কাটোয়ার Katwa প্রাচীন পুজোগুলির মধ্যে অষ্টধাতুর কাঁথেশ্বরী প্রতিমার পুজো অন্যতম। শ্রীখণ্ড গ্রামের বনেদি পরিবার বলে পরিচিত মজুমদার বাড়ির পারিবারিক Durga Puja পুজো এটি। এখনও নিষ্ঠার সঙ্গে দেবীর পুজো করেন মজুমদাররা। তাঁদের সঙ্গে যোগ দেন আপামর গ্রামবাসী। শ্রীখণ্ড গ্রামের কাঁথেশ্বরী দেবীর নামকরণের নেপথ্যে রয়েছে জনশ্রুতি।
কথিত আছে দস্যুদের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে দেবী নাকি নিজেই মাটির দেওয়ালের ভিতর ‘আশ্রয়’ নিয়েছিলেন। তারপর থেকে Katwa কাটোয়ার শ্রীখণ্ড গ্রামে ‘কাঁথেশ্বরী’ রূপে পূজিতা হয়ে আসছেন দেবী দুর্গা। স্থানীয়দের দাবি, প্রায় ৮০০ বছরের বেশি সময় ধরে শ্রীখণ্ড গ্রামে চলে আসছে কাঁথেশ্বরীর আরাধনা।
মজুমদার পরিবারে কাঁথেশ্বরীর নামকরণের কাহিনিও অভিনব। দুর্গার চিরাচরিত মাটি বা খড়ের প্রতিমার বদলে অষ্টধাতুতে গড়া মূর্তি। মহিষাসুর বা দুর্গার চার সন্তান নেই। বরং মূর্তির দু’পাশে সখী জয়া-বিজয়া। দেবীর বাঁ-হাতে উদ্যত খড়্গ, ডান হাত উন্মুক্ত প্রসারিত। পরিবারের প্রবীণ সদস্য দীপক মজুমদার জানিয়েছেন, একুশ প্রজন্ম আগে তাঁদের বংশের নরনাথ দাশশর্মা শ্রীখণ্ড গ্রামে দুর্গাপুজোর সূচনা করেন। তবে তাঁর আমলে কাঁথেশ্বরীর বদলে মৃন্ময়ী মূর্তির পুজো হত।
নরনাথের পাঁচ প্রজন্ম পরে দুর্জয় দাশশর্মাই প্রথম অষ্টধাতুর মূর্তি তৈরি করে দুর্গাপুজো শুরু করেন। সে মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছিল মাটির মন্দিরে। দীপক বলেন, ‘‘দুর্জয় দাশশর্মা পুজো শুরুর কয়েক বছর পর গ্রামে নৈরাজ্য দেখা দেয়। লুঠতরাজ শুরু করে দস্যুরা। সে সময় দস্যুদের হাত থেকে পরিবারের ধনসম্পদ রক্ষা করার জন্য মন্দিরগুলিকেই বেছে নেওয়া হয়েছিল।
পূর্বপুরুষদের মুখে শুনেছি, আমাদের মন্দিরে হামলা করতে এসে কোনও দেবীমূর্তি দেখতে পায়নি দস্যুরা। মূর্তি গায়েব দেখে সকলেই ভেবে নেন, দস্যুরাই তা লুঠ করেছে। পরে স্বপ্নাদেশে জানা যায়, মন্দিরের মাটির দেওয়ালে অধিষ্ঠান করছেন দেবী। স্বপ্নাদেশ পেয়ে সে দেওয়াল ভেঙে দেবীমূর্তি বার করা হয়। ‘কাঁথ’ শব্দের অর্থ দেওয়াল। সেই সময় থেকেই এ পরিবারে দেবীর নামকরণ ‘কাঁথেশ্বরী’।’’ শ্রীখণ্ড গ্রামে চার দিন ধরে ধুমধাম করেই পুজোপাঠ চলে। পরিবারের আর এক সদস্যা শ্যামা মজুমদার বলেন, ‘‘আমাদের পদবী আসলে দাশশৰ্মা। উপাধি পেয়ে মজুমদার হয়েছি। তবে পদবী বদলালেও পুজোর পদ্ধতিতে এতটুকুও বদল ঘটেনি।’’
আরো পড়ুন পশ্চিমবঙ্গ জীবনী মন্দির দর্শন ইতিহাস জেলা শহর লোকসভা বিধানসভা পৌরসভা ব্লক থানা গ্রাম পঞ্চায়েত কালীপূজা যোগ ব্যায়াম পুজা পাঠ দুর্গাপুজো ব্রত কথা মিউচুয়াল ফান্ড জ্যোতিষশাস্ত্র ভ্রমণ বার্ষিক রাশিফল মাসিক রাশিফল সাপ্তাহিক রাশিফল আজকের রাশিফল চানক্যের নীতি বাংলাদেশ লক্ষ্মী পূজা টোটকা রেসিপি সম্পর্ক একাদশী ব্রত পড়াশোনা খবর ফ্যাশন টিপস