ব্রত। বিভা পঞ্চমী।
শ্রীমিত্র সপ্তমী ব্রত: সপ্তমী তিথি শুরু- ২১ অগ্রহায়ণ, ৭ ডিসেম্বর, শনিবার, সকাল ১১টা ৮ মিনিট। শ্রীমিত্র সপ্তমী ব্রত। শ্রী শ্রী সূর্য পূজা। সপ্তমী তিথি শেষ- ২২ অগ্রহায়ণ, ৮ ডিসেম্বর, রবিবার, সকাল ৯টা ৪৫ মিনিট।
মোক্ষদা একাদশীর উপবাস: একাদশী তিথি শুরু- ২৪ অগ্রহায়ণ, ১০ ডিসেম্বর, মঙ্গলবার, রাত ৩টে ৪৪ মিনিট। একাদশী তিথি শেষ- ২৫ অগ্রহায়ণ, ১১ ডিসেম্বর, বুধবার, রাত ১টা ১০ মিনিট। মোক্ষদা একাদশীর উপবাস। মৌনী একাদশী ( জৈন )।
পাষান চতুর্দশী ব্রত: চতুর্দশী তিথি শুরু- ২৭ অগ্রহায়ণ, ১৩ ডিসেম্বর, শুক্রবার, রাত ৭টা ৪২ মিনিট। প্রদোষে পাষাণ চতুর্দশী ব্রত চতুর্দশী তিথি শেষ- ২৮ অগ্রহায়ণ, ১৪ ডিসেম্বর, শনিবার, সন্ধ্যা ৪টে ৫৯ মিনিট।
পূর্ণিমা: পূর্ণিমা তিথি শুরু- ২৮ অগ্রহায়ণ, ১৪ ডিসেম্বর, শনিবার, সন্ধ্যা ৫টা। পূর্ণিমার নিশি পালন। পূর্ণিমা তিথি শেষ- ২৯ অগ্রহায়ণ, ১৫ ডিসেম্বর, রবিবার, সকাল ২টো ৩২ মিনিট।
শ্রীশ্রী ইতু পূজা সমাপন (বিসর্জন): ২৯ অগ্রহায়ণ, ১৫ ডিসেম্বর, রবিবার।
শ্রী শ্র সত্যনারায়ণ ব্রত
পূর্ণিমার ব্রতোপবাস
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হতে ক্লিক করুন Aaj Bangla হোয়াটস অ্যাপ চ্যানেলে।