নদীয়া জেলার গ্রাম ও পঞ্চায়েত nadia district all village list নদীয়া জেলা চারটি মহকুমায় বিভক্ত। যথা, কৃষ্ণনগর সদর, রানাঘাট, কল্যাণী ও তেহট্ট। কৃষ্ণনগর সদর জেলা সদর। কৃষ্ণনগর সদর সাব ডিভিশন চারটি মহকুমার মধ্যে সবচেয়ে বড় এবং কল্যাণী সবচেয়ে ছোট। জেলার ১৮ টি উন্নয়ন ব্লক রয়েছে যার মধ্যে ৭ টি কৃষ্ণনগর সদর মহকুমায়, ৪ টি রানাঘাট মহকুমা বিভাগে, ৩ টি কল্যাণী মহকুমা বিভাগে এবং বাকি ৪ টি তেহট্ট মহকুমা বিভাগে রয়েছে।
এলাকা ১২,৮০৫ বর্গ কিমি রাজস্ব বিভাগের সংখ্যা ৭ পূর্ববর্তী তালুকের সংখ্যা ১৯ রাজস্ব মন্ডলের সংখ্যা ৬৪ (৬২ গ্রামীণ + ২ শহুরে) মন্ডল প্রজা পরিষদের সংখ্যা ৬২ গ্রাম পঞ্চায়েতের সংখ্যা ১০৬৯ পৌরসভার সংখ্যা ৭ পৌর কর্পোরেশনের সংখ্যা ২ আদমশুমারির সংখ্যা ১৪ গ্রামের সংখ্যা ১৬৮১
কালীগঞ্জ ব্লকের গ্রাম পঞ্চায়েতের নাম nadia district all village list বড়চাঁদঘর, হাটগাছা, মীরা-১, পালিতবেগিয়া, দেবগ্রাম, জুরানপুর, মীরা-২, পানিঘাটা, ফরিদপুর, কালিগঞ্জ, পলাশী-১, রাজারামপুর ঘোড়াইক্ষেত্র, গোবরা, মাটিয়ারী এবং পলাশী-২
নাকাশিপাড়া ব্লকের গ্রাম পঞ্চায়েতের নাম nadia district all village list বেথুয়াদহরি-১, বিল্বগ্রাম, ধর্মদা, মুরাগাছা, বেথুয়াদহরি-২, বীরপুর-১, দোগাছিয়া, নাকাসিপাড়া, বিক্রমপুর, বীরপুর-২, হারানগর, পাটিকাবাড়ি, বিলকুমারী, ধনঞ্জয়পুর এবং মাঝেরগ্রাম
চাপড়া ব্লকের গ্রাম পঞ্চায়েতের নাম nadia district all village list চাপড়া-১, হৃদয়পুর, পিপরাগাছি, বাগবেড়িয়া, হাতিশালা-১, কলিঙ্গা, বৃত্তিহুদা, হাতিশালা-২, মহতপুর, চাপড়া-২, হাটখোলা এবং মহেশপুর
কৃষ্ণগঞ্জ ব্লকের গ্রাম পঞ্চায়েতের নাম nadia district all village list ভজনঘাট টুঙ্গি, জয়ঘাটা, মাটিয়ারী, তালদহ মাজদিয়া, গোবিন্দপুর, কৃষ্ণগঞ্জ ও শিবনিবাস
কৃষ্ণনগর I ব্লকের গ্রাম পঞ্চায়েতের নাম nadia district all village list আসাননগর, ভাতজংলা, দিগনগর, জোয়ানিয়া, ভালুকা, ভীমপুর, দোগাছি, পোড়াগাছা, ভান্ডারখোলা, চকদিলনগর, দয়াপাড়া ও রুইপুকুর
কৃষ্ণনগর II ব্লকের গ্রাম পঞ্চায়েতের নাম বেলপুকুর, ধুবুলিয়া-I, নওপাড়া-I, সাধনপাড়া-I, ধুবুলিয়া-II, নওপাড়া-II এবং সাধনপাড়া-II
নবদ্বীপ ব্লকের গ্রাম পঞ্চায়েতের নাম বাবলরী, মহিশুরা, মায়াপুর বামনপুকুর-১, চরমজদিয়া চরব্রহ্মনগর, মাজদিয়া পানসিলা, মায়াপুর বামনপুকুর-২, স্বরূপগঞ্জ ও ফকিরডাঙ্গা ঘোলাপাড়া
রানাঘাট I ব্লকের গ্রাম পঞ্চায়েতের নাম আনুলিয়া, কালিনারায়ণপুর পাহাড়পুর, নওপাড়া মাসুন্দা, রামনগর-১, বারাসত, পায়রাডাঙ্গা,তারাপুর, হাবিবপুর, খিসমা এবং রামনগর-২
রানাঘাট II ব্লকের গ্রাম পঞ্চায়েতের নাম অনিষমলী, বৈদ্যপুর-১, কমলপুর, রঘুনাথপুর হিজুলি-১, আড়ংঘাটা, দেবগ্রাম, মাঝেরগ্রাম, বাহিরগাছি, দত্তফুলিয়া, নোকারি, রঘুনাথপুর হিজুলি-II, বৈদ্যপুর-II, যুগলকিশোর এবং শ্যামনগর ।
শান্তিপুর ব্লকের গ্রাম পঞ্চায়েতের নাম আরবান্দি-১, বাগানচড়া, ফুলিয়া টাউনশিপ, নাবলা, আরবান্দি-২, বেলগরিয়া-১, গয়েশপুর, বাবলা, বেলগরিয়া-২ এবং হরিপুর
হাঁসখালি ব্লকের গ্রাম পঞ্চায়েতের নাম বগুলা-১, বেতনা গোবিন্দপুর, মামজোন, রামনগর বড়চুপ্রিয়া-I, বগুলা-II, দক্ষিণপাড়া-I, ময়ুরহাট-I, বাটকুল্লা-I, দক্ষিণপাড়া-II, ময়ুরহাট-II, রামনগর বড়চুপ্রিয়া-II, বাটকুল্লা-II এবং গাজনা।
কল্যাণী ব্লকের গ্রাম পঞ্চায়েতের নাম সগুনা, মদনপুর-১, মদনপুর-২, চান্দুরিয়া-২, সিমুরালি, কাঁচরাপাড়া, সরটি
চাকদহ ব্লকের গ্রাম পঞ্চায়েতের নাম চান্দুরিয়া-১, দেউলী, দুবরা, ঘেটুগাছি, হিংনারা, সিলিন্দা-১, সিলিন্দা-২, তাতলা-১, তাতলা-২ এবং রাউতারী
হরিণঘাটা ব্লকের গ্রাম পঞ্চায়েতের নাম বিরোহী-I, হরিণঘাটা-I, কাস্তোডাঙ্গা-II, নাগারুখরা-I, বিরোহী-II, হরিণঘাটা-II, মোল্লাবেলিয়া, ফতেপুর, কাস্তোডাঙ্গা-I এবং নাগারুখরা-II
করিমপুর I ব্লকের গ্রাম পঞ্চায়েতের নাম হরেকৃষ্ণপুর, জামশেরপুর, করিমপুর-১, পিপুলবাড়িয়া, হোগলবাড়িয়া, করিমপুর-২, মধুগাড়ি ও শিকারপুর
করিমপুর II ব্লকের গ্রাম পঞ্চায়েতের নাম ধোড়দহ-১, মুরুটিয়া, নারায়ণপুর-১, রহমতপুর, ধোড়দহ-২, নন্দনপুর, নাটিডাঙ্গা-১, দীঘল কান্দি, নারায়ণপুর-২ এবং নাটিডাঙ্গা-২
তেহট্ট I ব্লকের গ্রাম পঞ্চায়েতের নাম বেতাই-I, ছিটকা, পাথরঘাটা-I, শ্যামনগর, বেতাই-II, কানাইনগর, পাথরঘাটা-II, তেহাট্টা, চান্দেরঘাট, নাটনা এবং রঘুনাথপুর
তেহট্ট II ব্লকের গ্রাম পঞ্চায়েতের নাম বারনিয়া, হাঁসপুকুরিয়া, পালসুন্দা-১, সাহেবনগর, গোপীনাথপুর, পলাসীপাড়া এবং পালসুন্দা-২