
Karkat Rashifal
Bengali Astrology কর্কট Cancer (astrology)হল জল তত্ত্বের রাশি। এই রাশির গ্রহ অধিপতি চাঁদ। অত্যন্ত আবেগপ্রবণ হন Karkat Rashifal কর্কট রাশির জাতকরা। এঁরা সবাইকে ভালোবাসতে পারেন। সবার খেয়াল রাখেন এবং সঙ্গীর প্রতি দায়বদ্ধ থাকেন। একবার যার হাত ধরেন কোনও দিন তার হাত ছাড়েন না karkat rashi কর্কট রাশির জাতকরা। তবে চরিত্রের এত ভালো ভালো গুণ থাকা সত্ত্বেও এঁদের চরিত্রের কিছু খারাপ বৈশিষ্ট্যও রয়েছে। চিনে নিন কর্কট রাশির জাতকদের চরিত্রের খারাপ দিক কোনগুলো।
গোপনীয়তা রক্ষা করে সবাইকে বিশ্বাস করতে পারে না কর্কট রাশির জাতকরা। সেই কারণে সবার কাছে নিজের মনের কথা এরা প্রকাশ করে না। এরা নিজেদের অনেক কথাই গোপন করে যায়। সবাইকে সন্দেহ করার একটা প্রবণতা থাকে কর্কট রাশির জাতকদের। মুখে ভালো ব্যবহার করলেও মনে মনে সবাইকে সন্দেহ করে থাকে এরা।
নিরাশাবাদী অল্পেই হতাশ হয়ে পড়ে karkat rashi কর্কট রাশির জাতকরা। এরা যাকে ভালোবাসে, তাকে প্রাণ দিয়ে ভালোবাসে। কিন্তু ঠিক সেই ভালোবাসা পরিবর্তে না পেলে এরা ভেঙে পড়ে একেবারে। অতিরিক্ত আবেগপ্রবণ বলে সহজেই হতাশ হয়ে পড়ার একটা প্রবণতা কাজ করে karkat rashi কর্কট রাশির জাতকদের মধ্যে। অন্যের মনোযোগ পাওয়ার জন্য এরা ‘ইমোশনাল অত্যাচার’ করতেও ছাড়ে না। ঘন ঘন মজ মেজাজ পাল্টে যায় কর্কট রাশির জাতকদের। খুব হাসিখুশি অবস্থা থেকে হঠাত্ করে দুঃখের সাগরে ভেসে যেতে পারে এরা।
প্রতিহিংসা পরায়ণ অত্যন্ত প্রতিহিংসা পরায়ণ হয় Karkat Rashifal কর্কট রাশির জাতকরা। এরা একবার যার উপর রেগে যায়, তার উপর প্রতিশোধ নিয়েই তবে ছাড়ে। যার উপর প্রতিশোধ নেয়, তাকে পুরোপুরি শেষ করে দিতেও পিছপা হয় না কর্কট রাশির জাতকরা। যে কোনও মূল্যে নিজের অপমান বা আঘাতের শোধ এরা নিয়েই ছাড়ে।
সহজে হার মানে Karkat Rashifal কর্কট রাশির জাতকরা একদমই হার মানতে চায় না। কিন্তু উল্লেখযোগ্য বিষয় হল এরা যতটা তীব্র ভাবে জিততে চায়, জেতার জন্য ততটা আপ্রাণ চেষ্টা করে না। সেই কারণে মনে মনে জেতার ইচ্ছে থাকলেও কার্যক্ষেত্রে হার মানে কর্কট রাশির জাতকরা। বরং সোজাপথে না চেষ্টা করে, অনেক সময় ভুল পথে জেতার চেষ্টা করে এরা। এরা নিজেরা যে ঠিক তা প্রমাণ করার জন্য ঘণ্টার পর ঘণ্টা তর্ক করে যায়। সহজে নিজের ভুল স্বীকার করতে রাজি থাকে না কর্কট রাশির জাতকরা।
Karkat Rashifal কর্কট রাশির শিশুরা পড়াশোনার ঠিক মতো পরিবেশ পেলে উচ্চ শিক্ষিত বা দশের মধ্যে একজন হতে পারে। তবে এরা নিজের চেষ্টায় পড়াশোনা করতে চায় না, কারও সাহায্য পেলে অনেক দূর পর্যন্ত এগোয়। ছোটবেলা থেকেই এদের মধ্যে উচ্চাশার মনোভাব লক্ষ্য করা যায়। এদের আঁকার প্রতি প্রচণ্ড আগ্রহ থাকে। নিজের পছন্দের কিছু কারও সঙ্গে শেয়ার করতে ভাল না বাসলেও অন্যের দুঃখে দুঃখ পেতে দেখা যায় কর্কট রাশির শিশুদের। কর্কট রাশির শিশুরা নিজের জিনিষ সযত্নে ব্যবহার করে। ছোট থেকেই এই রাশির শিশুদের মধ্যে একটা শিল্পীভাব থাকে। বড় হয়ে যে কোনও শিল্পে উন্নতি করতে পারবে। কর্কট রাশির শিশুরা আকাশ কুসুম ভাবতে খুব ভালবাসে। এক কথায় খুব কল্পনাপ্রবণ হয়। সব কিছু নিজের মতো করে ভেবে ফেলতে খুব পটু হয় এরা। এই রাশির শিশুরা একটুতেই খুব রেগে যায়। তাই এদের সঙ্গে খুব বুঝে কথা বলতে হয়।