শনিবার সন্ধেবেলা বিশ্বজুড়ে সমস্যায় পড়লেন ‘এক্স’ প্ল্যাটফর্ম ব্যবহারকারীরা। মোবাইল ফোনের পাশাপাশি ওয়েব প্ল্যাটফর্মেও সমস্যা দেখা যায়। অন্যান্য দেশের পাশাপাশি ভারতেও এই সমস্যা দেখা যায়। ‘এক্স’ হ্যান্ডলে সমস্যা দেখা দেওয়ায় অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ক্ষোভ উগরে দেন অনেকে।
‘এক্স’ হ্যান্ডলে সমস্যা তৈরি হওয়ায় সবাই বিরক্ত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ‘এক্স’ প্ল্যাটফর্মের সমস্যা পুরোপুরি মেটেনি। ইলন মাস্কের মালিকানাধীন সংস্থার পক্ষ থেকে এখনও পর্যন্ত এই সমস্যার বিষয়ে কিছু জানানো হয়নি। কতক্ষণের মধ্যে এই সমস্যা মেটানো সম্ভব হবে, সে বিষয়েও কিছু জানানো হয়নি।