
Darjeeling Assembly
দার্জিলিং বিধানসভা কেন্দ্রটি (Darjeeling Assembly Constituency) পশ্চিমবঙ্গ রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের মধ্যে একটি। এটি একটি সাধারণ বিভাগের বিধানসভা কেন্দ্র। এটি দার্জিলিং জেলায় অবস্থিত এবং দার্জিলিং সংসদ আসনের ৭টি বিধানসভা কেন্দ্রের মধ্যে একটি। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলার একটি উল্লেখযোগ্য বিধানসভা কেন্দ্র হল দার্জিলিং বিধানসভা কেন্দ্র (Darjeeling Assembly Constituency)। ৪ নং দার্জিলিং লোকসভা কেন্দ্রের অন্তর্গত হলো এই দার্জিলিং বিধানসভা কেন্দ্রটি (Darjeeling Assembly Constituency)।
দার্জিলিং বিধানসভায় তফসিলি জাতি ভোটার প্রায় ১৪,০৭৬ জন যা ২০১১ সালের আদমশুমারি অনুসারে প্রায় ৫.৯৯%। দার্জিলিং বিধানসভায় তফসিলি জাতি ভোটার প্রায় ৬২,২৯৮ জন যা ২০১১ সালের আদমশুমারি অনুসারে প্রায় ২৬.৫১%। দার্জিলিং বিধানসভায় মুসলিম ভোটার প্রায় ৮,২২৫ জন যা ভোটার তালিকা বিশ্লেষণ অনুসারে প্রায় ৩.৫%। দার্জিলিং বিধানসভায় গ্রামীণ ভোটার প্রায় ১২৬,৯৬৯ জন যা ২০১১ সালের আদমশুমারি অনুসারে প্রায় ৫৪.০৩%। দার্জিলিং বিধানসভায় নগর ভোটার আনুমানিক ১০৮,০২৮ জন, যা ২০১১ সালের আদমশুমারি অনুসারে প্রায় ৪৫.৯৭%। ২০১৯ সালের সংসদ নির্বাচন অনুসারে দার্জিলিং বিধানসভার মোট ভোটার – ২৩৪,৯৯৭ জন। ২০১৯ সালের সংসদ নির্বাচন অনুসারে দার্জিলিং বিধানসভার ভোটকেন্দ্রের সংখ্যা – ৩২১ জন। ২০১৯ সালের সংসদ নির্বাচনে দার্জিলিং বিধানসভায় ভোটার উপস্থিতি – ৬৮.৬৫%। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে দার্জিলিং বিধানসভায় ভোটার উপস্থিতি – ৬৭.১৩%।
দার্জিলিং বিধানসভা আসনের জাত বা উপাধি বিশ্লেষণ RAI 43004 18.3% তামাং 25144 10.7% গুরুং 13864 5.9% SUBBA 13394 5.7% ছেত্রী 11984 5.1% প্রধান 11279 4.8% থাপা 9634 4.1% শেরপা 9634 4.1% মুসলিম 8224 3.5% লিম্বু 6109 2.6% চেত্রী 5169 2.2% লেপচা 4229 1.8% শর্মা 4229 1.8% LAMA 3759 1.6% ভুটিয়া 3524 1.5% থামি 2819 1.2% গুপ্তা 2349 1% ভোটিয়া 1879 0.8% মুখিয়া 1879 0.8% বিশ্বকর্মা 1644 0.7% মুখিয়া 1409 0.6% KAMI 1174 0.5% প্রসাদ 1174 0.5% সার্কি 1174 0.5% মঙ্গার 939 0.4% DUKPA 939 0.4% আগরওয়াল 939 0.4% SERPA 939 0.4% তামাংগ 939 0.4% মাঙ্গার 939 0.4%।
২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল – দার্জিলিং বিধানসভা আসন নীরজ তামং জিম্বা বিজেপি ৬৮৯০৭ ৪০.৮৮ কেশব রাজ শর্মা নির্দল ৪৭৬৩১ ২৮.২৬ পেম্বা তৃশেরিং নির্দল ৩৮২৪০ ২২.৬৯ নোটা নোটা ২৫৪০ ১.৫১ গৌতম রাজ রায় সিপিএম ১৯১৩ ১.১৪। 2016 বিধানসভা নির্বাচনের ফলাফল – দার্জিলিং বিধানসভা আসন অমর সিং রাই গোজাম 95386 59.86 সারদা রায় সুব্বা AITC 45473 28.54 গোবিন্দ চেত্রী স্বাধীন 8982 5.64 NOTA NOTA 5817 3.65 অশোক কুমার লেপচা গোর্খা রাষ্ট্রীয় কংগ্রেস 3716 2.34। ২০১১ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল – দার্জিলিং বিধানসভা আসন ত্রিলোক কুমার দেওয়ান গোজাম ১২০৫৩২ ৭৮.৫২ বিম সুব্বা জিএনএলএফ ১৩৯৭৭ ৯.১১ ভারতী তামাং এবিজিএল ১১১৯৮ ৭.৩ কে.বি. ওয়াট্টার সিপিএম ৫৩৫৩ ৩.৪৯ নাহাকুল চন্দ্র ছেত্রী কংগ্রেস ২৪৬৩ ১.৬১।
স্বাধীন ভারতের প্রথম নির্বাচন হয় ১৯৫১ সালে। এবং সেই সালের নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়ী হন নির্দলের ডালবাহাদুর সিং গাহত্রজ। এরপর ১৯৫৭, ১৯৬২, ১৯৬৭, ১৯৬৯, ১৯৭১ এবং ১৯৭২ সালে পরপর একটানা ভাবে এই কেন্দ্র থেকে জয়লাভ করেন নির্দল বা এবিজিএল এর দেও প্রকাশ রাই। এরপর ১৯৭৭ সালে সিপিআই (এম) এর সদগোপাল লেপচাকে পরাজিত করে এই কেন্দ্র থেকে পুনরায় জয়ী হন নির্দল বা এবিজিএল এর দেও প্রকাশ রাই। ১৯৮২ সালে এবিজিএল এর জে. ডি. এস. রাইকে এবং ১৯৮৭ সালে নির্দলের পি. পি. রাইকে পরাজিত করে জয়ী হন সিপিআই (এম) এর দয়া লামা। ১৯৯১ সালে এবিজিএল এর জে. ডি. এস. রাইকে পুনরায় পরাজিত করে জয়ী হন নির্দলের নরেন্দ্র কুমাই।
১৯৯৬ সালে সিপিআই (এম) এর কমলা সংস্কৃত্যায়নকে পরাজিত করে জয়ী হন জিএনএলএফ এর নর বাহাদুর ছেত্রী। ২০০১ সালে নির্দল বা সিপিআরএম এর সাবান রাইকে পরাজিত করে জয়ী হন জিএনএলএফ এর ডি. কে. প্রধান। ২০০৬ সালের বিধানসভা নির্বাচনে কেন্দ্র থেকে নিকটতম প্রতিদ্বন্দ্বী দুর্বল বা এবিপিএল এর অমর লামাকে পরাজিত করে জয়ী হন জিএনএলএফ এর প্রণয় রাই। এরপর ২০১১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী জিএনএলএফ এর বিম সুব্বাকে পরাজিত করে জয়ী হন জিজেএম এর ত্রিলোক দেওয়ান। ২০১৬ সালের নির্বাচনে টিএমসি এর সারদা রাই সুব্বাকে পরাজিত করে জয়ী হন জি. জে. এম. এর অমর সিং রাই।
১৯৫১ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত দার্জিলিং বিধানসভা কেন্দ্রের নির্বাচনের তালিকা – ১৯৫১ সালে দার্জিলিং বিধানসভা কেন্দ্র (Darjeeling Assembly Constituency) থেকে জয়ী হন নির্দলের ডালবাহাদুর সিং গাহত্রজ। ১৯৫৭ সালে দার্জিলিং বিধানসভা কেন্দ্র (Darjeeling Assembly Constituency) থেকে জয়ী হন নির্দল বা অখিল ভারতীয় গোর্খা লিগের দেও প্রকাশ রাই। ১৯৬২ সালে দার্জিলিং বিধানসভা কেন্দ্র (Darjeeling Assembly Constituency) থেকে জয়ী হন নির্দল বা অখিল ভারতীয় গোর্খা লিগের দেও প্রকাশ রাই। ১৯৬৭ সালে দার্জিলিং বিধানসভা কেন্দ্র (Darjeeling Assembly Constituency) থেকে জয়ী হন নির্দল বা অখিল ভারতীয় গোর্খা লিগের দেও প্রকাশ রাই।
১৯৬৯ সালে দার্জিলিং বিধানসভা কেন্দ্র (Darjeeling Assembly Constituency) থেকে জয়ী হন নির্দল বা অখিল ভারতীয় গোর্খা লিগের দেও প্রকাশ রাই। ১৯৭১ সালে দার্জিলিং বিধানসভা কেন্দ্র (Darjeeling Assembly Constituency) থেকে জয়ী হন নির্দল বা অখিল ভারতীয় গোর্খা লিগের দেও প্রকাশ রাই। ১৯৭২ সালে দার্জিলিং বিধানসভা কেন্দ্র (Darjeeling Assembly Constituency) থেকে জয়ী হন নির্দল বা অখিল ভারতীয় গোর্খা লিগের দেও প্রকাশ রাই। ১৯৭৭ সালে দার্জিলিং বিধানসভা কেন্দ্র (Darjeeling Assembly Constituency) থেকে জয়ী হন নির্দল বা অখিল ভারতীয় গোর্খা লিগের দেও প্রকাশ রাই। ১৯৮২ সালে দার্জিলিং বিধানসভা কেন্দ্র (Darjeeling Assembly Constituency) থেকে জয়ী হন ভারতের কমিউনিস্ট পার্টির দয়া লামা।
১৯৮৭ সালে দার্জিলিং বিধানসভা কেন্দ্র (Darjeeling Assembly Constituency) থেকে জয়ী হন ভারতের কমিউনিস্ট পার্টির দয়া লামা। ১৯৯১ সালে দার্জিলিং বিধানসভা কেন্দ্র (Darjeeling Assembly Constituency) থেকে জয়ী হন নির্দল বা গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের নরেন্দ্র কুমাই। ১৯৯৬ সালে দার্জিলিং বিধানসভা কেন্দ্র (Darjeeling Assembly Constituency) থেকে জয়ী হন নির্দল বা গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের নর বাহাদুর ছেত্রী। ২০০১ সালে দার্জিলিং বিধানসভা কেন্দ্র (Darjeeling Assembly Constituency) থেকে জয়ী হন নির্দল বা গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের ডি. কে. প্রধান। ২০০৬ সালে দার্জিলিং বিধানসভা কেন্দ্র (Darjeeling Assembly Constituency) থেকে জয়ী হন নির্দল বা গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের প্রণয় রাই। ২০১১ সালে দার্জিলিং বিধানসভা কেন্দ্র (Darjeeling Assembly Constituency) থেকে জয়ী হন গোর্খা জনমুক্তি মোর্চার ত্রিলোক দেওয়ান।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হতে ক্লিক করুন Aaj Bangla হোয়াটস অ্যাপ চ্যানেলে।