
Suvendu Adhikari
বুধবার বিকেলে মুরলীধর সেন লেনে সাংবাদিক বৈঠক করেন বিরোধী দলনেতা Suvendu Adhikari শুভেন্দু অধিকারী। রাজ্যে ওবিসি শংসাপত্র পদ্ধতি মেনে দেওয়া হয়নি, এই অভিযোগ তুলে প্রথমে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয়েছিল। ২০২৪ সালের ২২ মে বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ ২০১০ সালের পর থেকে তৈরি সব ওবিসি শংসাপত্র বাতিল করে দেয়। হাই কোর্টের নির্দেশে প্রায় ১২ লক্ষ শংসাপত্র অকেজো হয়ে যায়।
উচ্চ আদালতের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। তবে সে মামলার রায় আসার আগে রাজ্যই আবার সুপ্রিম কোর্টকে জানায় যে, ওবিসি তালিকা নতুন করে যাচাই করতে রাজ্য সরকার ফের সমীক্ষা শুরু করছে। সেই সমীক্ষার জন্য রাজ্য তিন মাস সময় চায়। শীর্ষ আদালত সে সময় দিয়েছে। কিন্তু নতুন করে রাজ্যে সমীক্ষা শুরুর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে আবেদনও জমা পড়ে গিয়েছে। মামলাকারী আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ২০১০ সালের পরে তৈরি রাজ্যের সব ওবিসি শংসাপত্র বাতিল করেছে হাই কোর্ট। সুপ্রিম কোর্ট ওই নির্দেশের উপর কোনও স্থগিতাদেশ দেয়নি।
এই অবস্থায় নতুন করে ওবিসি চিহ্নিত করতে রাজ্য নতুন সমীক্ষা শুরু করতে পারে না বলে মামলাকারী আইনজীবীর মত। এই বিষয়ে দ্রুত শুনানির আর্জি জানান তিনি। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এ বিষয়ে মামলা দায়ের করার অনুমতি দেয়। প্রধান বিচারপতি জানান, দ্রুত শুনানির আবেদন বিবেচনা করা হবে। সেই মামলাতেই এ বার বিজেপির ওবিসি মোর্চাও যুক্ত হতে চাইছে।
Suvendu Adhikari শুভেন্দুর কথায়, ‘‘অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের সচিবের নির্দেশে এ সব হয়েছে। কোনও লিখিত নির্দেশ পাঠানো হয়নি। মুখে মুখে নির্দেশ দিয়ে সমীক্ষা শুরু করা হয়েছে।’’ সাংবাদিক বৈঠকে Suvendu Adhikari শুভেন্দু একটি ভিডিয়ো দেখান। সেই ভিডিয়োয় দু’জনের মধ্যে কথোপকথন দেখা গিয়েছে। ভিডিয়োতে এক জনকে নন্দীগ্রাম-১ পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে এবং অন্য জনকে সেখানকার বিডিও হিসেবে দাবি করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে চিহ্নিত ব্যক্তি সমীক্ষার বিষয়ে ‘লিখিত নির্দেশ’ দেখতে চাইছেন। বিডিও হিসেবে চিহ্নিত ব্যক্তি জানাচ্ছেন, কোনও লিখিত নির্দেশ তাঁর কাছে নেই। অনগ্রসর কল্যাণ দফতর থেকে তাঁকে মৌখিক ভাবে বলা হয়েছে এই সমীক্ষা শুরু করতে। এ কথা শুনে প্রথম ব্যক্তি সমীক্ষা বন্ধ করে দিতে বলছেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হতে ক্লিক করুন Aaj Bangla হোয়াটস অ্যাপ চ্যানেলে।