
Kalyani AIIMS Heart Treatment
Kalyani AIIMS Heart Treatment কল্যাণী অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস বা এইমস-এ এবার থেকে কার্ডিয়াক সংক্রান্ত পরিষেবাও মিলবে।Kalyani AIIMS Heart Treatment মঙ্গলবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি এখানে তিনটি পরিষেবার উদ্বোধন করেছেন। এর মধ্যে রয়েছে কার্ডিয়াক ক্যাথ ল্যাব, হার্ট-লাং মেশিন ও প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র। প্রথম দু’টি একেবারেই হার্টের চিকিৎসার জন্য। কিন্তু সাধারণ মানুষ এই পরিষেবা কীভাবে পাবেন? এই প্রতিবেদনে তারই উত্তর খোঁজার পালা।
জেনে নিই ক্যাথ ল্যাবের ভূমিকা কোনও রোগীর হার্টের সমস্যা থাকলে ক্যাথ ল্যাবে নানা পরীক্ষানিরীক্ষা ও চিকিৎসা করানো হয়। সার্জারিও হয় ক্যাথ ল্যাবে। অ্যাঞ্জিওগ্রাম, অ্যাঞ্জিওপ্লাস্টি, পেসমেকার বসানোর মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়া ক্যাথ ল্যাবে করানো হয়।
হার্ট-লাং মেশিনে কী হয়? হার্ট পাম্পের ক্ষেত্রে হার্ট-লাং মেশিন কাজে লাগে। একে কার্ডিওপালমোনারি বাইপাস মেশিনও বলা হয়। ওপেন হার্ট সার্জারি বা এ ধরনের প্রক্রিয়ার ক্ষেত্রে এই মেশিন ব্যবহার করা হয়।
কল্যাণী এইমসে এই পরিষেবা পাওয়ার কী নিয়ম? আলাদা কোনও নিয়ম নেই। এইমস-এ সাধারণ রোগী যেভাবে ১০ টাকার টিকিট কেটে নাম লেখান, আউটডোরে ডাক্তার দেখান, সেভাবেই হার্টের রোগীও ডাক্তার দেখাবেন। সেই চিকিৎসকই যা পরামর্শ দেওয়ার দেবেন। তিনিই বলে দেবেন, কোথায় কবে কখন কোন পরীক্ষানিরীক্ষা হবে।
বিনামূল্যে এই পরিষেবা পাওয়া যাবে? Kalyani AIIMS Heart Treatment কল্যাণী এইমস-এর জনসংযোগ আধিকারিক সুকান্ত সরকার জানান, নিখরচায় এই পরিষেবা মিলবে না। তবে বাইরে ক্যাথ ল্যাবে রোগীকে নেওয়া হলে বা হার্ট-লাং মেশিনের ব্যবহার হলে যে টাকা গুনতে হয়, তার তুলনায় অনেকটাই কম খরচ হবে কল্যাণী এইমস-এ।
চিকিৎসক সুকান্ত সরকারের কথায়, ‘ধরুন, বাজারে এই চিকিৎসার জন্য ৩০০ টাকা খরচ। এখানে হয়ত সেটা ৬০ থেকে ৮০ টাকায় হবে। তবে একেবারে বিনামূল্যে সম্ভব নয়। এখানে স্বাভাবিকভাবে বাইপাস সার্জারি, ভালভ প্রতিস্থাপন, হার্টে কারও ফুটো থাকলে বা স্টেন্ট বসানোর মতো সবকিছুই করা যাবে। তবে যেহেতু সবে উদ্বোধন হয়েছে তাই বহু মেশিন আনা হলেও আরও কিনতেও হবে।’
এখনই ১০০ শতাংশ পরিষেবা না পাওয়া গেলেও ৭০ থেকে ৮০ শতাংশ পরিষেবা পাবেন রোগী। সুকান্ত সরকার এও জানান, তাঁদের লোকবল এখনও কম। তবে নতুন যন্ত্রপাতি আসছে। অন্যান্য পরিকাঠামোও জোর কদমে উন্নত করা হচ্ছে। আগামিদিনে কল্যাণী এইমস চিকিৎসা ক্ষেত্রে নয়া দিগন্ত খুলে দেবে বলে বিশ্বাসী তিনি।
আরো পড়ুন পশ্চিমবঙ্গ জীবনী মন্দির দর্শন ইতিহাস জেলা শহর লোকসভা বিধানসভা পৌরসভা ব্লক থানা গ্রাম পঞ্চায়েত কালীপূজা যোগ ব্যায়াম পুজা পাঠ দুর্গাপুজো ব্রত কথা মিউচুয়াল ফান্ড জ্যোতিষশাস্ত্র ভ্রমণ বার্ষিক রাশিফল মাসিক রাশিফল সাপ্তাহিক রাশিফল আজকের রাশিফল চানক্যের নীতি বাংলাদেশ লক্ষ্মী পূজা টোটকা রেসিপি সম্পর্ক একাদশী ব্রত পড়াশোনা খবর ফ্যাশন টিপস