অস্ট্রেলিয়ায় রোহিত শর্মা, দলের সঙ্গে কবে যোগ দিচ্ছেন অধিনায়ক । দ্বিতীয় সন্তানের জন্ম হয়েছে রোহিত শর্মার। সেই সময় স্ত্রী রীতিকার সঙ্গে থাকার জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে খেলছেন না তিনি। শুক্রবার, ২২ নভেম্বর থেকে পার্থে শুরু প্রথম টেস্ট। রোহিত না থাকায় ভারতকে নেতৃত্ব দেবেন যশপ্রীত বুমরা। প্রথম টেস্টে খেলতে না পারলেও সেই টেস্ট চলাকালীনই অস্ট্রেলিয়া যাচ্ছেন রোহিত।
২৪ নভেম্বর, রবিবার, দলের সঙ্গে যোগ দিচ্ছেন রোহিত শর্মা । ক্রিকেট ওয়েবসাইট ‘ক্রিকবাজ়’ এ কথা জানিয়েছে। নিউ জ়িল্যান্ড সিরিজ় শেষে রোহিত জানিয়েছিলেন, পার্থে প্রথম টেস্টে তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তার পরেই জানা যায়, দ্বিতীয় বার সন্তান হবে তাঁর। গত শুক্রবার সন্তান হয়েছে রোহিতের।
তার পরে এই জল্পনাও শুরু হয়েছিল যে প্রথম টেস্টের আগেই হয়তো রোহিত অস্ট্রেলিয়া চলে যাবেন। কারণ, তখনও সাত দিন সময় ছিল। কিন্তু রোহিত যাননি। ৯ থেকে ১১ নভেম্বর তিন ধাপে অস্ট্রেলিয়া গিয়েছেন ভারতীয় ক্রিকেটারেরা। বিরাট কোহলি অবশ্য স্ত্রী-সন্তানদের নিয়ে তার আগেই সেখানে চলে গিয়েছেন। সেখানে গিয়ে কঠোর অনুশীলন করেছে ভারতীয় দল।
নিজেদের মধ্যেই প্রস্তুতি ম্যাচ খেলেছে তারা। শুধু রোহিত নন, প্রথম টেস্টে শুভমন গিলকেও পাবে না ভারত। তাঁর বাঁহাতের বুড়ো আঙুলে চিড় ধরেছে। ফলে প্রথম টেস্টে লোকেশ রাহুলের ওপেন করার কথা। তিন নম্বরে সুযোগ পেতে পারেন দেবদত্ত পড়িক্কল। পেসার মহম্মদ শামির অস্ট্রেলিয়া যাওয়া নিয়েও জল্পনা চলছে। সবে মাঠে ফিরেছেন তিনি। জানা গিয়েছে, সিরিজ়ের শেষ দিকে অস্ট্রেলিয়ায় যেতে পারেন তিনি।