মাথাভাঙ্গা ১ সমষ্টি উন্নয়ন ব্লক Mathabhanga-IBlock কোচবিহার জেলা মূলত নিম্ন ডুয়ার্স অঞ্চলে অবস্থিত। এবং জলঢাকা নদীকে প্রমাণ ধরে কোচবিহার সমতলভূমি কে পূর্ব এবং পশ্চিম দুটি ভাগে বিভক্ত করা হয়। পশ্চিম দিকে অবস্থিত সমতলভূমি অর্থাৎ Mathabhanga-IBlock মাথাভাঙ্গা ১ সমষ্টি উন্নয়ন ব্লক তুলনামূলকভাবে অধিক উচ্চতা বিশিষ্ট। এই ব্লকের নদ-নদীগুলি উত্তর থেকে দক্ষিণ-পূর্ব দিকে প্রবাহিত। নদী গুলি হল যথাক্রমে, জলঢাকা, সুটুঙ্গা, নেন্দা, মানসাই এবং ধরলা নদী। Mathabhanga-IBlock মাথাভাঙ্গা ১ সমষ্টি উন্নয়ন ব্লক এর উত্তর ও পূর্ব দিকে রয়েছে মাথাভাঙ্গা ২ সমষ্টি উন্নয়ন ব্লক, পশ্চিম দিকে রয়েছে মেখলিগঞ্জ সমষ্টি উন্নয়ন ব্লক, দক্ষিণ দিকে রয়েছে শীতলকুচি সমষ্টি উন্নয়ন ব্লক।
এছাড়াও আন্তর্জাতিকভাবে ব্লকটির দক্ষিণ পশ্চিম প্রান্তে রয়েছে বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা। Mathabhanga-IBlock মাথাভাঙ্গা ১ সমষ্টি উন্নয়ন ব্লকটির সর্বমোট গ্রামীণ ক্ষেত্রফল ৩০০. ৬১ বর্গকিলোমিটার৷ এখানে একটি পঞ্চায়েত সমিতি দশটি গ্রাম পঞ্চায়েত, ১৩৭ টি গ্রাম সংসদ, ১০২ টি মৌজা এবং ১০১ টি জনাধিষ্ঠিত গ্রাম রয়েছে। মাথাভাঙ্গা পুলিশ থানাটি এই ব্লকে পরিষেবা দান করে। মাথাভাঙ্গা ১ সমষ্টি উন্নয়ন ব্লকের গ্রাম পঞ্চায়েতগুলি হলো; বৈরাগীরহাট, গোপালপুর, হাজরাহাট ১ ও ২, জোড়পাটকি, কেদারহাট, কুর্শামারী, নয়ারহাট, পঞ্চগড় এবং শিকারপুর।
২০১১ খ্রিস্টাব্দের ভারতের জনগণনা অনুসারে মাথাভাঙ্গা ১ সমষ্টি উন্নয়ন ব্লকের মোট জনসংখ্যা ২,১৮,১৯১ জন, যার সমগ্রই গ্রামীণ৷ ব্লকটিতে ১,১২,৪৯৭ জন পুরুষ এবং ১,০৫,৬৯৪ জন মহিলা অর্থাৎ প্রতি হাজার পুরুষে ৯৪০ জন মহিলা থাকেন। ছয় বৎসর অনূর্ধ্ব শিশু সংখ্যা ৩০,০৮৭। ব্লকের ৬৮.৭৭ শতাংশ অর্থাৎ ১,৫০,০৫৭ জন তপশিলি জাতি এবং ০.০৬ শতাংশ অর্থাৎ ১৪০ জন তপশিলি উপজাতি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত।
২০১১ খ্রিস্টাব্দের জনগণনা অনুযায়ী মাথাভাঙ্গা ১ ব্লকে একটিও জনগণনা শহর না থাকলেও এই ব্লকে অবস্থিত চার হাজারেরও অধিক জনসংখ্যা বিশিষ্ট গ্রাম গুলি হল: জোড়শিমুলি (৪৯৮৪), ভোগরামগুড়ি (৭৬৪০), বুড়াবুড়ি (৪২২০), চেঙ্গারখাতা খাগড়িবাড়ী (৪৭৯২), ছোট কেশরীবাড়ী (৪৬৬৪), পানিগ্রাম (৮৫২২), গেন্দুগুড়ি (৪৪৪৫), ভাঙামোড় (৭২৫৯), অশোকবাড়ী প্রথমখণ্ড (৫৯৩৪), বড়ঘরিয়া গড়কুটা (৪৫৩১), কৌয়ারদাড়া (৪৫০৬), বাইশগুড়ি (৪৬৪২), পচ্ছগড় (৫৮০০), খাটেরবাড়ী (৮৪১৪) এবং জোড়পাটকি (৫৮৩৬)। ২০০১ খ্রিস্টাব্দে ব্লকটির জনসংখ্যা ছিল ১,৮৬,৬৮৩ জন। ২০০১ থেকে ২০১১ খ্রিস্টাব্দের মধ্যে মাথাভাঙ্গা ১ সমষ্টি উন্নয়ন ব্লকে জনসংখ্যা বৃদ্ধির হার ১৬.৮৮ শতাংশ।
সর্বশেষ ২০১১ খ্রিস্টাব্দের জনগণনা অনুসারে মাথাভাঙ্গা ১ সমষ্টি উন্নয়ন ব্লকে মোট সাক্ষর সংখ্যা ১৩৪,৫১৭ জন যা ব্লকটির ছয় বৎসরোর্ধ্ব জনসংখ্যার ৭১.৫১ শতাংশ, যেখানে পুরুষ সাক্ষরতার হার ৭৮.৮৩ শতাংশ অর্থাৎ ৭৬,৫০০ জন এবং নারী সাক্ষরতার হার ৬৩.৭১ শতাংশ অর্থাৎ ৫৮,০১৭ জন।
আরো পড়ুন পশ্চিমবঙ্গ জীবনী মন্দির দর্শন ইতিহাস জেলা শহর লোকসভা বিধানসভা পৌরসভা ব্লক থানা গ্রাম পঞ্চায়েত কালীপূজা যোগ ব্যায়াম পুজা পাঠ দুর্গাপুজো ব্রত কথা মিউচুয়াল ফান্ড জ্যোতিষশাস্ত্র ভ্রমণ বার্ষিক রাশিফল মাসিক রাশিফল সাপ্তাহিক রাশিফল আজকের রাশিফল চানক্যের নীতি বাংলাদেশ লক্ষ্মী পূজা টোটকা রেসিপি সম্পর্ক একাদশী ব্রত পড়াশোনা খবর ফ্যাশন টিপস