
Ganesha Ashtottara Shatanama in Bengali
গণেশ অষ্টোত্তর শতনামা Ganesha Ashtottara Shatanama in Bengali শ্রী গণেশ জি হিন্দুধর্মে প্রথম উপাসক হিসাবে পূজনীয়। প্রতিটি গুরুত্বপূর্ণ কাজের শুরুতে বিঘ্নহর্তার আশীর্বাদ নেওয়া একটি দীর্ঘ দিনের ঐতিহ্য। ভগবান শিব এবং মা পার্বতীর পুত্র হিসাবে, গণেশ জি ঋদ্ধি সিদ্ধির দাতা হিসাবে পরিচিত। গণেশ জির আশীর্বাদ ছাড়া সম্পদ আসতে পারে, কিন্তু প্রকৃত সুখ ও সমৃদ্ধি অধরা থেকে যায়। বিঘ্নহর্তা হিসাবে, গণেশ জি আমাদের সমস্ত কাজ সফলভাবে এবং আনন্দের সাথে সম্পন্ন হয়েছে তা নিশ্চিত করে বাধা থেকে আমাদের রক্ষা করেন। যে কোনও কাজে সমৃদ্ধি তথা সিদ্ধি দান করেন গণেশ। এ ছাড়াও বুদ্ধিভ্রষ্ট মানুষকে বুদ্ধি দান করেন তিনি। তাই গণেশ চতুর্থীর পূজা উপলক্ষে ভগবানের আরাধনার সঙ্গে সঙ্গে উদযাপন করা হয় সুখ ও সমৃদ্ধিকেও। বাড়িতে গণেশ পূজা করলে সেখানে সুখ, শান্তি যেমন বজায় থাকে, তেমনই প্রবেশ করতে পারে না বিপদও।
গণেশ অষ্টোত্তর শতনামা Ganesha Ashtottara Shatanama in Bengali
ওঁ গজাননায় নমঃ ওঁ গণাধ্যক্ষায় নমঃ ওঁ বিঘারাজায় নমঃ ওঁ বিনায়কায় নমঃ ওঁ দ্ত্বেমাতুরায় নমঃ ওঁ দ্বিমুখায় নমঃ ওঁ প্রমুখায় নমঃ ওঁ সুমুখায় নমঃ ওঁ কৃতিনে নমঃ ওঁ সুপ্রদীপায় নমঃ || ১০ ||
ওঁ সুখনিধয়ে নমঃ ওঁ সুরাধ্যক্ষায় নমঃ ওঁ সুরারিঘায় নমঃ ওঁ মহাগণপতয়ে নমঃ ওঁ মান্যায় নমঃ ওঁ মহাকালায় নমঃ ওঁ মহাবলায় নমঃ ওঁ হেরম্বায় নমঃ ওঁ লম্বজঠরায় নমঃ ওঁ হ্রস্বগ্রীবায় নমঃ || ২০ ||
ওঁ মহোদরায় নমঃ ওঁ মদোৎকটায় নমঃ ওঁ মহাবীরায় নমঃ ওঁ মন্ত্রিণে নমঃ ওঁ মঙ্গল় স্বরায় নমঃ ওঁ প্রমধায় নমঃ ওঁ প্রথমায় নমঃ ওঁ প্রাজ্ঞায় নমঃ ওঁ বিঘ্নকর্ত্রে নমঃ ওঁ বিঘ্নহন্ত্রে নমঃ || ৩০ ||
ওঁ বিশ্বনেত্রে নমঃ ওঁ বিরাট্পতয়ে নমঃ ওঁ শ্রীপতয়ে নমঃ ওঁ বাক্পতয়ে নমঃ ওঁ শৃঙ্গারিণে নমঃ ওঁ আশ্রিত বৎসলায় নমঃ ওঁ শিবপ্রিয়ায় নমঃ ওঁ শীঘকারিণে নমঃ ওঁ শাশ্বতায় নমঃ ওঁ বলায় নমঃ || ৪০ ||
ওঁ বলোত্থিতায় নমঃ ওঁ ভবাত্মজায় নমঃ ওঁ পুরাণ পুরুষায় নমঃ ওঁ পূষ্ণে নমঃ ওঁ পুষ্করোৎষিপ্ত বারিণে নমঃ ওঁ অগ্রগণ্যায় নমঃ ওঁ অগ্রপূজ্যায় নমঃ ওঁ অগ্রগামিনে নমঃ ওঁ মন্ত্রকৃতে নমঃ ওঁ চামীকর প্রভায় নমঃ || ৫০ ||
ওঁ সর্বায় নমঃ ওঁ সর্বোপাস্যায় নমঃ ওঁ সর্ব কর্ত্রে নমঃ ওঁ সর্বনেত্রে নমঃ ওঁ সর্বসিধ্ধি প্রদায় নমঃ ওঁ সর্ব সিদ্ধয়ে নমঃ ওঁ পঞ্চহস্তায় নমঃ ওঁ পার্বতীনন্দনায় নমঃ ওঁ প্রভবে নমঃ ওঁ কুমার গুরবে নমঃ || ৬০ ||
ওঁ অক্ষোভ্যায় নমঃ ওঁ কুঞ্জরাসুর ভঞ্জনায় নমঃ ওঁ প্রমোদায় নমঃ ওঁ মোদকপ্রিয়ায় নমঃ ওঁ কান্তিমতে নমঃ ওঁ ধৃতিমতে নমঃ ওঁ কামিনে নমঃ ওঁ কপিত্থবনপ্রিয়ায় নমঃ ওঁ ব্রহ্মচারিণে নমঃ ওঁ ব্রহ্মরূপিণে নমঃ || ৭০ ||
ওঁ ব্রহ্মবিদ্যাদি দানভুবে নমঃ ওঁ জিষ্ণবে নমঃ ওঁ বিষ্ণুপ্রিয়ায় নমঃ ওঁ ভক্ত জীবিতায় নমঃ ওঁ জিত মন্মথায় নমঃ ওঁ ঐশ্বর্য কারণায় নমঃ ওঁ জ্যায়সে নমঃ ওঁ যক্ষকিন্নের সেবিতায় নমঃ ওঁ গঙ্গা সুতায় নমঃ ওঁ গণাধীশায় নমঃ || ৮০ ||
ওঁ গম্ভীর নিনদায় নমঃ ওঁ বটবে নমঃ ওঁ অভীষ্ট বরদায়িনে নমঃ ওঁ জ্যোতিষে নমঃ ওঁ ভক্ত নিধয়ে নমঃ ওঁ ভাবগম্যায় নমঃ ওঁ মঙ্গল় প্রদায় নমঃ ওঁ অব্বক্তায় নমঃ ওঁ অপ্রাকৃত পরাক্রমায় নমঃ ওঁ সত্যধর্মিণে নমঃ || ৯০ ||
ওঁ সখয়ে নমঃ ওঁ সরসাম্বু নিধয়ে নমঃ ওঁ মহেশায় নমঃ ওঁ দিব্যাঙ্গায় নমঃ ওঁ মণিকিঙ্কিণী মেখালায় নমঃ ওঁ সমস্তদেবতা মূর্তয়ে নমঃ ওঁ সহিষ্ণবে নমঃ ওঁ সততোত্থিতায় নমঃ ওঁ বিঘ্ত কারিণে নমঃ ওঁ বিশ্বগ্দৃশে নমঃ || ১০০ ||
ওঁ বিশ্বরক্ষাকৃতে নমঃ ওঁ কল়্যাণ গুরবে নমঃ ওঁ উন্মত্ত বেষায় নমঃ ওঁ অপরাজিতে নমঃ ওঁ সমস্ত জগদাধারায় নমঃ ওঁ সর্ত্বেশ্বর্যপ্রদায় নমঃ ওঁ আক্রান্ত চিদচিৎপ্রভবে নমঃ ওঁ শ্রী বিঘ্নেশ্বরায় নমঃ || ১০৮ ||
ইতি শ্রী গণেশ অষ্টোত্তর শতনামাবল়ি সম্পূর্ণং