
Kurseong Assembly
কার্শিয়ং বিধানসভা কেন্দ্রটি (Kurseong Assembly Constituency) পশ্চিমবঙ্গ রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের মধ্যে একটি। এটি একটি সাধারণ বিভাগের বিধানসভা কেন্দ্র। এটি দার্জিলিং জেলায় অবস্থিত এবং দার্জিলিং সংসদ আসনের ৭টি বিধানসভা কেন্দ্রের মধ্যে একটি। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলার একটি অন্যতম বিধানসভা কেন্দ্র হল কার্শিয়াং বিধানসভা কেন্দ্র (Kurseong Assembly Constituency)। ৪ নং দার্জিলিং বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হল এই কার্শিয়াং বিধানসভা কেন্দ্রটি।
কার্শিয়ং বিধানসভায় তফসিলি জাতি ভোটার আনুমানিক ১৬,৩১৩ যা ২০১১ সালের আদমশুমারি অনুসারে প্রায় ৭.১৬%। কার্শিয়ং বিধানসভায় তফসিলি জাতি ভোটার আনুমানিক ৬৮,৩৫০ যা ২০১১ সালের আদমশুমারি অনুসারে প্রায় ৩০%। কার্শিয়ং বিধানসভায় মুসলিম ভোটার আনুমানিক ৭,৫১৮ যা ভোটার তালিকা বিশ্লেষণ অনুসারে প্রায় ৩.৩%। কার্শিয়ং বিধানসভায় গ্রামীণ ভোটার আনুমানিক ১৬২,৫৮২ যা ২০১১ সালের আদমশুমারি অনুসারে প্রায় ৭১.৩৬%। কার্শিয়ং বিধানসভায় নগর ভোটার আনুমানিক ৬৫,২৫১ জন, যা ২০১১ সালের আদমশুমারি অনুসারে প্রায় ২৮.৬৪%। ২০১৯ সালের সংসদ নির্বাচন অনুসারে কার্শিয়ং বিধানসভার মোট ভোটার – ২২৭৮৩৩। ২০১৯ সালের সংসদ নির্বাচন অনুসারে কার্শিয়ং বিধানসভার ভোটকেন্দ্রের সংখ্যা – ২৯২। ২০১৯ সালের সংসদ নির্বাচনে কার্শিয়ং বিধানসভার ভোটার উপস্থিতি – ৭৩.৮১%। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে কার্শিয়ং বিধানসভার ভোটার উপস্থিতি – ৭২.৮৯%।
কার্শিয়াং বিধানসভা আসনের জাত বা উপাধি বিশ্লেষণ রাই 37820 16.6% তমাং 33263 14.6% ছেত্রী 12758 5.6% গুরুং 12075 5.3% প্রধান 12075 5.3% থাপা 10252 4.5% সুব্বা 8215% 823752. লামা 5695 2.5% চেত্রী 5695 2.5% লেপচা 5012 2.2% শেরপা 4100 1.8% শর্মা 3873 1.7% লিম্বু 2506 1.1% ভুজেল 2050 0.9% কুমারী 2050 0.9% মাঙ্গার 1822 0.8% মাঙ্গার 1594 0.7% খাওয়াস 1366 0.6% কামি 1366 0.6% মুখিয়া 1366 0.6% সারকি 1366 0.6% B631616301666% 0.5% মোক্তান 1139 0.5% দেওয়ান 911 0.4% খাবাস 911 0.4% মুখিয়া 911 0.4% প্রসাদ 911 0.4%।
২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল – কার্শিয়ং বিধানসভা আসন বিষ্ণু প্রসাদ শর্মা (আলিয়াস বি.পি. বাজগাইন) বিজেপি ৭৩৪৭৫ ৪১.৮৬ তৃশিং লামা নির্দল ৫৭৯৬০ ৩৩.০২ নারবু লামা নির্দল ৩৩০৯৪ ১৮.৮৬ উত্তম ব্রাহ্মণ সিপিএম ২৫৪৫ ১.৪৫ নোটা নোটা ২৪১৭ ১.৩৮ । 2016 বিধানসভা নির্বাচনের ফলাফল – কার্সিয়ং বিধানসভা আসন রোহিত শর্মা গোজাম 86947 53.03 শান্তা ছেত্রী AITC 53221 32.46 অরুণ কুমার ঘটানি স্বাধীন 12219 7.46 NOTA NOTA 7426 4.53 ধুরবা দেওয়ান গোর্খা রাষ্ট্রীয় কংগ্রেস 4160 2.54। 2011 বিধানসভা নির্বাচনের ফলাফল – কার্সিয়ং বিধানসভা আসন রোহিত শর্মা গোজাম 114297 74.01 পেমু ছেত্রী জিএনএলএফ 21201 13.73 ভূপেন্দ্র লেপচা স্বাধীন 5963 3.87 শিব কুমার প্রধান ABGL 4463 2.89 ছাবি চন্দ্র রায় INC 4272 2.77 দীপা ছেত্রী সিপিএম 4253 2.76।
স্বাধীন ভারতের প্রথম নির্বাচন হয় ১৯৫১ সালে। জোড়া বাংলো কেন্দ্রটি একটি কার্শিয়াং-শিলিগুড়ি যৌথ আসন ছিল। ওই বছর জোড়া বাংলো বিধানসভা কেন্দ্র (Joda Bunglow Assembly Constituency) থেকে জয়ী হন নির্দলের শিব কুমার রাই এবং কার্শিয়াং-শিলিগুড়ি কেন্দ্র (Kurseong-Siliguri Assembly Constituency) থেকে যৌথভাবে জয়ী হন নির্দলের জর্জ মার্ভেট ও কংগ্রেসের তেনজিং ওয়াংডি। ১৯৫৭ সালে এবং ১৯৬২ সালে জোড়া বাংলো আসন থেকে পরপর দুবার জয়ী হন সিপিআই (এম) এর ভাদরা বাহাদুর হামাল। এরপর ১৯৬৭ সালে নির্দল প্রার্থী হিসেবে এই কেন্দ্র থেকে জয়ী হন নন্দলাল গুরুং এবং ১৯৬৯ সালে এই আসন থেকে আইজিএল প্রার্থী হিসেবে জয়ী হন নন্দলাল গুরুং। ১৯৭১ সালে জয়ী হন সিপিআই (এম) এর আনন্দ প্রসাদ পাঠক। ১৯৭২ সালে এই আসন থেকে জয়ী হন আইজিএলের নন্দলাল গুরুং।
১৯৭৭ সালে কার্শিয়াং বিধানসভা কেন্দ্রটি (Kurseong Assembly Constituency) বিদ্যমান ছিল না তবে পরে অস্তিত্বহীন হয়ে যায় জোর বাংলো বিধানসভা কেন্দ্রটি। ওই বছর কার্শিয়াং বিধানসভা কেন্দ্র থেকে সিপিআই (এম) এর আনন্দ পাঠককে পরাজিত করেই জয়ী হন কংগ্রেসের দয়া নরবুলা। ১৯৮২ সালে কংগ্রেসের দয়া নরবুলাকে এবং ১৯৮৭ সালে কংগ্রেসের এ. এন. প্রধানকে পরাজিত করেই জয়ী হন সিপিআই (এম) এর হারকা বাহাদুর রাই। ১৯৯১ সালে সিপিআই (এম) এর দয়া লামাকে পরাজিত করে জয়ী হন নির্দলের নর বাহাদুর ছেত্রী। ১৯৯৬, ২০০১ এবং ২০০৬ সালের রাজ্য বিধানসভা নির্বাচনে সিপিআই (এম) এর তুলসী ভট্টরাইকে গত দুই বছর পরাজিত করে এবং নিকটতম প্রতিদ্বন্দি নির্দল বা সিপিআরএমের বুদ্ধিমান রাইকে শেষ বছর পরাজিত করেই কেন্দ্র থেকে পরপর কার্শিয়াং বিধানসভা কেন্দ্র (Kurseong Assembly Constituency) থেকে জয়ী হন জিএনএলএফ এর শান্ত ছেত্রী। ২০১১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জিএনএলএফের পেমু ছেত্রীকে পরাজিত করে এই কেন্দ্র থেকে জয়ী হন জিজেএম এর রোহিত শর্মা।
১৯৫১ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত কার্শিয়াং বিধানসভা কেন্দ্রের নির্বাচনের তালিকা – ১৯৫১ সালে কার্শিয়াং-শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র (Kurseong-Siliguri Assembly Constituency) থেকে যৌথভাবে জয়ী হন ভারতীয় জাতীয় কংগ্রেসের তেনজিং ওংডি ও নির্দলের জর্জ মার্ভেট। অপরদিকে জোড়া বাংলো বিধানসভা কেন্দ্র (Joda Bunglow Assembly Constituency) থেকে জয়ী হন নির্দল বা অখিল ভারতীয় গোর্খা লিগের শিব কুমার রাই। ১৯৫৭ সালে জোড়া বাংলো বিধানসভা কেন্দ্র (Joda Bungalow Assembly Constituency) থেকে জয়ী হন ভারতের কমিউনিস্ট পার্টির ভাদ্রা বাহাদুর হামাল। ১৯৬২ সালে জোড়া বাংলো বিধানসভা কেন্দ্র (Joda Bungalow Assembly Constituency) থেকে জয়ী হন ভারতের কমিউনিস্ট পার্টির ভাদ্রা বাহাদুর হামাল।
১৯৬৭ সালে জোড়া বাংলো বিধানসভা কেন্দ্র (Joda Bungalow Assembly Constituency) থেকে জয়ী হন নির্দল বা অখিল ভারতীয় গোর্খা লিগের নন্দলাল গুরুং। ১৯৬৯ সালে জোড়া বাংলো বিধানসভা কেন্দ্র (Joda Bungalow Assembly Constituency) থেকে জয়ী হন নির্দল বা অখিল ভারতীয় গোর্খা লিগের নন্দলাল গুরুং। ১৯৭১ সালে জোড়া বাংলো বিধানসভা কেন্দ্র (Joda Bungalow Assembly Constituency) থেকে জয়ী হন ভারতের কমিউনিস্ট পার্টির আনন্দ প্রসাদ পাঠক। ১৯৭২ সালে জোড়া বাংলো বিধানসভা কেন্দ্র (Joda Bungalow Assembly Constituency) থেকে জয়ী হন নির্দল বা অখিল ভারতীয় গোর্খা লিগের নন্দলাল গুরুং। ১৯৭৭ সালের কার্শিয়াং বিধানসভা কেন্দ্র (Kurseong Assembly Constituency) থেকে জয়ী হন ভারতের জাতীয় কংগ্রেসের দয়া নারবুলা। ১৯৮২ সালে কার্শিয়াং বিধানসভা কেন্দ্র (Kurseong Assembly Constituency) থেকে জয়ী হন ভারতের কমিউনিস্ট পার্টির হরকা বাহাদুর রাই।
১৯৮৭ সালে কার্শিয়াং বিধানসভা কেন্দ্র (Kurseong Assembly Constituency) থেকে জয়ী হন ভারতের কমিউনিস্ট পার্টির হরকা বাহাদুর রাই। ১৯৯১ সালে কার্শিয়াং বিধানসভা কেন্দ্র (Kurseong Assembly Constituency) থেকে জয়ী হন নির্দল বা গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট এর নর বাহাদুর ছেত্রী। ১৯৯৬ সালে কার্শিয়াং বিধানসভা কেন্দ্র (Kurseong Assembly Constituency) থেকে জয়ী হন গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের শান্ত ছেত্রী। ২০০১ সালে কার্শিয়াং বিধানসভা কেন্দ্র (Kurseong Assembly Constituency) থেকে জয়ী হন গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের শান্ত ছেত্রী। ২০০৬ সালে কার্শিয়াং বিধানসভা কেন্দ্র (Kurseong Assembly Constituency) থেকে জয়ী হন গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের শান্ত ছেত্রী। ২০১১ সালে কার্শিয়াং বিধানসভা কেন্দ্র (Kurseong Assembly Constituency) থেকে জয়ী হন গোর্খা জনমুক্তি মোর্চার রোহিত শর্মা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হতে ক্লিক করুন Aaj Bangla হোয়াটস অ্যাপ চ্যানেলে।