US Presidential Election 2024 মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের এখন পর্যন্ত পাওয়া ফলাফলে রিপাবলিকান পার্টির প্রার্থী Donald Trump ডোনাল্ড ট্রাম্প ২১২টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগণনা চলছে। রিপাবলিকান প্রার্থী Donald Trump ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট কমলা হ্যারিসের হাড্ডাহাড্ডি লড়াই দিয়ে শুরু হয় নির্বাচন। তবে গণনা যত এগোচ্ছে প্রাথমিক প্রবণতায় ততই কমলাকে পিছনে ফেলছেন ট্রাম্প।
তা হলে কি বুথফেরত সমীক্ষাকে ‘ভুল’ প্রমাণ করতে চলেছেন ট্রাম্প? প্রাথমিক প্রবণতায় অন্তত তেমনই ইঙ্গিত করছে। যদিও ফলাফল যে কোনও মুহূর্তে ঘুরতে পারে বলেও মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা। বুধবার সকাল (ভারতীয় সময় অনুযায়ী) পর্যন্ত ১৫ প্রদেশে এগিয়ে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট। সেখানে তাঁর অর্ধেক প্রদেশে এগিয়ে আছেন ডেমোক্র্যাটরা। সংবাদমাধ্যম ‘নিউ ইয়র্ক টাইমস’-এর তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ট্রাম্প যে ১৫ প্রদেশে এগিয়ে আছে তার মধ্যে ফ্লোরিডা, টেক্সাসের মতো প্রদেশগুলিতে জয়ী রিপাবলিকানরা।
তবে এখনও আমেরিকার রাজনীতিতে ‘সুইং স্টেট’ বা ‘ব্যাটেল গ্রাউন্ড স্টেট’ নামে পরিচিত সাত প্রদেশের ফলাফল এখনও জানা যায়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পেনসিলভেনিয়া, উইসকনসিন, মিশিগান, জর্জিয়া, অ্যারিজ়োনা, নর্থ ক্যারোলাইনা এবং নেভাডা এ বার প্রেসিডেন্ট ভোটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ‘উইনার টেকস ইট অল’ নীতির কারণে এই সাতটি প্রদেশের ভূমিকা প্রেসিডেন্ট নির্বাচনে নির্ণায়ক হতে পারে। আমেরিকায় সাধারণ ভাবে কিছু প্রদেশ সচরাচর ডেমোক্র্যাটদের, কিছু রিপাবলিকানদের সমর্থন করে।
কয়েকটি রাজ্যের ক্ষেত্রে এ ধরনের ধরাবাঁধা হিসাব চলে না। তারা কখনও ডেমোক্র্যাট, কখনও রিপাবলিকানদের বেছে নেয়। এগুলোই ‘সুইং স্টেট’। বেশির ভাগ প্রদেশেই ভোটগ্রহণ শেষ হয়েছে। অপেক্ষা শুধু চূড়ান্ত ফলাফলের। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে হলে কোনো প্রার্থীকে ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট পেতে হয়। তাই এটিকে ‘ম্যাজিক’ সংখ্যা বলা হয়। এই হিসাবে ‘ম্যাজিক’ সংখ্যা স্পর্শ করতে ট্রাম্পের আর মাত্র ৫৮টি ইলেকটোরাল কলেজ ভোট দরকার। প্রচারের শেষ বেলায় তাই ট্রাম্প এবং কমলা— দু’জনেই আলাদা করে গুরুত্ব দিয়েছেন এই সাত প্রদেশকে। অনেকের মতে, এখন যা ফলাফল দেখা যাচ্ছে, তা মুহূর্তে পাল্টে যেতে পারে এই সাত প্রদেশের ফলপ্রকাশের পরে। তাই এখনই আশা ছাড়ছেন না ডেমোক্র্যাটরাও। ইতিমধ্যে অনেকগুলো অঙ্গরাজ্যের ফলাফল পাওয়া গেছে। এই ফলাফলে ইলেকটোরাল কলেজ ভোটের হিসাবে ট্রাম্প বড় ব্যবধানে এগিয়ে আছেন।
আরো পড়ুন পশ্চিমবঙ্গ জীবনী মন্দির দর্শন ইতিহাস জেলা শহর লোকসভা বিধানসভা পৌরসভা ব্লক থানা গ্রাম পঞ্চায়েত কালীপূজা যোগ ব্যায়াম পুজা পাঠ দুর্গাপুজো ব্রত কথা মিউচুয়াল ফান্ড জ্যোতিষশাস্ত্র ভ্রমণ বার্ষিক রাশিফল মাসিক রাশিফল সাপ্তাহিক রাশিফল আজকের রাশিফল চানক্যের নীতি বাংলাদেশ লক্ষ্মী পূজা টোটকা রেসিপি সম্পর্ক একাদশী ব্রত পড়াশোনা খবর ফ্যাশন টিপস